বৃহস্পতিবার, ২৯শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিশ্বজুড়ে ব্যাংকিং খাতে বঞ্চনার শিকার মুসলিমরা *** সরকারি কর্মচারীদের পাঁচ বছরের বেশি থাকা ঠিক না: প্রধান উপদেষ্টা *** আড়াই মাস চেষ্টা করেও আল জাজিরা তারেক রহমানের সাক্ষাৎকার নিতে পারেনি *** মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় একসঙ্গে কাজ করতে হবে *** অজিত পাওয়ারকে বহনকারী বিমান বিধ্বস্তের আগে ‘রহস্যজনক নীরবতা’ *** ভারতীয় কূটনীতিকদের পরিবার প্রত্যাহারের সংকেত বুঝতে পারছে না সরকার *** ‘আমি কিন্তু আমলা, আপনি সুবিচার করেননি’ *** প্রধান উপদেষ্টার কাছে অ্যামনেস্টির মহাসচিবের খোলা চিঠি *** ভারত-ইউরোপের মুক্ত বাণিজ্য চুক্তি ও বাংলাদেশের পোশাক রপ্তানি *** ‘গ্রিনল্যান্ড: মার্কিন হুমকি বাংলাদেশের জন্য উদ্বেগের বিষয়’

টাইট পোশাক যে কারণে বিপজ্জনক

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৫৭ অপরাহ্ন, ১৯শে জুন ২০২৫

#

ছবি: সংগৃহীত

বর্তমানে ফ্যাশন সচেতন অনেকেই টাইট ফিট বা আঁটোসাঁটো পোশাক পরতে বেশি পছন্দ করেন। কিছু ক্ষেত্রে, টাইট পোশাক শারীরিক গঠন ফুটিয়ে তোলার পাশাপাশি আকর্ষণীয় করে তোলে, তবে অতিরিক্ত টাইট পোশাক স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে। খবর হিন্দুস্তান টাইমসের।

বিশেষজ্ঞদের মতে, খুব আঁটোসাঁটো পোশাক পাকস্থলী ও অন্ত্রের ওপর চাপ সৃষ্টি করে। এর ফলে হজমের সমস্যা হতে পারে। যদি পোশাকটি খুব টাইট হয় ও আপনার ত্বকে চাপ প্রয়োগ করে তাহলে সেটি রক্ত প্রবাহকে প্রভাবিত করতে পারে বা স্নায়ুর ক্ষতি হতে পারে।

খুব টাইট পোশাক পরলে ত্বকে জ্বালা, চুলকানি কিংবা ছত্রাকের সংক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে। এ ক্ষেত্রে পোশাক  যদি আপনার ত্বকে লাল দাগ বা চাপের চিহ্ন রেখে যায় বা শ্বাস নিতে অসুবিধা হয় তাহলে অবশ্যই সেগুলো এড়িয়ে অন্য পোশাক পরতে হবে।

এ ছাড়া ভারতের ডিএনএ স্কিন ক্লিনিকের প্রতিষ্ঠাতা ও প্রধান চর্মরোগ বিশেষজ্ঞ ডা. প্রিয়াঙ্কা রেড্ডি ত্বকে টাইট পোশাকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে যা জানিয়েছেন তা জেনে নেওয়া যাক-

ত্বকে জ্বালাপোড়া

অত্যন্ত আঁটোসাঁটো পোশাক পরলে উরু কিংবা বগলে ঘর্ষণের ফলে জ্বালাপোড়া হতে পারে, যা পরবর্তী সময়ে যন্ত্রণাদায়ক হয়ে উঠতে পারে।

ত্বকে ছত্রাকের সংক্রমণ

আঁটোসাঁটো পোশাক যা সিনথেটিক ফাইবার দিয়ে তৈরি ও ত্বককে শ্বাস নিতে দেয় না এমন পোশাক পরলে ত্বকে ছত্রাক বেড়ে যেতে পারে। ফলে জক ইচ বা অ্যাথলিটের পায়ে সংক্রমণ হতে পারে।

মুখে ব্রণ

আঁটোসাঁটো পোশাক ত্বকের বিরুদ্ধে ঘাম ও তেল আটকে রাখতে পারে, যা ত্বকের ছিদ্র আটকে দিতে পারে। ফলে ত্বকে ব্রণ ও ফুসকুড়ির সৃষ্টি হয়।

রক্ত সঞ্চালনে বাধা

টাইট বেল্টযুক্ত প্যান্ট/স্কার্ট পরলে ত্বকের সংবেদনশীলতা, লালভাব, রক্ত প্রবাহে বাধার সমস্যা হতে পারে। এমনকি কোমরের চারপাশে চিহ্নও স্পষ্ট হয়ে ওঠে। এ ছাড়া কর্সেট, ব্লাউজের মতো অন্যান্য আঁটোসাঁটো পোশাক পরলে রক্ত চলাচলে সমস্যা হয়।

এ বিষয়ে অভিজ্ঞ কনসালটেন্ট ডা. প্রিয়াংকা রেড্ডি জানান, শরীরের জন্য আরামদায়ক ও ত্বককে শ্বাস নিতে দেয় এমন পোশাক পরা খুব গুরুত্বপূর্ণ।

যদি কেউ আঁটোসাঁটো পোশাক পরার কারণে ত্বকে জ্বালা বা অস্বস্তি অনুভব করে থাকেন, তাহলে এখন থেকেই ঢিলেঢালা পোশাক বা প্রাকৃতিক ফাইবার থেকে তৈরি পোশাক পরার অভ্যাস গড়ে তুলুন। কৃত্রিম বা নাইলনের কাপড় এড়িয়ে চলাই ভালো। কেননা, সুস্বাস্থ্যই জীবনে প্রশান্তি যোগায়।

আরএইচ/

ফ্যাশন টিপস আঁটোসাঁটো পোশাক টাইট পোশাক আঁটোসাঁটো পোশাকে ত্বকের ক্ষতি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250