ছবি: সংগৃহীত
জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সমাজতান্ত্রিক দল (বাসদ) মাসব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। ৩রা জুলাই গণহত্যার বিচার, সংস্কার ও নির্বাচনের দাবিতে গণসমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শুরু করবে দলটি।
আজ মঙ্গলবার (১লা জুলাই) বিকেলে দলটির রাজধানীর সেগুনবাগিচার ভ্যানগার্ড মিলনায়তনে অনুষ্ঠিত এক কর্মিসভা শেষে এসব কর্মসূচির কথা জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ।
কর্মিসভায় বজলুর রশীদ ফিরোজ জানান, ৩রা জুলাই বৃহস্পতিবার বেলা ৩টায় জুলাই গণহত্যার বিচার, সংস্কার ও নির্বাচনের দাবিতে ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে একটি গণসমাবেশ মধ্য দিয়ে মাসব্যাপী কর্মসূচি শুরু হবে।
তিনি বলেন, ১৪ই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়য়ের ছাত্রী শিক্ষার্থীদের মধ্যরাতের প্রতিরোধ, ১৫ই জুলাই রাষ্ট্রীয় নিপীড়নবিরোধী দিবস পালন, ১৬-২৩শে জুলাই আন্দোলনে শহীদদের এলাকায় স্মরণ অনুষ্ঠান, ১৯শে জুলাই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিরোধ দিবস, ২৬শে জুলাই কারফিউ ভঙ্গ সাংস্কৃতিক কর্মীদের ও বামপন্থীদের, ২৯শে জুলাই শ্রমিক প্রতিরোধ দিবস এবং পরবর্তীকালে ‘জুলাই অভ্যুত্থানের প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক সেমিনার ও বিজয় মিছিল-সমাবেশ অনুষ্ঠিত হবে।
খবরটি শেয়ার করুন