বৃহস্পতিবার, ৩১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ১৮৫ বছরের পুরোনো বুনো মহিষের শিং পাহাড়পুর জাদুঘরে হস্তান্তর *** প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের ৩৬তম সভা অনুষ্ঠিত *** শিক্ষকের বিকল্প হবে চ্যাটজিপিটি *** শক্তি ও মালিকানা যার হাতে, তাকেই ক্ষমতা ফিরিয়ে দিতে হবে: মির্জা ফখরুল *** পিআর পদ্ধতিতে হবে ১০০ সংসদীয় আসনের উচ্চকক্ষ, ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত *** কিছু দিনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা: আইন উপদেষ্টা *** গোপালগঞ্জে কোনো প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হয়নি: সেনাসদর *** বিপুল বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়ে ট্রাম্পের শুল্ক ১৫ শতাংশে নামাল দ. কোরিয়া *** মিয়ানমারে জরুরি অবস্থা প্রত্যাহার, ডিসেম্বরেই নির্বাচন *** শেখ হাসিনা আমলের নির্যাতনের অবসান, তবে রাজনৈতিক প্রতিপক্ষ দমন অব্যাহত: এইচআরডব্লিউ

গুচ্ছ পরীক্ষা

বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্নে বিভোর ওরা ৯ জন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪৬ অপরাহ্ন, ৩রা মে ২০২৪

#

ছবি: সংগৃহীত

কেউ দৃষ্টিপ্রতিবন্ধী, কেউ লিখতে অক্ষম আবার কেউবা বাকপ্রতিবন্ধী। তাদের কেউ হতে চায় উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা। নিজের স্বপ্নপূরণের প্রথম ধাপ হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে পরীক্ষা দিয়েছেন বিশেষ চাহিদাসম্পন্ন অদম্য ৯ শিক্ষার্থী। 

শুক্রবার (৩রা মে) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে ভর্তি পরীক্ষা দেন এই নয় শিক্ষার্থী। তারা হলেন- ইফফাত জানাহ বিথী, আবু ফারেজ, হুমাইরা জাহান জিনিত, নুসরাত জাহান কাকলী, আসফিয়া তাসনিম রুহি, হিজবুল্লাহ, সোনিয়া আক্তার, হানিফা মুন্সি হ্যাপি, মাসুদ শাহরিয়ার। বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত একজন সাহায্যকারীর মাধ্যমে পরীক্ষায় অংশগ্রহণ করেন তারা।

ছোটবেলা থেকেই পাবলিক বিশ্ববিদ্যালয়ের পড়ার স্বপ্ন ছিল বেগম বদরুন্নেসা সরকারি কলেজ থেকে আসা ইফফাত জাহান বিথী নামের এক পরীক্ষার্থীর। তিনি গণমাধ্যমকে বলেন, আজ আমার সেই মাহেন্দ্রক্ষণ। পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে ইতিহাস নিয়ে পড়ার ইচ্ছা আমার। আমার মূল লক্ষ্য হলো বিসিএস। জীবনে প্রতিষ্ঠিত হয়ে আমার মতো বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের নিয়ে কাজ করতে চাই।

আরো পড়ুন: গুচ্ছের ‘খ’ ইউনিটের পরীক্ষা আজ, প্রতি আসনে লড়বেন ১৫ জন

ফেনীর পরশুরাম ইসলামিয়া ডিগ্রি মাদ্রাসা থেকে আসা আরেক পরীক্ষার্থী আসফিয়া তাসনিম রুহি বলেন, আমি লিখতে অক্ষম। তা সত্ত্বেও বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে আমি সর্বোচ্চ সহযোগিতা পেয়েছি। প্রশ্নের মান আমার কাছে ভালোই মনে হয়েছে। আমার লোকপ্রশাসন বিষয় নিয়ে আমার পড়ার ইচ্ছা। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ হলে আমি এই বিশ্ববিদ্যালয়েই ভর্তি হব।

এদিন মেডিকেলে পরীক্ষা গ্রহণের দায়িত্বে থাকা মেডিকেল উপপ্রধান চিকিৎসক মিতা শাবনম গণমাধ্যমকে বলেন, আমাদের এখানে বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীরা খুব সুন্দরভাবেই পরীক্ষা দিয়েছে। প্রত্যেক পরীক্ষার্থীর সঙ্গে একজন শ্রুতিলেখক দেওয়া হয়েছে। এসব পরীক্ষার্থী যাতে সুন্দরভাবে পরীক্ষা দিতে পারে সে জন্য আমরা আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করেছিলাম।

এইচআ/ আই.কে.জে/

জগন্নাথ বিশ্ববিদ্যালয় গুচ্ছ পরীক্ষা বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন