শনিবার, ২রা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইনার হুইল ক্লাবের উদ্যোগে দরিদ্র ছাত্রীদের জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে টিকা দান *** চোরা শিকার রুখতে গন্ডারের শিংয়ে তেজস্ক্রিয় পদার্থ! *** দ্বিজাতিতত্ত্বের কবর দিয়েই বাংলাদেশের জন্ম, এখানে সাম্প্রদায়িকতার জায়গা নেই: জেড আই খান পান্না *** বাংলাদেশের জন্য পাল্টা শুল্ক কমিয়ে ২০ শতাংশ করল আমেরিকা *** জিম্বাবুয়েকে বিধ্বস্ত করে ফাইনালে বাংলাদেশ *** মেসির কারণেই সেদিন চুপ ছিলেন উরুগুয়ের ফুটবলার *** সাংবাদিক হত্যা মামলার আসামি চেয়ারম্যান পদ ফিরে পাওয়ায় বকশীগঞ্জে বিক্ষোভ *** গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি শুরু ৩রা আগস্ট *** ফার্মেসির পরামর্শে ডায়রিয়াতেও শিশুকে দেওয়া হচ্ছে অ্যান্টিবায়োটিক: গবেষণা *** সরকারি জমিতে অবৈধ রেস্টুরেন্ট-মার্কেট, উচ্ছেদের দাবি স্থানীয়দের

সবজি বিক্রি করে পড়ালেখার খরচ যোগান মাস্টার্স পড়ুয়া হৃদয়

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০৮ অপরাহ্ন, ১৮ই নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

বরিশাল জেলার বানারীপাড়ার জীবন সংগ্রামী এক অদম্য যুবক হৃদয় বেপারী। গরিবের জীর্ণ কুটিরে হৃদয় যেন এক চাঁদের আলো। মাস্টার্সে অধ্যয়নরত হৃদয় চাকরির পেছনে ছুটে ক্লান্ত হয়ে অবশেষে বেছে নিয়েছেন সবজি বিক্রির কাজ।

বানারীপাড়া পৌরশহরের বন্দর বাজারের রাস্তার ওপর ফুটপাতে প্রতিদিন শাকসবজি বিক্রি করেন তিনি। সেই টাকায় নিজের মাস্টার্স পড়ার খরচ ও সংসারে সহযোগিতা করছেন হৃদয়।

মেধাবী হৃদয় বানারীপাড়ার চাখার সরকারি ফজলুল হক কলেজ থেকে ব্যবস্থাপনায় অনার্স শেষ করে চাকরির জন্য অনেক ঘুরেও চাকরি পাননি। তাই লেখাপড়াসহ জীবিকার তাগিদে তিনি সবজি বিক্রি করছেন। বর্তমানে হৃদয় বরিশাল বিএম কলেজে মাস্টার্সে অধ্যয়নরত।

বানারীপাড়া বন্দর বাজারে গিয়ে দেখা যায়, হৃদয়ের সবজির দোকানে সর্ব সাকুল্যে ৭০০-৮০০ টাকার মালামাল রয়েছে। এটা বিক্রি করেই লভাংশ দিয়ে তিনি তার লেখাপড়ার খরচ ও সংসারে সহযোগিতা করছেন।

তার দরিদ্র বাবা দেলোয়ার হোসেন বেপারীও একই বাজারে সবজি বিক্রেতা। তাদের বাড়ি বানারীপাড়া সদর ইউনিয়নের জম্বুদ্বীপ গ্রামে। বাবা-ছেলের এই সবজি ব্যবসায় যে সামান্য লাভ হয় তা দিয়ে তাদের সংসার চলে অনেক কষ্টে।

এ প্রসঙ্গে হৃদয় বেপারী বলেন, সৎভাবে কোনো কাজই ছোট নয়। সবজি বিক্রির এ কাজ করেই বাবা আমাকে অনার্স পাশ করিয়েছেন। এখনো স্বপ্ন দেখি চাকরি করে সংসারে সুখ-সচ্ছলতা আনার। দরিদ্র বাবা-মায়ের মুখে হাসি ফোটাবার।

ওআ/ আই.কে.জে/

সবজি বিক্রি মাস্টার্স

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন