বুধবার, ২২শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সালমান শাহর মৃত্যুর আগের দিন স্ত্রী সামিরার সঙ্গে কী ঘটেছিল *** অক্টোবরের ২০ দিনে রেমিট্যান্স এলো ১৭৮ কোটি ডলার *** কাতারে বাংলাদেশি কর্মীদের ভিসা না দেওয়ার প্রচারণা প্রসঙ্গে যা বলছে মন্ত্রণালয় *** ‘দলীয়’ উপদেষ্টাদের বিষয়ে ড. ইউনূসের কাছে যে দাবি জানিয়েছে বিএনপি *** ‘জনতার জন্য হিজাব আইন, খামেনির উপদেষ্টার মেয়ের জন্য ডানাকাটা জামা’ *** নির্বাচন শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করার জন্য যা কিছু প্রয়োজন করব: প্রধান উপদেষ্টা *** ভারতীয় ঋণচুক্তির ১০ প্রকল্প বাতিলের তথ্য সঠিক নয়: পররাষ্ট্র উপদেষ্টা *** সালমান শাহ, সোহেল চৌধুরী হত্যা: কে এই আজিজ মোহাম্মদ ভাই *** সোনারগাঁও হোটেলে আজিজ মোহাম্মদ ভাইকে কেন চড় মেরেছিলেন সালমান *** যে প্রার্থীদের ভোট দিতে বললেন উপদেষ্টা ফরিদা আখতার

সৌদি সীমান্তরক্ষীদের নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:০৬ অপরাহ্ন, ২১শে আগস্ট ২০২৩

#

ছবিঃ সংগৃহীত

সৌদি আরবের ইয়েমেন সীমান্তে সীমান্তরক্ষীদের বিষয়ে এক প্রতিবেদন প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ। এত সীমান্তরক্ষীদের গুলিতে শতাধিক অভিবাসীর মৃত্যুর ঘটনা ঘটেছে বলে অভিযোগ করা হয়েছে। তবে সৌদি সরকার অভিযোগগুলো জাতিসংঘের পরিকল্পিত বলে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে।     

আজ (২১ আগস্ট) সোমবার হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন সূত্রে বিবিসি জানিয়েছে, শত শত মানুষকে সৌদি সীমান্তে গুলি করে হত্যা করা হয়েছে। এদের মধ্যে যুদ্ধ বিধ্বস্ত ইয়েমেন পাড়ি দিয়ে আসা ইথিওপিয়ানদের সংখ্যা সবচেয়ে বেশি।

প্রতিবেদন সূত্রে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গুলির আঘাতে অঙ্গ-প্রত্যঙ্গ বিচ্ছিন্ন হয়ে মহিলা এবং শিশুসহ অন্যান্য নিহত অভিবাসীদের মৃতদেহ পড়ে থাকতে দেখা গেছে। তবে সৌদি আরব এই পরিকল্পিত হত্যার অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

সৌদি সীমান্তে অভিবাসীদের ওপর গুলি চালানোর ঘটনা নতুন নয়। বিভিন্ন সময়ে সীমান্তে সীমান্তরক্ষীদের গুলিতে নিহত এবং পক্ষাঘাতগ্রস্থ হয়েছেন বহুঅভিবাসী। তবে সাম্প্রতিক ঘটনাটি গণহত্যার পর্যায়ে পরিণত হয়েছে।


জাতিসংঘের মতে, বছরে ২ লাখেরও এরও বেশি মানুষ ইয়েমেনের সমুদ্রপথে পাড়ি দিয়ে সৌদি আরব আসে। এই দীর্ঘ পথ চলাকালে অনেকেই কারাভোগ ও মারধরের শিকার হয়েছেন। 

সৌদি সরকার জানায়, তারা অভিযোগগুলো গুরুত্ব সহকারে নিয়েছে। তবে তারা জাতিসংঘের পরিকল্পিত হত্যার অভিযোগকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করেছে। কারণ অভিযোগগুলো নিশ্চিত বা প্রমাণ করার জন্য কোন তথ্য বা প্রমাণ খুঁজে পায়নি তারা।

এসকে/ 


সৌদি আরব অভিবাসীর মৃত্যু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250