সোমবার, ২০শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নির্বাচনে সেনা এক লাখ, পুলিশ দেড় লাখ ও ছয় লাখ আনসার মাঠে থাকবে *** বিএনপির কার্যালয়ে সাংবাদিক হেনস্তার ঘটনায় এনসিপির নিন্দা ও উদ্বেগ *** কমলাপুর স্টেশনে কোমরে চাপাতি নিয়ে ভাইরাল, অতঃপর... *** আওয়ামী লীগকে পুনর্বাসিত করার চেষ্টা করছি—উনি এটা প্রমাণ করুক: এ কে আজাদ *** দেশকে সুন্দর করার সুযোগ এসেছে, কিন্তু চারদিকে অনৈক্যের সুর: মির্জা ফখরুল *** জুলাই গণ-অভ্যুত্থানে হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে *** ২ বছর পর গাজার ৩ লাখ শিশুর পড়ালেখা শুরু *** আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে সংহতি জানাল বিএনপি, শহীদ মিনারে নেতারা *** আলতাফ শাহনেওয়াজের যৌন নিপীড়ন ইস্যুতে সম্পাদকের কাছে পাঁচ বিশিষ্ট নারীর চিঠি *** জামায়াত বলে এক, করে আরেক: রুমিন ফারহানা

গাজা নিয়ে পোস্ট দিয়ে চাকরিচ্যুত সাংবাদিক পাবেন পৌনে ২ কোটি টাকা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০৭ পূর্বাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৫

#

চাকরিচ্যুত সাংবাদিক অ্যান্টোনেট লাটুফ। ছবি: বিবিসি

অস্ট্রেলিয়ার জাতীয় সম্প্রচারমাধ্যম এবিসি-কে সাংবাদিক অ্যান্টোনেট লাটুফকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করার দায়ে আদালত ১ লাখ ৫০ হাজার অস্ট্রেলিয়ান ডলার জরিমানা দিতে আদেশ দিয়েছেন। তবে এই ক্ষতিপূরণের আগেও তাকে আরও ৭০ হাজার ডলার (৫৬ লাখ টাকারও বেশি) দিয়েছিল প্রতিষ্ঠান।

বুধবার (২৪শে সেপ্টেম্বর) অস্ট্রেলিয়ার ফেডারেল কোর্টের বিচারপতি ড্যারিল রাঙ্গাইয়া জানান, এবিসি যাতে শিক্ষা নেয়, সে জন্যই অতিরিক্ত বড় অঙ্কের জরিমানা ধার্য করা হয়েছে। এ হিসেবে আগে পরে মিলিয়ে লাটুফ পাবেন ২ লাখ ২০ হাজার অস্ট্রেলিয়ান ডলার (১ কোটি ৭৬ লাখ টাকার বেশি)। খবর বিবিসির।

বিবিসি জানিয়েছে, ২০২৩ সালের ডিসেম্বরে গাজা যুদ্ধ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্ট দেওয়ার পর লাটুফকে হঠাৎ করে সিডনির এবিসি রেডিও থেকে সরিয়ে দেওয়া হয়। তিনি সপ্তাহব্যাপী উপস্থাপনার জন্য চুক্তিবদ্ধ হলেও মাত্র তিন দিন পর তাকে বলা হয় অনুষ্ঠান ছেড়ে দিতে। পরে বিষয়টি গণমাধ্যমে ফাঁস হয়।

লাটুফের শেয়ার করা পোস্টটি ছিল হিউম্যান রাইটস ওয়াচের একটি প্রতিবেদন, যেখানে ইসরায়েলের বিরুদ্ধে গাজার জনগণকে অনাহারে রাখার অভিযোগ আনা হয়। ইসরায়েল অভিযোগটি অস্বীকার করলেও আন্তর্জাতিক অপরাধ আদালত পরে জানায়, এ বিষয়ে তাদের কাছে যথেষ্ট যুক্তিসংগত প্রমাণ রয়েছে।

এবিসি কর্তৃপক্ষ দাবি করে, লাটুফকে সামাজিক যোগাযোগমাধ্যমে যুদ্ধসংক্রান্ত কিছু না বলতে নির্দেশ দেওয়া হয়েছিল এবং তার পোস্ট প্রতিষ্ঠানটির নীতিমালা ভঙ্গ করেছে। তবে আদালত রায়ে জানান, তাকে কখনো এমন নির্দেশ দেওয়া হয়নি। তার পোস্ট অবিবেচনার হতে পারে, কিন্তু তাকে কোনো সুযোগ না দিয়েই শুধু সন্দেহের ভিত্তিতে চাকরিচ্যুত করা হয়েছে।

বিচারপতি রাঙ্গাইয়া বলেন, শুরুর দিকে ইসরায়েলপন্থী গোষ্ঠীর চাপের মুখে এবিসি তাকে সরিয়ে দেয় এবং ব্যবস্থাপনা ইচ্ছাকৃতভাবে তাকে ‘বলির পাঁঠা’ বানায়। তিনি আরও মন্তব্য করেন, ‘একটি লবিং গোষ্ঠীকে সন্তুষ্ট করতে গিয়ে এবিসি তার কর্মী ও অস্ট্রেলিয়ার জনগণের প্রতি দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে।’

লাটুফ দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ান গণমাধ্যমে কাজ করছেন এবং বর্ণবাদ, গণমাধ্যমে বৈষম্য ও মানসিক স্বাস্থ্যের মতো বিষয়ে সক্রিয় ভূমিকার জন্য পরিচিত। তার বিরুদ্ধে এভাবে ব্যবস্থা নেওয়ায় এবিসির স্বাধীনতা ও কর্মীদের প্রতি দায়বদ্ধতা নিয়ে দেশজুড়ে প্রশ্ন ওঠে এবং প্রবল সমালোচনার জন্ম দেয়।

এই ঘটনায় এবিসি ইতিমধ্যে প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেছে। তবে আদালত বলেছেন, চাকরিচ্যুতির তথ্য গণমাধ্যমে ফাঁস হওয়ার ঘটনায় কারা দায়ী, তা খুঁজে বের করতে ব্যর্থ হওয়ায় প্রতিষ্ঠানটির অনুশোচনা যথেষ্ট নয়।

রায়ের ফলে লাটুফকে আগামী ২৮ দিনের মধ্যে জরিমানার পুরো অর্থ প্রদান করতে এবিসিকে নির্দেশ দেওয়া হয়েছে।

সাংবাদিক অস্ট্রেলিয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250