বৃহস্পতিবার, ২৩শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সোশ্যাল মিডিয়ায় ঝটিকা মিছিলের ভিডিও, বাস্তবে তেমন কিছু না: ডিএমপি কমিশনার *** সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে ইসিকে ৩৬ প্রস্তাব বিএনপির *** ভারতে ধর্মের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর নতুন অস্ত্র এআই: গবেষণা *** মিরপুরেই শেষ ম্যাচ খেলতে চান সাকিব *** শেখ হাসিনার বিরুদ্ধে মামলার রায় কবে, জানা যাবে ১৩ই নভেম্বর *** হত্যা মামলায় অভিনেতা ইরেশ যাকেরসহ দুজনকে অব্যাহতির সুপারিশ *** জিয়াউর রহমান সরকারের মন্ত্রীর ছেলে যোগ দিলেন আওয়ামী লীগে *** শনিবারের ক্লাস নিয়ে বিভ্রান্তি, স্পষ্ট করলেন শিক্ষক নেতা আজিজী *** বাজারে সবজির সরবরাহ বাড়ছে, দামের উত্তাপ কমছে *** ইসরায়েলের ওপর নিষেধাজ্ঞার আহ্বান জানালেন বিশ্বখ্যাত ইহুদিরা

হানিফ ফ্লাইওভারে স্বয়ংক্রিয় টোলে ১০ শতাংশ ক্যাশব্যাক সুবিধা দিচ্ছে নগদ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:৪৩ অপরাহ্ন, ৯ই মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

ঢাকার মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারে স্বয়ংক্রিয় টোল পরিশোধের যে ব্যবস্থা চালু আছে, সেই ব্যবস্থার রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন-আরএফআইডি রিচার্জে ১০ শতাংশ ক্যাশব্যাক পাচ্ছেন নগদ গ্রাহকরা। গত শুক্রবার থেকে শুরু হওয়া ক্যাম্পেইনটি আগামী ৩১ মে পর্যন্ত চলবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে নগদ। 

এতে বলা হয়, এ ক্যাম্পেইনের আওতায় সর্বোচ্চ ১০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক মিলবে। সুবিধাটি পেতে প্রথমে ফ্লাইওভারের ওয়েবসাইটে (https://mmhf.com.bd) গিয়ে নিবন্ধন করতে হবে। এরপর সায়েদাবাদে সেন্ট্রাল প্লাজা থেকে আরএফআইডি ট্যাগ বা স্টিকার সংগ্রহ করে নিজ গাড়িতে সাঁটিয়ে দিতে হবে।

স্বয়ংক্রিয়ভাবে যাতে টোল পরিশোধ হয়, সেজন্য নিবন্ধনের পরের ধাপে একই ওয়েবসাইটে ‘অ্যাড ট্রিপ অপশন’ থেকে ‘পে উইথ নগদ’ নির্বাচন করে দিতে হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। 

টোলপ্লাজা পার হওয়ার সময় নিবন্ধিত যানবাহনের গায়ে লাগানো বিশেষায়িত স্টিকার স্বয়ংক্রিয়ভাবে স্ক্যানিংয়ের মাধ্যমে টোল পরিশোধ হয়ে যাবে। সেজন্য যানবাহনটিকে অটো-লেন ব্যবহার করতে হবে। তবে মোটরসাইকেল ও সিএনজি চালিত অটোরিকশা এই সুযোগ পাবে না।


নগদ’র চিফ কমার্শিয়াল অফিসার সিহাব উদ্দীন চৌধুরী বলেন, “মানুষের জীবনকে ক্যাশলেস করে ঝঞ্ঝাটমুক্ত করার পাশাপাশি এই সেবা গ্রহণ করে যানবাহন সহজেই ফ্লাইওভার পার হতে পারবেন। এতে গ্রাহকের সময় বাঁচবে এবং যা সামগ্রিকভাবে অর্থনীতিতে বাড়তি গতি আসবে।” 

আরো পড়ুন: ঋণ সুবিধার শর্ত শিথিলের প্রভাব পড়বে কি শেয়ারবাজারে?

ফ্লাইওভার ব্যবস্থাপনাকারী কোম্পানি ওরিয়ন ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত উইং কমান্ডার এরফানুল আজীম বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করেছেন, সেই ঘোষণার সাথে তাল মিলিয়ে আমরা স্বয়ংক্রিয় টোল আদায় ব্যবস্থা করেছি। এতে যাবাহনের চালক ও যাত্রীদের বিপুল সময় ও দুর্ভোগ লাঘব হচ্ছে।”

এসি/ আই. কে. জে/

হানিফ ফ্লাইওভার টোল নগদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250