বৃহস্পতিবার, ৩১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রাষ্ট্রপতি নির্বাচন হবে উভয় কক্ষের সদস্যদের গোপন ভোটে *** ১৮৫ বছরের পুরোনো বুনো মহিষের শিং পাহাড়পুর জাদুঘরে হস্তান্তর *** প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের ৩৬তম সভা অনুষ্ঠিত *** শিক্ষকের বিকল্প হবে চ্যাটজিপিটি *** শক্তি ও মালিকানা যার হাতে, তাকেই ক্ষমতা ফিরিয়ে দিতে হবে: মির্জা ফখরুল *** পিআর পদ্ধতিতে হবে ১০০ সংসদীয় আসনের উচ্চকক্ষ, ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত *** কিছু দিনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা: আইন উপদেষ্টা *** গোপালগঞ্জে কোনো প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হয়নি: সেনাসদর *** বিপুল বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়ে ট্রাম্পের শুল্ক ১৫ শতাংশে নামাল দ. কোরিয়া *** মিয়ানমারে জরুরি অবস্থা প্রত্যাহার, ডিসেম্বরেই নির্বাচন

সহকারী জজ নিয়োগ পরীক্ষায় প্রথম হলেন রাবির নুসরাত

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩৪ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

১৬তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের সহকারী জজ নিয়োগ পরীক্ষায় সারা দেশে প্রথম হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থী নুসরাত জেনি। রবিবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এ নিয়ে টানা চতুর্থবারের মতো রাবির আইন বিভাগের শিক্ষার্থীরা এই পরীক্ষায় প্রথম স্থান ধরে রেখেছেন।

পরীক্ষায় প্রথম স্থান অর্জনকারী নুসরাত জেরিন জেনি রাবির আইন বিভাগের ৪০তম ব্যাচের শিক্ষার্থী৷ তিনি স্নাতক পরীক্ষায়ও বিভাগে প্রথম হয়েছেন৷

এর আগে গত ১৩তম বিজেএস পরীক্ষায় সারা দেশে প্রথম স্থান অর্জন করেন রাবির আইন বিভাগের শিউলী নাহার, ১৪তম পরীক্ষায় প্রথম হয় সুমাইয়া নাসরিন শামা এবং ১৫তম পরীক্ষায় প্রথম হয়েছেন আশিক উজ জামান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মেধা তালিকায় থাকা ৯৯তম থেকে ১০৪তম পরীক্ষার্থীরা একই নম্বর পাওয়ায় ১০০ জন চূড়ান্ত মনোনীত প্রার্থীর সঙ্গে অতিরিক্ত আরও চারজন মিলিয়ে মোট ১০৪ জনকে সাময়িকভাবে মনোনীত করা হয়েছে।

আরো পড়ুন: মাধ্যমিক শিক্ষা খাতে বিশ্বব্যাংকের ৩০ কোটি ডলার ঋণ অনুমোদন

বিষয়টি নিশ্চিত করে আইন বিভাগের সহকারী অধ্যাপক সাদিকুল ইসলাম সাগর বলেন, ‘এ নিয়ে টানা চতুর্থবারের মতো আইন বিভাগের শিক্ষার্থীরা সহকারী জজ নিয়োগ পরীক্ষায় প্রথম হয়েছেন। এবার প্রথম স্থান অর্জন করেছে নুসরাত জেরিন জেনি। তাকে নিয়ে আমাদের এমনিই প্রত্যাশা ছিল, ভালো কিছু করবে। সে বিভাগের ঐতিহ্য ধরে রেখেছে৷ এছাড়া এখন পর্যন্ত মেধাতালিকায় ১৫ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে বলে জানা গেছে।

এসি/ আই. কে. জে/ 



সহকারী জজ রাবির নুসরাত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন