ছবি: সংগৃহীত
এবারের মিস ওয়ার্ল্ড-২০২৫ আসরে অংশ নেওয়া মিস ইংল্যান্ড মিলা ম্যাগি অভিযোগ করেছেন, এবারের প্রতিযোগিতায় তাকে ব্যবহার করা হয়েছে কেবল ‘উইন্ডো ড্রেসিং’ হিসেবে এবং প্রতিযোগিতার নামে বিনিয়োগকারীদের মনোরঞ্জনের মাধ্যম হিসেবে। খবর দ্য গার্ডিয়ানের।
মিস ইংল্যান্ড ম্যাগি জানান, এবার তিনি মিস ওয়ার্ল্ড-২০২৫ প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন মূলত তার প্রচারিত ক্যাম্পেইন ‘গো ফর উইদ সিপিআর’কে বৈশ্বিক মঞ্চে তুলে ধরার জন্য। যেখানে স্কুলপাঠ্যক্রমে সিপিআর (কার্ডিও-পালমোনারি রিসাসিটেশন) অন্তর্ভুক্তির দাবি তুলে ধরা হয়েছে। কিন্তু তার বাস্তব অভিজ্ঞতা হয়েছে একেবারেই বিপরীত।
গত শনিবার (৩১শে মে) ভারতের হায়দরাবাদে অনুষ্ঠিত গ্র্যান্ড ফাইনালের আগেই প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ান মিলা ম্যাগি। তিনি বলেন, ‘আমাকে ও অন্য নারী প্রতিযোগীদেরকে বিনিয়োগকারীদের জন্য একধরনের শুভেচ্ছা উপহার হিসেবে ব্যবহার করা হচ্ছিল। বিষয়টি ছিল শোষণমূলক।’
এদিকে মিস ওয়ার্ল্ড কর্তৃপক্ষ এক বিবৃতিতে ম্যাগির বক্তব্যকে মিথ্যা ও মানহানিকর বলে আখ্যা দিয়ে বলেছে, ‘মিলা ম্যাগির অভিজ্ঞতার সঙ্গে এসব অভিযোগের কোনো মিল নেই।’
এ ছাড়া সংস্থাটির সিইও জুলিয়া মরলি ভারতের দ্য হিন্দু পত্রিকায় বলেছেন, মিলা ম্যাগি মিস ওযার্ল্ড প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ান, তিনি ভেবেছিলেন তার জেতার কোনো সম্ভাবনাই নেই।
তবে জুলিয়া মরলির এ মন্তব্যের জবাবে মিলা বলেন, ‘জুলিয়ার মন্তব্য প্রতিহিংসাপরায়ণ ও তীব্র ক্ষোভপূর্ণ। এটা ছিল হাস্যকর। আমি জেতার সম্ভাবনা না দেখে সরে যাইনি, বরং এ প্ল্যাটফর্ম আমার বিশ্বাস ও মূল্যবোধের সঙ্গে মানানসই ছিল না বলে সরে গেছি। আর কোনো তরুণী আমার অভিজ্ঞতা দেখে এই ব্যবস্থায় প্রবেশ করুক তা চাই না।’
তিনি অভিযোগ করেন, মিস ওয়ার্ল্ড কর্তৃপক্ষ সোশ্যাল মিডিয়ায় আমার বিরুদ্ধে বিবৃতি প্রকাশ করে সমালোচনার মুখে ফেলেছে এবং আমার প্রতি যে সহানুভূতিশীল দায়িত্ব রাখা উচিত ছিল, তা রাখেনি।
তিনি আরও বলেন, ‘আমার মনে হয়েছে, এ প্রতিযোগিতার ভেতরে একটা ভ্রান্ত গল্প আছে। এ প্লাটফর্মে আমাদের শুধু অতিথিদের মনোরঞ্জনের জন্য রাখা হয়েছে। নিজের ক্যাম্পেইন নিয়ে বলার সুযোগ খুবই সীমিত ছিল।প্রতিযোগিতায় অংশ নেওয়া অনেক নারীর এমন অভিজ্ঞতা রয়েছে।’
মিলা আহ্বান করেন, ‘এখন সময় এসেছে মিস ওয়ার্ল্ড কর্তৃপক্ষের নিজেদের বদলানোর। তারা যেন বুঝতে চেষ্টা করে, আমি কেন সরে এসেছি। যেন দায়িত্বহীনভাবে এ বলে দায় এড়িয়ে না যায় যে আমি হারার ভয়ে এ প্লাটফর্ম থেকে সরে গেছি।’ তবে এ বিষয়ে মিস ওয়ার্ল্ড কর্তৃপক্ষ কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি।
আরএইচ/
অভিযোগ সংস্থার বিরুদ্ধে মিস ওয়ার্ল্ড মিস ইংল্যান্ড মিলা ম্যাগি
খবরটি শেয়ার করুন