বৃহস্পতিবার, ২৯শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** টি-টোয়েন্টি বিশ্বকাপে ৯০ ক্রিকেটার ‘চরম ঝুঁকিপূর্ণ’ *** ‘তারেক রহমান মনোনীত ৩০০ গডফাদারকে না বলুন, বাংলাদেশ মুক্তি পাবে’ *** সরকারি কর্মচারীদের গণভোটে ‘হ্যাঁ’ বা ‘না’–এর পক্ষে প্রচার দণ্ডনীয়: ইসি *** যুক্তরাষ্ট্র-ইরানের টানাপোড়েনে মধ্যস্থতা করতে চায় তুরস্ক *** ইরানের রেভল্যুশনারি গার্ডকে ‘সন্ত্রাসী’ সংগঠন হিসেবে তালিকাভুক্ত করছে ইইউ *** হাজিরা পরোয়ানাকে ‘জামিননামা ভেবে’ হত্যা মামলার ৩ আসামিকে ছেড়ে দিল কারা কর্তৃপক্ষ *** আওয়ামী ভোটব্যাংক: জয়-পরাজয়ের অদৃশ্য সমীকরণ *** ‘সজীব ওয়াজেদ জয়ের যুক্তি অযৌক্তিক নয়’ *** শিক্ষকদের বাড়তি বেতনসুবিধার নতুন প্রজ্ঞাপন জারি *** ‘অন্তর্বর্তী সরকারের আমলে ৪০০ কারখানা বন্ধ, দেড় লাখ শ্রমিক কর্মহীন’

কোন সময় ও কোন জায়গাগুলোতে দোয়া কবুল হয়

ধর্ম ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৫ অপরাহ্ন, ১০ই নভেম্বর ২০২৪

#

ছবি : সংগৃহীত

ইসলামের অন্যতম ইবাদত দোয়া। হাদিস শরিফে দোয়াকে ইবাদতের মগজ আখ্যায়িত করা হয়েছে। দোয়া কবুল হওয়ার জন্য আল্লাহর ওলি হওয়া জরুরি নয়। যেকোনো পাপী বান্দার দোয়াও মহান আল্লাহ কবুল করেন। আল্লাহর রাসূল সা. যেকোনো প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হলে দোয়ায় মত্ত হয়ে যেতেন।

পবিত্র কোরআনে মহান আল্লাহ ইরশাদ করেন, ‘যখন তোমার কাছে আমার বান্দা আমার সম্পর্কে জিজ্ঞেস করে (তখন বলে দাও যে), নিশ্চয়ই আমি তাদের কাছে। প্রার্থনাকারী যখন আমাকে ডাকে, তখন আমি তার ডাকে সাড়া দিই। সুতরাং তারাও যেন আমার ডাকে সাড়া দেয় ও ঈমান আনয়ন করে। আশা করা যায়, তারা সফলকাম হবে।’ (সূরা বাকারা, আয়াত : ১৮৬)।

প্রয়োজন পূরণে ও আল্লাহর রহমত লাভের আশায় প্রায় সময় অনেকে দোয়া করে থাকেন। কিছু কিছু সময় ও জায়গায় দোয়া করলে কবুল হওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল। এখানে এমন কিছু সময় ও জায়গা তুলে ধরা হলো—

আরো পড়ুন : যে দোয়া পড়লে মনের ইচ্ছা পূরণ হবে

>> নামাজের সিজদা এবং শেষ বৈঠকে তাশাহহুদের পর।

>> কদরের রাতে ও আরাফার দিনে।

>> রমজান মাসে দোয়া করা।

>> আজানের সময়, আজান ও ইকামতের মধ্যকার সময় এবং যুদ্ধের সময়।

>> জুমার দিনে ইমামের মিম্বরে বসা থেকে নামাজ শেষ হওয়া পর্যন্ত সময়।

>> শেষ রাতে এবং ফরজ নামাজের পর।

>> বৃষ্টির সময়।

>> অনুপস্থিত মুসলিম ভাইয়ের জন্য করা দোয়া।

>> জুলুমকারীর উপর মাজলুমের দোয়া।

>> সন্তানের জন্য মা-বাবার দোয়া।

>> মুসাফিরের দোয়া।

>> ইফতারের সময় রোজাদারের দোয়া।

>> বিপদগ্রস্ত ব্যক্তির দোয়া।

>> ন্যায়পরায়ণ শাসকের দোয়া।

>> হজের সময় ছোট ও মধ্য জামরায় কঙ্কর নিক্ষেপের দোয়া।

>> কাবার ভেতরে করা দোয়া।

>> সাফা-মারওয়া পাহাড়ের উপর করা দোয়া।

>> আল্লাহর রাস্তায় (জিহাদ) সৈন্যদের অগ্রসর হওয়ার সময়।

এস/ আই.কে.জে/

দোয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250