বৃহস্পতিবার, ৩১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইসিতে আয়-ব্যয়ের হিসাব দিল বিএনপি-জামায়াতসহ ২৯ দল *** সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতির বিষয়ে সিদ্ধান্ত নেবে পর্তুগাল *** রাষ্ট্রপতি নির্বাচন হবে উভয় কক্ষের সদস্যদের গোপন ভোটে *** ১৮৫ বছরের পুরোনো বুনো মহিষের শিং পাহাড়পুর জাদুঘরে হস্তান্তর *** প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের ৩৬তম সভা অনুষ্ঠিত *** শিক্ষকের বিকল্প হবে চ্যাটজিপিটি *** শক্তি ও মালিকানা যার হাতে, তাকেই ক্ষমতা ফিরিয়ে দিতে হবে: মির্জা ফখরুল *** পিআর পদ্ধতিতে হবে ১০০ সংসদীয় আসনের উচ্চকক্ষ, ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত *** কিছু দিনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা: আইন উপদেষ্টা *** গোপালগঞ্জে কোনো প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হয়নি: সেনাসদর

ভুল আদমশুমারির প্রতিবাদে পাকিস্তানে বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:০৪ অপরাহ্ন, ২রা মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

ভুল আদমশুমারির প্রতিবাদে শনিবার পাকিস্তানের করাচিতে বিক্ষোভ করেছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। শহরের ২৯টি গুরুত্বপূর্ণ পয়েন্টে তারা জনগণের বক্তব্য প্রদানের সুযোগ এবং চলমান আদমশুমারিতে তাদের তথ্য রেকর্ড করার জন্য ক্যাম্প স্থাপন করে।

দলটি ক্ষমতাসীন পাকিস্তান পিপলস পার্টি এবং তার অংশীদার মুত্তাহিদা কওমি মুভমেন্ট-পাকিস্তানকে দোষারোপ করে। তাদের অভিযোগ এ দুইটি দল পাকিস্তান ডেমোক্রেটিক মুভমেন্ট (পিডিএম) সরকারের সাথে সিন্ধুর অধিকার বিষয়ে আপোষ করতে সম্মত হয়েছে।

বিক্ষোভ সমাবেশ সাত জেলার মূল সড়ক ও ট্রাফিক মোড়ে অনুষ্ঠিত হয়। প্ল্যাকার্ড, ব্যানার ও দলীয় পতাকা বহনকারী বিক্ষোভকারীরা পিডিএম সরকারের বিরুদ্ধে ডিজিটাল আদমশুমারির নামে দেশের বিপুল টাকা নষ্ট করার অভিযোগ করে।

আরও পড়ুন: ইরাকে একজন মার্কিন সেনাও থাকতে পারবে না: খামেনি

পিটিআই করাচির সভাপতি, আফতাব সিদ্দিকী বলেন, সংবিধানে ১০ বছর পর পর আদমশুমারির উল্লেখ থাকলেও দেশে ১৫-২০ বছর পর আদমশুমারি অনুষ্ঠিত হয়। তাছাড়া কয়েক বছরের মধ্যে পরবর্তী আদমশুমারি সংগঠিত করার সিদ্ধান্ত ছিল পিটিআই সরকারের।

বর্তমান সরকারকে অযোগ্য ঘোষণা করে তিনি বলেন, ডিজিটাল আদমশুমারির নামে কোনও ধরনের জালিয়াতি মেনে নেওয়া হবে না। বিভিন্ন জায়গার বিক্ষোভ মিছিলে বক্তব্য দেন ইমরান ইসমাইল, আরসালান তাজ ঘুম্মান এবং খুররম শের জামান।

এমএইচডি/ আই. কে. জে/

আদমশুমারি পাকিস্তান বিক্ষোভ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন