শুক্রবার, ৩রা অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ই আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ২০২৬ বিশ্বকাপের অফিশিয়াল বল ট্রাইওন্ডা আসলে কী *** যেভাবে আসামে হিন্দু-মুসলিম বিভাজিত সমাজে ঐক্যের সুর হয়ে উঠলেন জুবিন গার্গ *** ফ্লোটিলার সর্বশেষ জাহাজটির বর্তমান অবস্থান, স্টারলিংকের ইন্টারনেট এখনো সচল *** মাথা ঠান্ডা করে আরামে ঘুমান, নিজেদের সমস্যায় মন দিন—পশ্চিমা নেতাদের পুতিন *** বাড়লে গরম, বাড়ে চিনি খাওয়াও—বিস্ময়কর তথ্য দিলেন বিজ্ঞানীরা *** কাশ্মীরের সবচেয়ে আলোচিত বিচ্ছিন্নতাবাদী ছিলেন ভারতীয় গুপ্তচর—বিস্ফোরক দাবি *** গাজাগামী সুমুদ ফ্লোটিলার শেষ নৌযানটিকেও আটক করল ইসরায়েল *** ঢাকাসহ ৯ জেলায় ঝড়ের পূর্বাভাস দিল আবহাওয়া অধিদপ্তর *** আটক ফ্লোটিলার অধিকারকর্মীদের মুখের ওপর ‘সন্ত্রাসী’ বলে তিরস্কার করলেন ইসরায়েলি মন্ত্রী *** আপত্তিকর ভিডিও! গুগল-ইউটিউবের কাছে ৪ কোটি রুপি দাবি অভিষেক–ঐশ্বরিয়ার

মাদরাসা শিক্ষার্থীদের ডিজিটাল দক্ষতা বাড়াতে ‘প্রজেক্ট খাদিজা’

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৩৩ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৩

#

ছবিঃ সংগৃহীত

বাংলাদেশের জাতীয় অ্যাপ স্টোর, বিডিঅ্যাপস মাদরাসা ছাত্রীদের ডিজিটাল দক্ষতা বৃদ্ধিতে ‘প্রজেক্ট খাদিজা’ নামে একটি উদ্যোগ চালু করেছে। এ উদ্যোগের আওতায় সম্প্রতি রাজশাহী মহিলা ফাজিল মাদরাসায় প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করা হয়।

এ কর্মশালায় ৬০ জনেরও বেশি মাদরাসা শিক্ষার্থী বিডিঅ্যাপস প্ল্যাটফর্মের মাধ্যমে অ্যাপ ডেভেলপমেন্ট এবং এর মাধ্যমে অর্থ উপার্জনের প্রয়োজনীয় ডিজিটাল দক্ষতা শেখার সুযোগ পেয়েছে।

প্রশিক্ষণের পর মাদরাসা শিক্ষার্থী বিডিঅ্যাপস প্ল্যাটফর্মে লাইট অ্যাপস তৈরি ও এর মাধ্যমে আয় করতে পারছেন।

অংশগ্রহণকারীদের মধ্যে ২০ জন প্রথম মাসে গড়ে ৫ হাজার টাকা আয় করেছেন, সম্মিলিতভাবে আয়ের পরিমাণ এক লাখ টাকা।

রবি আজিয়াটা লিমিটেডের চিফ কমার্শিয়াল অফিসার, শিহাব আহমাদ বলেন, প্ল্যাটফর্ম হিসেবে বিডিঅ্যাপস বৈচিত্র্য নিশ্চিত করতে বদ্ধপরিকর। তারই অংশ হিসেবে ‘প্রজেক্ট খাদিজা’ সারাদেশে মেয়ে মাদরাসা শিক্ষার্থীদের জন্য ডিজিটাল দক্ষতা শেখার সুযোগ করে দেবে। আমরা বিশ্বাস করি, স্মার্ট বাংলাদেশ গঠনে প্রত্যেকের নিজ নিজ অবস্থান থেকে অংশগ্রহণের সুযোগ রয়েছে। বিডিঅ্যাপস প্ল্যাটফর্মের মাধ্যমে সবার জন্য সমান সুযোগ তৈরির কাজটি আমরা করে যাচ্ছি।

কর্মশালায় অংশগ্রহণকারী জান্নাতুল নাঈম বলেন, মাদরাসার শিক্ষার্থী হিসেবে আমরা প্রায়ই এ ধরনের সুযোগ পাই না। রবি এবং বিডিঅ্যাপস আমাদের জন্য এ উদ্যোগ নিয়ে আসায় আমরা কৃতজ্ঞ। বিডিঅ্যাপসের মাধ্যমে আমি আমার পরিবারে অবদান রাখতে চাই।

উল্লেখ্য, প্রজেক্ট খাদিজা’য় বর্তমানে নবম থেকে দ্বাদশ শ্রেণিতে অধ্যয়নরত মাদরাসার ছাত্রীদের বিডিঅ্যাপসের মাধ্যমে কোডিং, গ্রাফিক্স ডিজাইনিং, স্পোকেন ইংলিশের মতো প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। কর্মশালায় অংশগ্রহণকারীদের ৩ মাস ধরে পর্যবেক্ষণ করার পাশাপাশি অর্জিত জ্ঞানের সঠিক ব্যবহারে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হবে।

এসকে/ 

ছাত্রী মাদ্রাসা শিক্ষার্থী প্রজেক্ট খাদিজা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250