বুধবার, ২২শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সালমান শাহর মৃত্যুর আগের দিন স্ত্রী সামিরার সঙ্গে কী ঘটেছিল *** অক্টোবরের ২০ দিনে রেমিট্যান্স এলো ১৭৮ কোটি ডলার *** কাতারে বাংলাদেশি কর্মীদের ভিসা না দেওয়ার প্রচারণা প্রসঙ্গে যা বলছে মন্ত্রণালয় *** ‘দলীয়’ উপদেষ্টাদের বিষয়ে ড. ইউনূসের কাছে যে দাবি জানিয়েছে বিএনপি *** ‘জনতার জন্য হিজাব আইন, খামেনির উপদেষ্টার মেয়ের জন্য ডানাকাটা জামা’ *** নির্বাচন শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করার জন্য যা কিছু প্রয়োজন করব: প্রধান উপদেষ্টা *** ভারতীয় ঋণচুক্তির ১০ প্রকল্প বাতিলের তথ্য সঠিক নয়: পররাষ্ট্র উপদেষ্টা *** সালমান শাহ, সোহেল চৌধুরী হত্যা: কে এই আজিজ মোহাম্মদ ভাই *** সোনারগাঁও হোটেলে আজিজ মোহাম্মদ ভাইকে কেন চড় মেরেছিলেন সালমান *** যে প্রার্থীদের ভোট দিতে বললেন উপদেষ্টা ফরিদা আখতার

সংগীত

‘পরিবার ও বন্ধুদের ভালোবাসাই সবচেয়ে বড় ওষুধ’

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:২৩ অপরাহ্ন, ৩১শে জুলাই ২০২৩

#

সংগীতশিল্পী ম্যাডোনা - ছবি: সংগৃহীত

গত ২৮ জুন ম্যাডোনার অসুস্থতার খবর চমকে দিয়েছিল তাঁর লাখো ভক্ত-অনুসারীদের। জানা গিয়েছিল, ২৪ জুন গুরুতর জীবাণু সংক্রমণে তাঁকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়। বিভিন্ন গণমাধ্যম জানায়, ম্যাডোনার অবস্থা এতটাই গুরুতর ছিল যে তাঁর বাঁচার সম্ভাবনা ছিল খুবই কম। 

নিজের বাড়িতে অচেতন অবস্থায় পড়ে ছিলেন। ইনজেকশন দেওয়ার পর তাঁর চেতনা ফিরে আসে! পরে বাড়ি ফিরলেও তাঁর শারীরিক অবস্থা নিয়ে শঙ্কা ছিল ভক্তদের। প্রায় এক মাস পর নিজের অবস্থা নিয়ে মুখ খুললেন সংগীতশিল্পী।

গত রোববার রাতে ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে নিজের অবস্থা নিয়ে বিস্তারিত জানিয়েছেন ম্যাডোনা।


ম্যাডোনা - ছবি: সংগৃহীত

দীর্ঘ এক পোস্টে ম্যাডোনা লিখেছেন, ‘পরিবার ও বন্ধুদের ভালোবাসাই সবচেয়ে বড় ওষুধ। হাসপাতাল থেকে বাড়ি ফেরার এক মাস পর সেটা আরও স্পষ্ট হয়েছে। একজন মা হিসেবে আপনি সন্তানদের চাহিদা মেটাবেন, কিন্তু যখন গুরুতর পরিস্থিতি তৈরি হয়, সন্তানেরা আমার পাশে ছিল। এই সময়ে তাদের মধ্যে অন্য একটি বিষয় লক্ষ করেছি, যা আগে কখনো দেখিনি। এটাই আসলে পার্থক্য গড়ে দিয়েছে।’

পোস্টে তাঁকে সমর্থনের জন্য বন্ধুদের বিশেষভাবে ধন্যবাদ জানান ম্যাডোনা। তাঁর দীর্ঘদিনের ম্যানেজার গাই ওজারিকে ধন্যবাদ জানিয়ে গায়িকা লিখেছেন, বেঁচে যাওয়ার জন্য নিজেকে সৌভাগ্যবান মনে করছেন তিনি। 

পোস্টের শেষে ম্যাডোনা লিখেছেন, ‘সর্বোপরি আমার পাশে যেসব দেবদূত ছিলেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানাই। তাঁদের জন্যই আমার অসম্পন্ন কাজগুলো এবার করতে পারব।’

আরো পড়ুন:পরীমণির সঙ্গে যোগাযোগ করলেন রাজ

পোস্টের সঙ্গে কয়েকটি ছবি জুড়ে দিয়েছেন ম্যাডোনা। যার দুটিতে তাঁর সঙ্গে ছেলে ডেভিড ও মেয়ে লর্দেকে দেখা যাচ্ছে।

১৫ জুলাই কানাডা থেকে গ্রেটেস্ট হিটস ট্যুর শুরু করার কথা ছিল ম্যাডোনার। তবে তিনি অসুস্থ হওয়ার পরই বিশ্ব সফর স্থগিত করার ঘোষণা দেওয়া হয়।

এম/


পরিবার ভালোবাসা ম্যাডোনা ওষুধ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250