বৃহস্পতিবার, ২৯শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিশ্বজুড়ে ব্যাংকিং খাতে বঞ্চনার শিকার মুসলিমরা *** সরকারি কর্মচারীদের পাঁচ বছরের বেশি থাকা ঠিক না: প্রধান উপদেষ্টা *** আড়াই মাস চেষ্টা করেও আল জাজিরা তারেক রহমানের সাক্ষাৎকার নিতে পারেনি *** মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় একসঙ্গে কাজ করতে হবে *** অজিত পাওয়ারকে বহনকারী বিমান বিধ্বস্তের আগে ‘রহস্যজনক নীরবতা’ *** ভারতীয় কূটনীতিকদের পরিবার প্রত্যাহারের সংকেত বুঝতে পারছে না সরকার *** ‘আমি কিন্তু আমলা, আপনি সুবিচার করেননি’ *** প্রধান উপদেষ্টার কাছে অ্যামনেস্টির মহাসচিবের খোলা চিঠি *** ভারত-ইউরোপের মুক্ত বাণিজ্য চুক্তি ও বাংলাদেশের পোশাক রপ্তানি *** ‘গ্রিনল্যান্ড: মার্কিন হুমকি বাংলাদেশের জন্য উদ্বেগের বিষয়’

প্রার্থীর হাত ধরে বিএনপিতে যোগ দিলেন উপজেলা আওয়ামী লীগের নেতা

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৩৯ অপরাহ্ন, ২৯শে ডিসেম্বর ২০২৫

#

ছবি: সংগৃহীত

ফরিদপুরে বিএনপিতে যোগ দিয়েছেন ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোবাহান মুন্সি। গতকাল রোববার (২৮শে ডিসেম্বর) রাত ১০টার দিকে সদরপুর উপজেলার কলেজ মোড় এলাকায় ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলামের বাসায় উপস্থিত হয়ে দলটিতে যোগ দেন তিনি।

যোগদানের পর সোবাহান মুন্সি বলেন, ‘আজ থেকে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদ থেকে পদত্যাগ করে শহিদুল ইসলাম ভাইয়ের হাত ধরে বিএনপিতে যোগ দিলাম। আমার গোষ্ঠীর ষোলো আনার মধ্যে পনেরো আনা বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত। তাদের সঙ্গে পরামর্শ করেই ভালো লাগা ও ভালোবাসা থেকে দলীয় পদ ছেড়ে বিএনপিতে এসেছি।’

যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি খন্দকার ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক আইয়ুব মোল্লা, বিএনপি নেতা কাজী কাওসার, ভাঙ্গা বাজার বণিক সমিতির সভাপতি সহিদুল হকসহ স্থানীয় নেতারা।

সোবাহান মুন্সি একসময় ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ২০০১ সালে ভাঙ্গা পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং ২০১৩ সালে উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে ভাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। বিএনপিতে যোগ দেওয়ার আগপর্যন্ত তিনি ওই পদে বহাল ছিলেন।

আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দেওয়ার কারণ জানতে চাইলে সোবাহান মুন্সি স্থানীয় সাংবাদিকদের বলেন, ‘কোনো চাপের কারণে নয়, রাজনৈতিক বাস্তবতা বিবেচনা করেই বিএনপিতে যোগ দিয়েছি। রাজনীতির সঙ্গে যুক্ত মানুষ উন্নয়নমূলক কর্মকাণ্ডে থাকেন। বর্তমানে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ; কবে রাজনীতি করার সুযোগ মিলবে, তার নিশ্চয়তা নেই। গত ১৫-১৬ মাস ধরে ঘরছাড়া অবস্থায় ছিলাম—কী করব বুঝে উঠতে পারছিলাম না।'

বিএনপি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250