শুক্রবার, ৩রা অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ই আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তেহরান থেকে রাজধানী অন্যত্র সরিয়ে নেবে ইরান, নেপথ্যে পানি *** গাজা অভিমুখী নৌবহরে ইসরায়েলি সেনাদের আক্রমণ, ধরে নেওয়া হলো অধিকারকর্মীদের *** ৪৭ দেশের ৪৪৩ স্বেচ্ছাসেবীকে অপহরণ করেছে ইসরায়েল *** মর্ত্য ছেড়ে কৈলাসে ফিরলেন দুর্গতিনাশিনী *** শহিদুল আলমের জাহাজ এখনো আটক হয়নি, দিলেন ভিডিওবার্তা *** পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের বিশ্বকাপ শুরু *** এনসিপিকে শাপলা দিলে মামলা করব না, তবে ইসি দিতে পারে না: মান্না *** শুধু থালাবাটি নয়, এনসিপির জন্য আছে লাউ-বেগুন-কলাসহ ৫০ প্রতীক *** ঝড় উপেক্ষা করে গাজার পথে ফ্লোটিলা, শহিদুল আলমের ভিডিও বার্তা *** ইসরায়েলি সব কূটনীতিককে কলম্বিয়া থেকে বের হয়ে যাওয়ার নির্দেশ প্রেসিডেন্ট পেত্রোর

পঞ্চম দিনে মেলায় এসেছে ৯৮টি নতুন বই

বিশেষ প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৮:৫৬ অপরাহ্ন, ৫ই ফেব্রুয়ারি ২০২৫

#

ছবি: সংগৃহীত

অমর একুশে বইমেলা ২০২৫ এর পঞ্চম দিন বুধবার (৫ই ফেব্রুয়ারি) নানা বয়সের ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এসেছেন মেলায়। দিনে দিনে ক্রেতা, দর্থনার্থী ও পাঠকের মতো মেলায় নতুন বইয়ের সংখ্যাও বাড়ছে। এদিন নানা ধরনের মিলিয়ে মেলায় নতুন বই এসেছে ৯৮টি।

এগুলোর মধ্যে সবচেয়ে বেশি কবিতার বই (৩৩টি)। এরপর সংখ্যায় বেশি উপন্যাস (১৮টি)। গল্পের বই ১৩টি ও প্রবন্ধের বই এসেছে ৬টি।পঞ্চমদিন বইমেলা শুরু হয় বিকেল ৩টা থেকে। মেলা চলবে রাত ৯টা পর্যন্ত।

বুধবার বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হয় ‘হোসেনউদ্দীন হোসেন: প্রান্তবাসী বিরল সাহিত্য-সাধক’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে প্রবন্ধ উপস্থাপন করেন আহমেদ মাওলা। আলোচনায় অংশ নেন আবুল ফজল। এতে সভাপতিত্ব করেন শহীদ ইকবাল। 

আহমেদ মাওলা বলেন, ‘গভীর জীবনবোধ, ইতিহাস-চেতনা এবং প্রাগ্রসর চিন্তাশক্তি হোসেনউদ্দীন হোসেনকে সৃষ্টিশীল ও বিরল সাহিত্য-ব্যক্তিত্বে পরিণত করেছে। কৃষক পরিবারের সন্তান হিসেবে তিনি নিজেকে কৃষক পরিচয় দিতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করতেন।’

সভাপতির বক্তব্যে শহীদ ইকবাল বলেন, ‘হোসেনউদ্দীন হোসেন ছিলেন একজন সহজাত লেখক। কবিতা দিয়ে সাহিত্যজীবন শুরু করলেও গদ্যের জগতে নিজ প্রতিভার উজ্জ্বল স্বাক্ষর রেখেছেন তিনি।’

সাংস্কৃতিক অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন কবি আতাহার খান ও আলমগীর হুছাইন। আবৃত্তি পরিবেশন করেন আবৃত্তিশিল্পী রানা আহমেদ ও কাজী সামিউল আজিজ। সংগীত পরিবেশন করেন শিল্পী বুলবুল ইসলাম, তাপসী রায়, পাপড়ি বড়ুয়া ও ফারাহ হাসান মৌটুসী প্রমুখ।

আগামীকাল বৃহস্পতিবার (৬ই ফেব্রুয়ারি) বিকেল ৪টায় বইমেলার মূলমঞ্চে অনুষ্ঠিত হবে ‘স্মরণ: মাহবুবুল হক’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এতে প্রবন্ধ উপস্থাপন করবেন তারিক মনজুর। আলোচনায় অংশ নেবেন মাহবুব বোরহান ও মুহাম্মদ আসাদুজ্জামান। এতে সভাপতিত্ব করবেন সৈয়দ আজিজুল হক। 

হা.শা./কেবি


অমর একুশে বইমেলা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250