শনিবার, ২রা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইউরোপের প্রথম দেশ হিসেবে ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা স্লোভেনিয়ার *** জুলাই হত্যাকাণ্ডে নিহত ১১৪ জনের মরদেহ তোলা হবে রায়েরবাজার গণকবর থেকে *** জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত, প্রকাশ ৫ই আগস্ট *** টটেনহাম ছেড়ে মেসিদের লিগে যাচ্ছেন সন *** দুশ্চিন্তা কমে ব্যবসায়ীদের মধ্যে ফিরেছে স্বস্তি *** মালিক-ডি ভিলিয়ার্সদের ফাইনাল আজ, খেলা দেখবেন কোথায় *** আমেরিকার বাজারে শুল্ক কমেছে, বাংলাদেশে স্বস্তি *** ফল দেখলেই বুঝবেন, কাজটা ঠিক হয়েছে কী না: খলিলুর রহমান *** ইনার হুইল ক্লাবের উদ্যোগে দরিদ্র ছাত্রীদের জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে টিকা দান *** চোরা শিকার রুখতে গন্ডারের শিংয়ে তেজস্ক্রিয় পদার্থ!

সীমান্তে উত্তেজনার মধ্যে পোল্যান্ডের সামরিক মহড়া

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২১ অপরাহ্ন, ১৫ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

বেলারুশের সঙ্গে সীমান্তে টানটান উত্তেজনা চলা অবস্থায় বড় পরিসরে সামরিক কুচকাওয়াজে নেমেছে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর অন্যতম সদস্য পোল্যান্ড। এতে প্রতিরক্ষামূলক মহড়াও প্রদর্শন করেছে দেশটি। 

মঙ্গলবার (১৫ আগস্ট) ৯২টি যুদ্ধবিমান ও ২ হাজার সেনা নিয়ে কুচকাওয়াজে নামে দেশটি।

এর আগে পোলিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, আজ মঙ্গলবার পোল্যান্ডের সেনা দিবস কেন্দ্র করে বৃহত্তর কুচকাওয়াজ অনুষ্ঠান থাকছে। পাশাপাশি প্রতিরক্ষামূলক মহড়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। এতে পোলিশ ও বিদেশি সামরিক সরঞ্জামের ২০০ ইউনিট, ৯২টি যুদ্ধবিমান এবং ২ হাজার সদস্য থাকবেন।

বৃহত্তর কুচকাওয়াজ অনুষ্ঠানে পোল্যান্ডের অস্ত্রাগারে থাকা অত্যাধুনিক সামরিক সরঞ্জাম প্রদর্শিত হবে। যেখানে থাকছে যুক্তরাষ্ট্রের তৈরি (এমওয়ানএওয়ান) আব্রামস ট্যাংক, দক্ষিণ কোরিয়ার কে-২ ট্যাংক, কে-৯ হাওইটজার, হিমার্স রকেট লঞ্চার, প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থাসহ আরও সামরিক সরঞ্জাম।

২০১৪ সালে রাশিয়া ইউক্রেন থেকে জোরপূর্বক ক্রিমিয়া উপদ্বীপ দখল নেওয়ার পর পোল্যান্ডে প্রচুর আধুনিক অস্ত্র রাখে পশ্চিমা দেশগুলো। ফলে ইউরোপের অন্যতম সামরিক শক্তিধর দেশে পরিণত হয়েছে ন্যাটোর এই দেশটি। পোল্যান্ড রাশিয়ার মিত্র বেলারুশের সীমান্তবর্তী হওয়ায় নিরাপত্তার ঝুঁকি থাকে। বিশেষ করে ইউক্রেনে মস্কোর চলমান যুদ্ধের কারণে বারবার উদ্বেগ জানিয়ে আসছে ওয়ারস। ফলে দেশটিতে অতিরিক্ত বাহিনী মোতায়েন করেছে জোট।

এম.এস.এইচ/

পোল্যান্ড বেলারুশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন