শনিবার, ২রা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চোরা শিকার রুখতে গন্ডারের শিংয়ে তেজস্ক্রিয় পদার্থ! *** দ্বিজাতিতত্ত্বের কবর দিয়েই বাংলাদেশের জন্ম, এখানে সাম্প্রদায়িকতার জায়গা নেই: জেড আই খান পান্না *** বাংলাদেশের জন্য পাল্টা শুল্ক কমিয়ে ২০ শতাংশ করল আমেরিকা *** জিম্বাবুয়েকে বিধ্বস্ত করে ফাইনালে বাংলাদেশ *** মেসির কারণেই সেদিন চুপ ছিলেন উরুগুয়ের ফুটবলার *** সাংবাদিক হত্যা মামলার আসামি চেয়ারম্যান পদ ফিরে পাওয়ায় বকশীগঞ্জে বিক্ষোভ *** গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি শুরু ৩রা আগস্ট *** ফার্মেসির পরামর্শে ডায়রিয়াতেও শিশুকে দেওয়া হচ্ছে অ্যান্টিবায়োটিক: গবেষণা *** সরকারি জমিতে অবৈধ রেস্টুরেন্ট-মার্কেট, উচ্ছেদের দাবি স্থানীয়দের *** ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার পথে বাধা দেখছেন না নজরুল ইসলাম খান

স্পেনের রেস্তোরাঁয় একসঙ্গে ওবামা, স্পিলবার্গ ও স্প্রিংস্টিন

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২৩ অপরাহ্ন, ৩০শে এপ্রিল ২০২৩

#

বার্সেলোনার রেস্তোরাঁয় সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ছবি: সংগৃহীত

স্পেনের বার্সেলোনা শহরের ‘আমার’ নামের রেস্তোরাঁয় একসঙ্গে উপস্থিত হোন ৪৪তম মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা, পরিচালক স্টিভেন স্পিলবার্গ এবং সংগীতশিল্পী ব্রুস স্প্রিংস্টিন। গত বৃহস্পতিবার তারা ওই রেস্তোরাঁয় হাজির হয়। তাদের হঠাৎ আগমনে রেস্তোরাঁর কর্মীরা চমকে যান। 

রেস্তোরাঁটির পাচক জাফরা স্পেনের এক রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে  বলেন,  স্প্যানিশ বংশোদ্ভূত মার্কিন রেস্তোরাঁ ব্যবসায়ী হোসে আন্দ্রেসের পরামর্শে ওবামারা সেখানে গিয়েছিলেন। হোসে আন্দ্রেস তাকে বলেছিলেন যে বুকিংটা গুরুত্বপূর্ণ। আর তখনই তিনি বুঝতে পারলেন যে, স্প্রিংস্টিনের কনসার্টে যোগ দিতে ওবামা, তার স্ত্রী মিশেল ও স্পিলবার্গ ওই শহরে অবস্থান করছেন।

শেফ জাফরা আরও বলেন, তারা ওবামাদের ঝিনুক, লবস্টার ইত্যাদি সামুদ্রিক মাছ, রোজ প্রজাতির মাছ এবং তার তৈরি বিশেষ খাবার ক্যাভিয়ার বিকিনি খেতে দিয়েছিলেন।

রেস্তোরাঁর কর্মীরা বিখ্যাত এই মানুষদের কাছে পেয়ে তাদের সঙ্গে ছবি তোলেন । পল পেরেলো নামের এক রেস্তোরাঁকর্মী ইনস্টাগ্রামে এ ধরনের একটি ছবি পোস্ট করেছেন।

যথেষ্ট নিরাপত্তা নিয়ে ওবামা, মিশেল ও স্পিলবার্গ গত শুক্রবার বার্সেলোনায় সাগরাদা ফামিলিয়া বাসিলিকা এবং পিকাসো জাদুঘরের মতো বিখ্যাত জায়গাগুলোতে ঘুরেছেন।

আরো পড়ুন: টুইটার থেকে সংবাদমাধ্যমের আয়ের সুযোগ আসছে

গত শুক্রবার বার্সেলোনার অলিম্পিক স্টেডিয়ামে কনসার্টের মধ্য দিয়ে স্প্রিংস্টিনের ই স্ট্রিট ব্যান্ড ইউরোপ সফর শুরু করেছে।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে এই রক তারকার প্রথম দেখা হয় ২০০৮ সালে। ২০২১ সালে তারা ‘রেনেগেডস: বর্ন ইন দ্য ইউএস’ পডকাস্ট সঞ্চালনা করেছিলেন।

এম/


 

স্পেন ওবামা স্পিলবার্গ স্প্রিংস্টিন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন