বুধবার, ২২শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সালমান শাহর মৃত্যুর আগের দিন স্ত্রী সামিরার সঙ্গে কী ঘটেছিল *** অক্টোবরের ২০ দিনে রেমিট্যান্স এলো ১৭৮ কোটি ডলার *** কাতারে বাংলাদেশি কর্মীদের ভিসা না দেওয়ার প্রচারণা প্রসঙ্গে যা বলছে মন্ত্রণালয় *** ‘দলীয়’ উপদেষ্টাদের বিষয়ে ড. ইউনূসের কাছে যে দাবি জানিয়েছে বিএনপি *** ‘জনতার জন্য হিজাব আইন, খামেনির উপদেষ্টার মেয়ের জন্য ডানাকাটা জামা’ *** নির্বাচন শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করার জন্য যা কিছু প্রয়োজন করব: প্রধান উপদেষ্টা *** ভারতীয় ঋণচুক্তির ১০ প্রকল্প বাতিলের তথ্য সঠিক নয়: পররাষ্ট্র উপদেষ্টা *** সালমান শাহ, সোহেল চৌধুরী হত্যা: কে এই আজিজ মোহাম্মদ ভাই *** সোনারগাঁও হোটেলে আজিজ মোহাম্মদ ভাইকে কেন চড় মেরেছিলেন সালমান *** যে প্রার্থীদের ভোট দিতে বললেন উপদেষ্টা ফরিদা আখতার

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল

৬ উইকেট হাতে রেখে তিনশ ছুঁইছুঁই লিড অস্ট্রেলিয়ার, কোণঠাসা ভারত

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২৮ অপরাহ্ন, ১০ই জুন ২০২৩

#

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে চালকের আসনে এখন অস্ট্রেলিয়া- ছবি: সংগৃহীত

তৃতীয় দিনের খেলা শেষ হয়েছে। এরই মধ্যে লিড ২৯৬ রানের। হাতে ৬ উইকেট। ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে চালকের আসনে এখন অস্ট্রেলিয়া। ভারত রীতিমত কোণঠাসা অবস্থায়।

দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১২৩ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করেছে অস্ট্রেলিয়া। ক্যামেরুন গ্রিন ৭ আর মার্নাস লাবুশেন ৪১ রানে অপরাজিত আছেন।

দ্বিতীয় ইনিংসে নেমে অবশ্য শুরুতে ভারতীয় বোলারদের তোপের মুখে পড়েছিল অস্ট্রেলিয়া। ২৪ রানের মধ্যে সাজঘরে ফিরে যান দুই ওপেনার ডেভিড ওয়ার্নার (১) আর উসমান খাজা (১৩)।

স্টিভেন স্মিথ দেখেশুনে খেলছিলেন। তবে ৩৪ রান করে জাদেজার শিকার হয়ে ফিরতে হয় তাকে। শেষ বিকেলে দারুণ ফিরতি ক্যাচে ট্রাভিস হেডের (১৪) উইকেটও তুলে নেন জাদেজা। তবে অস্ট্রেলিয়ার লিড বেশ বড় হয়ে গেছে এরইমধ্যে।

এর আগে ৫ উইকেটে ১৫১ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেছিল ভারত। রাহানে ২৯ আর শ্রীকর ভরত ৫ রানে অপরাজিত ছিলেন। ভরত দিনের শুরুতেই আউট হয়ে যান সেই ৫ রানেই।

তবে প্রত্যাবর্তনে লড়াকু এক ইনিংস উপহার দেন প্রায় দেড় বছর পর টেস্ট দলে ফিরা আজিঙ্কা রাহানে। তাকে লোয়ার অর্ডারের শার্দুল ঠাকুর ভালো সঙ্গ দেন। এ জুটিতে ভর করেই ফলোঅন এড়ায় ভারত। অস্ট্রেলিয়ার ৪৬৯ রানের জবাবে অলআউট হয় ২৯৬ রানে। প্রথম ইনিংসে ১৭৩ রানে পিছিয়ে থাকে ভারত।

আরো পড়ুন: টিভিতে দেখুন আজকের খেলা (১০ জুন ২০২৩)

তারা অবশ্য ১৫২ রানেই ৬ উইকেট হারিয়েছিল। সেখান থেকে রাহানে আর শার্দুল গড়েন ১০৯ রানের জুটি। সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েছিলেন রাহানে। কিন্তু ৮৯ রানে কামিন্সের শিকার হন তিনি। ১২৯ বলের ইনিংসে ১১টি চার আর একটি ছক্কা হাঁকান ডানহাতি এই ব্যাটার।

রাহানে আউট হওয়ার পরই আসলে ভারতের লড়াই করার শেষ আশাটা শেষ হয়ে যায়। শার্দুল ফেরেন ফিফটি (৫১) করে। ৬৯.৪ ওভারে ২৯৬ রানে থামে ভারতের প্রথম ইনিংস।

অসি অধিনায়ক প্যাট কামিন্স তিনটি, মিচেল স্টার্ক, স্কট বোল্যান্ড আর ক্যামেরুন গ্রিন নেন দুটি করে উইকেট।

এম/



টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250