শনিবার, ২রা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আমেরিকার বাজারে শুল্ক কমেছে, বাংলাদেশে স্বস্তি *** ফল দেখলেই বুঝবেন, কাজটা ঠিক হয়েছে কী না: খলিলুর রহমান *** ইনার হুইল ক্লাবের উদ্যোগে দরিদ্র ছাত্রীদের জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে টিকা দান *** চোরা শিকার রুখতে গন্ডারের শিংয়ে তেজস্ক্রিয় পদার্থ! *** দ্বিজাতিতত্ত্বের কবর দিয়েই বাংলাদেশের জন্ম, এখানে সাম্প্রদায়িকতার জায়গা নেই: জেড আই খান পান্না *** বাংলাদেশের জন্য পাল্টা শুল্ক কমিয়ে ২০ শতাংশ করল আমেরিকা *** জিম্বাবুয়েকে বিধ্বস্ত করে ফাইনালে বাংলাদেশ *** মেসির কারণেই সেদিন চুপ ছিলেন উরুগুয়ের ফুটবলার *** সাংবাদিক হত্যা মামলার আসামি চেয়ারম্যান পদ ফিরে পাওয়ায় বকশীগঞ্জে বিক্ষোভ *** গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি শুরু ৩রা আগস্ট

মদ দিয়েই চলবে জাহাজ, লাগবেনা তেল!

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৩৫ অপরাহ্ন, ১৭ই সেপ্টেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহীত

জ্বালানিকে পরিবেশবান্ধব করতে এবার মদ (সবুজ মিথানল) দিয়ে কন্টেইনারবাহী জাহাজ চলাচল শুরু করেছে মার্কসলাইন শিপিং কোম্পানি। তবে এ ধরনের মদ জাহাজ চলাচলের জন্য ব্যবহার হলেও, এটি খাওয়ার উপযোগী নয়।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ডেনমার্কের কোপেনহেগেনে বিশ্বের প্রথম অ্যালকোহলচালিত জাহাজ লরা মার্কস উদ্বোধন হয়। বার্তাসংস্থা রয়টার্সের বরাতে এই খবর জানা গেছে। 

মার্কসের সিইও ভিনসেন্ট ক্লার্ক জানান, বিশ্ব বাণিজ্যের ৯০ শতাংশ সমুদ্রপথে পরিচালিত হয়। আন্তর্জাতিক শিপিং বিশ্বব্যাপী গ্রিন হাউজ নির্গমনের শতকরা ৩ ভাগের জন্য দায়ী। তবে মিথানল দিয়ে জাহাজ চালানোর এ পদক্ষেপ ২০৫০ সালের মধ্যে বিশ্বে কার্বন নিঃসরণ শূন্য করার লক্ষ্য অর্জনে সহায়তা করবে।

প্রতিষ্ঠানটি আরও জানায়, সবুজ মিথানল দিয়ে জাহাজ চালালে কার্বন ডাই-অক্সাইড উৎপাদন কমবে। মদ দিয়ে চালিত বিশ্বের প্রথম জাহাজটির নাম রাখা হয়েছে ’লরা মার্কস’। এটি প্রায় ১৭২ মিটার দীর্ঘ।

জাহাজাটি দক্ষিণ কোরিয়ার একটি প্রতিষ্ঠান নির্মাণ করেছে জানিয়ে মার্কসলাইন জানায়, শিগগিরই বহরে আরও ১০০টির বেশি মিথানল চালিত কন্টেইনারবাহী জাহাজ যুক্ত হবে। তবে এ জাহাজে ব্যবহৃত মদ খাওয়ার উপযোগী নয় বলে জানিয়েছে মার্কসলাইন শিপিং কোম্পানি।

উল্লেখ্য, সবুজ মিথানল বা পরিবেশবান্ধব মিথানল হলো বায়োমাস বা জৈব পদার্থ থেকে উৎপাদিত অ্যালকোহল। যা জ্বালানি হিসেবে ব্যবহার করা হলে প্রচলিত জীবাশ্ম জ্বালানির তুলনায় কনটেইনার জাহাজ থেকে কার্বন ডাই অক্সাইড নির্গমন ৬০ থেকে ৯৫ শতাংশ পর্যন্ত কমতে পারে।

এসকে/ 

 

ডেনমার্ক তেল জাহাজ মদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন