বুধবার, ৩০শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৫ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তিন বাহিনীর প্রধান নিয়োগ রাষ্ট্রপতির হাতে রাখার প্রস্তাব *** ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্যানেল দিচ্ছেন উমামা, যোগদানের আহ্বান ফেসবুকে *** ১৫ই আগস্টের মধ্যে চাকসুর নির্বাচনের তফসিল ঘোষণা *** ‘প্রিয় বন্ধু’ ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের *** আইন ও বিচার বিভাগে পদায়ন বিধিমালা জারি *** এনসিপির অনুরোধে সমাবেশের স্থান পরিবর্তন ছাত্রদলের *** চা-শ্রমিকদের মজুরি বছরে ৫ শতাংশ হারে বাড়বে *** বয়স ১৬ না হলে ইউটিউবে অ্যাকাউন্ট খোলা নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া *** বলিউড অভিনেতা দীলিপ কুমার ও রাজ কাপুরের পৈতৃক বাড়ি সংস্কার করছে পাকিস্তান *** আগামীকাল খসড়া সনদ রাজনৈতিক দলগুলোকে দেওয়ার আশা করছি: আলী রীয়াজ

বাবরের প্রশংসায় পঞ্চমুখ ইমরান খান

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৪৩ অপরাহ্ন, ২৪শে এপ্রিল ২০২৩

#

ছবি: সংগৃহীত

জাতীয় দলের অধিনায়ক বাবর আজমের প্রশংসা করলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। বাবরের মত ব্যাটার অনেক দিন পর দেখেছেন বলে জানান ইমরান। ইমরান জানান, বাবরকে সবদিক দিয়ে বিশ্লেষণ করে দেখেছি, সত্যিকারের বিশ্বমানের ব্যাটার সে।

ওয়ানডে ফরম্যাট দিয়ে ২০১৫ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় বাবরের। এরপর ক্রিকেটে তিন ফরম্যাটেই দাপট দেখাচ্ছেন তিনি। তিন ফরম্যাট মিলিয়ে এ পর্যন্ত ২৯টি সেঞ্চুরি ও ৬৪টি হাফ-সেঞ্চুরি করেছেন বাবর।ব্যাট হাতে নিজের জাত চিনিয়ে অধিনায়কত্বের আর্মব্যান্ডটাও হাতে পড়েন বাবর। অধিনায়ক হিসেবেও নিজেকে ফুটিয়ে তুলেছেন বিশ্ব দরবারে। তার অধীনে তিন ফরম্যাটেই দল হিসেবে ভালো করছে পাকিস্তান। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালেও উঠে পাকিস্তান। যদিও ইংল্যান্ডের কাছে হেরে শিরোপার স্বাদ নেওয়া হয়নি পাকিস্তানের।

সম্প্রতি বাবরের অধিনায়কত্ব নিয়ে সমালোচনা করছে দেশটির কয়েকজন সাবেক ক্রিকেটার। এমনকি বাবরের ব্যাটিং পজিশন নিয়েও। কিন্তু সেই সমালোচকদের দলে না থেকে বাবরকে প্রশংসায় ভাসালেন ইমরান। পাকিস্তানের একটি ইউটিউব চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে ইমরান বলেন, ‘আমাদের অধিনায়ক অসাধারণ এক ব্যাটসম্যান। অনেক দিন পর আমি এমন দুর্দান্ত একজন ব্যাটসম্যানকে দেখছি।’

বাবরকে নিয়ে নানাভাবে বিশ্লেষণও করেছেন ইমরান। তিনি আরও বলেন, ‘সব দিক দিয়ে আমি তাকে বিশ্লেষণ করে দেখেছি। আমি বোলার হিসেবে একজন ব্যাটসম্যানকে বিশ্লেষণ করতাম। তার টেকনিক দুর্দান্ত, মেধা এবং টেম্পারামেন্টও দারুণ। খুব কম ব্যাটসম্যান আছে, যাদের এই তিনটা গুণ একসঙ্গে দেখা যায়। তার মধ্যে তিনটাই আছে। সবাইকে ছাড়িয়ে যাওয়ার মতো সক্ষমতা আছে তার।’

এম/

আরো পড়ুন:

আর্জেন্টিনাকে হারানোর ৩ ঘণ্টা পর শিরোপা জিতল ব্রাজিল
 

বাবর প্রশংসা ইমরান খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন