বুধবার, ২২শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৭ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সালমান শাহর মৃত্যুর আগের দিন স্ত্রী সামিরার সঙ্গে কী ঘটেছিল *** অক্টোবরের ২০ দিনে রেমিট্যান্স এলো ১৭৮ কোটি ডলার *** কাতারে বাংলাদেশি কর্মীদের ভিসা না দেওয়ার প্রচারণা প্রসঙ্গে যা বলছে মন্ত্রণালয় *** ‘দলীয়’ উপদেষ্টাদের বিষয়ে ড. ইউনূসের কাছে যে দাবি জানিয়েছে বিএনপি *** ‘জনতার জন্য হিজাব আইন, খামেনির উপদেষ্টার মেয়ের জন্য ডানাকাটা জামা’ *** নির্বাচন শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করার জন্য যা কিছু প্রয়োজন করব: প্রধান উপদেষ্টা *** ভারতীয় ঋণচুক্তির ১০ প্রকল্প বাতিলের তথ্য সঠিক নয়: পররাষ্ট্র উপদেষ্টা *** সালমান শাহ, সোহেল চৌধুরী হত্যা: কে এই আজিজ মোহাম্মদ ভাই *** সোনারগাঁও হোটেলে আজিজ মোহাম্মদ ভাইকে কেন চড় মেরেছিলেন সালমান *** যে প্রার্থীদের ভোট দিতে বললেন উপদেষ্টা ফরিদা আখতার

ঢাকা প্রিমিয়ার লিগ

শেখ জামালকে হারিয়ে চ্যাম্পিয়ন আবাহনী

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৩৩ অপরাহ্ন, ১৩ই মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

অঘোষিত ফাইনালে মুখোমুখি হয়েছিল আসরের সবচেয়ে সফল দল আবাহনী লিমিটেড ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমণ্ডি ক্লাব। যেখানে জয়ের হাসি ও শিরোপা ছোঁয়ার স্বপ্ন পূরণ করেছে আবাহনী।

ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) অঘোষিত ফাইনালে মুখোমুখি হয়েছিল শেখ জামাল ধানমন্ডি ক্লাব এবং আবহনী লিমিটেড। এবারের আসরে ১৫ ম্যাচের ১৩ জয়ে সমান ২৬ পয়েন্ট নিয়ে শেষ ম্যাচে মাঠে নামে দু'দল। গত আসরে এই শেখ জামালের কাছেই শিরোপা খুইয়ে ছিলো আবাহনী। অঘোষিত ফাইনালে সেই শেখ জামালকে ৪ উইকেটে হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করেছে আবাহনী।

শনিবার (১৩ মে) টস জিতে শেখ জামালকে ব্যাটিংয়ে পাঠায় আবাহনী। প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে শেখ জামাল। দলীয় ১৬ রানে ৩ উইকেট হারায় তারা। তবে অধিনায়ক নুরুল হাসান সোহান ও তাইবুরের দায়িত্বশীল ব্যাটিংয়ে ৫০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ২৮২ রানের চ্যালেঞ্জিং পূঁজি পায় শেখ জামাল।

তাইবুর ৮৫ বলে ৫৩ রান করে আউট হন। আর সোহান ৭০ বলে ৮৯ রানে অপরাজিত থাকেন। আবাহনীর পক্ষে তাইনভীর ইসলাম ও তানজিম সাকিব নেন ২টি করে উইকেট।

২৯০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে আবাহনীকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার এনামুল বিজয় ও নাইম শেখ। উদ্বোধনী জুটিতে ১৪৫ রান যোগ করেন এই দুই ব্যাটার। এরপর দ্রুতই দুই উইকেট হারায় আবাহনী। এরপর আরও কয়েকটি উইকেট হারিয়ে চাপে পড়ে যায় আবাহনী। তবে আফিফ হোসেনের দায়িত্বশীল ব্যাটিংয়ে ৪ বলে হাতে রেখে ৪ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে আবাহনী।

আরো পড়ুন:নাজমুল শান্তর সেঞ্চুরিতে রেকর্ড গড়া জয় বাংলাদেশের

এনামুল ৮১ বলে ৭২ ও নাইম শেখ ৭৯ বলে ৬৮ রান করে আউট হন। আর ৫৩ বলে ৬০ রান করে অপরাজিত থাকেন আফিফ। শেখ জামালের পক্ষে পারভেজ রসুল ও তাইবুর নেন ২টি করে উইকেট।

এম/


 

চ্যাম্পিয়ন আবাহনী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250