সোমবার, ২০শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিএনপির কার্যালয়ে সাংবাদিক হেনস্তার ঘটনায় এনসিপির নিন্দা ও উদ্বেগ *** কমলাপুর স্টেশনে কোমরে চাপাতি নিয়ে ভাইরাল, অতঃপর... *** আওয়ামী লীগকে পুনর্বাসিত করার চেষ্টা করছি—উনি এটা প্রমাণ করুক: এ কে আজাদ *** দেশকে সুন্দর করার সুযোগ এসেছে, কিন্তু চারদিকে অনৈক্যের সুর: মির্জা ফখরুল *** জুলাই গণ-অভ্যুত্থানে হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে *** ২ বছর পর গাজার ৩ লাখ শিশুর পড়ালেখা শুরু *** আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে সংহতি জানাল বিএনপি, শহীদ মিনারে নেতারা *** আলতাফ শাহনেওয়াজের যৌন নিপীড়ন ইস্যুতে সম্পাদকের কাছে পাঁচ বিশিষ্ট নারীর চিঠি *** জামায়াত বলে এক, করে আরেক: রুমিন ফারহানা *** বিনা দোষে ৪৩ বছর জেল খাটা ব্যক্তিকে কী এবার ভারতে ফেরত পাঠাবে আমেরিকা

আমেরিকার কাছে যার মাথার দাম ছিল কোটি ডলার, সেই শারা এবার ভাষণ দিলেন জাতিসংঘে

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২৮ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৫

#

প্রায় ৬০ বছর পর প্রথমবারের মতো জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিলেন সিরিয়ার কোনো নেতা। ছবি: সংগৃহীত

প্রায় ৬০ বছর পর প্রথমবারের মতো জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিলেন সিরিয়ার কোনো নেতা। এ নেতা আর কেউ নন, সিরিয়ার প্রেসিডেন্ট আহমদ আল-শারা। তার এ যাত্রা এক অপ্রত্যাশিত মাইলফলক। একসময় আবু মোহাম্মদ আল-জোলানি নামে পরিচিত শারা ছিলেন সিরিয়ার আল-কায়েদা শাখার নেতা।

তখন তার মাথার দাম ১০ মিলিয়ন ডলার হাঁকে আমেরিকা। আর এখন সেই শারা স্যুট-টাই পরে জেট বিমানে নিউইয়র্ক সিটিতে এসেছেন। দ্য টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, আমেরিকার প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও, সিরীয় প্রবাসী ও সাবেক সিআইএ পরিচালক জেনারেল ডেভিড পেট্রাইউসের মতো ব্যক্তিদের দ্বারা সম্মানিত হচ্ছেন তিনি। এ যেন এক অবিশ্বাস্য পরিবর্তন।

বিশেষজ্ঞরা বলছেন, জাতিসংঘে শারার অভিষেক তার সরকারের আন্তর্জাতিক স্বীকৃতিকে আরও শক্তিশালী করবে। কিন্তু সিরিয়ার অভ্যন্তরীণ পরিস্থিতি এখনো অস্থিতিশীল। আন্তর্জাতিক সম্প্রদায়ের যারা এখন শারাকে স্বাগত জানাচ্ছে, তাদের উচিত একটি বিভক্ত দেশে ক্ষমতা আরোপের জন্য উৎসাহিত না করে বরং অন্তর্ভুক্তিমূলক নীতি নেওয়ার জন্য চাপ দেওয়া।

মাত্র ১০ মাস আগে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সরকার সিরিয়ার অধিকাংশ অঞ্চল নিয়ন্ত্রণ করত। কিন্তু ২০২৪ সালের শেষের দিকে শারার হায়াত তাহরির আল-শামের নেতৃত্বে আক্রমণ শুরু হলে সিরীয় সেনাবাহিনীর প্রতিরক্ষাব্যবস্থা ভেঙে পড়ে। গত বছরের ৮ই ডিসেম্বর বিদ্রোহীরা দামেস্ক দখল করেন এবং আসাদ মস্কোতে পালিয়ে যান। হঠাৎ করেই শারা সিরিয়ার কার্যত প্রেসিডেন্ট হয়ে ওঠেন, যা আসাদ পরিবারের অর্ধশতাব্দীর শাসনের অবসান ঘটায়।

শারার নতুন সরকার বিদেশে উষ্ণ অভ্যর্থনা পেয়েছে। বিভিন্ন দেশ দামেস্কে মন্ত্রী পাঠিয়ে সম্পর্ক পুনরায় স্থাপন করেছে। প্রথমদিকে ট্রাম্প প্রশাসন শারার প্রতি কিছুটা শীতল ছিল, কারণ ইসরায়েলি সরকার নতুন সিরীয় নেতা সম্পর্কে সংশয়ে ছিল। কিন্তু মে মাসে সৌদি আরবের যুবরাজ ট্রাম্প ও শারার মধ্যে একটি বৈঠকের ব্যবস্থা করেন।

বৈঠকে ট্রাম্প এ সিরীয় নেতাকে ‘একজন শক্তিশালী ও আকর্ষণীয় ব্যক্তি’ বলে অভিহিত করেন। এর পর থেকে ট্রাম্প প্রশাসন শারার সরকারের একজন ‘উৎসাহী’ সমর্থকে পরিণত হয়।

ক্ষমতা নেওয়ার পর প্রথম কয়েক মাসে শারা আন্তর্জাতিক বৈধতাকে অগ্রাধিকার দিয়েছেন। তিনি বেশ কিছু দেশে সফর করেছেন এবং দামেস্কে উচ্চপদস্থ ব্যক্তিদের সঙ্গে দেখা করেছেন। কিন্তু সিরীয় জনগণের উদ্দেশে খুব কমই ভাষণ দিয়েছেন।

তার এই কৌশল বেশ ফলপ্রসূ হয়েছে বলে মনে করা হয়। শারা আসাদ-পরবর্তী রাজনৈতিক পরিস্থিতিতে আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছেন। বিশেষত, আমেরিকা ও অন্যান্য দেশ থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আশ্বাস পেয়েছেন, যা সিরিয়ার পুনরুদ্ধার ও পুনর্গঠনের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ছিল।

জে.এস/

সিরিয়া আহমদ আল-শারা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250