ছবি: সংগৃহীত
বাজেট সহায়তার আওতায় এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) বাংলাদেশকে ১০ কোটি ডলার ঋণ দেবে। প্রতি ডলার ১২০ টাকা ধরে বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ১ হাজার ২০০ কোটি টাকা। বৃহস্পতিবার (১২ই ডিসেম্বর) নগরীর এনইসি সম্মেলন কক্ষে এডিবি-বাংলাদেশের মধ্যে ঋণচুক্তি হয়েছে।
‘স্ট্রেনদেনিং বাংলাদেশ ইনফ্রাস্টাক্চার ফাইন্যান্স ফান্ড লিমিটেড অ্যাডিশনাল ফাইন্যান্সিং’ প্রকল্পের আওতায় এই ঋণচুক্তি স্বাক্ষরিত হয়।
বাংলাদেশ সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মো. শাহরিয়ার কাদের ছিদ্দিকী, এডিবির পক্ষে বাংলাদেশে নিযুক্ত কান্ট্রি ডিরেক্টর হো ইয়ুন জিয়ং ঋণচুক্তিতে স্বাক্ষর করেন।
আরও পড়ুন: সব মন্ত্রণালয়ের বাজেট কাঠামো ২৩শে জানুয়ারির মধ্যে পাঠানোর নির্দেশ
বাজেট সহায়তা হিসেবে ৬০ কোটি ডলার দেবে এডিবি। প্রকল্পটির বাস্তবায়নকাল ২০২৪-২০২৯। পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে অবকাঠামোগত উন্নয়ন খাতে বিনিয়োগ বৃদ্ধিতে সক্ষমতা বাড়ানোর জন্য এডিবি প্রস্তাবিত প্রকল্পের অনুকূলে ১০০ মিলিয়ন ডলার ঋণ দেবে।
এ ঋণটি অর্ডিনারি ক্যাপিটাল রিসোর্স হিসেবে পাওয়া গেছে, যা ৫ বছরের গ্রেস পিরিয়ডসহ মোট ২৫ বছরে পরিশোধযোগ্য। বার্ষিক সুদের হার ০ দশমিক ৫০ শতাংশ।
এসি/ আই.কে.জে/