রবিবার, ৩রা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রবাসীদের জন্য একটি হাসপাতাল নির্মাণের প্রক্রিয়া চলমান: আসিফ নজরুল *** ৫ই আগস্ট সামনে রেখে সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী *** কক্সবাজার বিমানবন্দরের রানওয়েতে উড়োজাহাজের সঙ্গে কুকুরের ধাক্কা... *** ইসরায়েলি কূটনীতিকদের আরব আমিরাত ছাড়ার নির্দেশ *** অন্তর্বর্তী সরকারের ওপর শেখ হাসিনা সরকারের ‘ছায়া’ দেখছেন আনু মুহাম্মদ *** পাকিস্তানের সামরিক বহরে অ্যাটাক হেলিকপ্টার, ঘুরে দেখলেন আসিম মুনির *** শেখ হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে অধ্যাপক ইউনূস একটি কথাও বলেননি: মেজর (অব.) হাফিজ *** বরিশালের কোচ হলেন মোহাম্মদ আশরাফুল *** যেভাবে চীনা ক্ষেপণাস্ত্র দিয়ে ভারতের অত্যাধুনিক যুদ্ধবিমান ভূপাতিত করে পাকিস্তান *** আমেরিকার তুলায় তৈরি পোশাক রপ্তানিতে কিছুটা শুল্ক ছাড় পাবে বাংলাদেশ: বিজিএমইএ

প্রেগন্যান্সির মাঝেই ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে মাঠে অনুষ্কা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩৪ অপরাহ্ন, ১৫ই অক্টোবর ২০২৩

#

ছবি-সংগৃহীত

আইসিসি ওয়ার্ল্ড কাপের গতকালের হাইভোল্টেজ ম্যাচ যে সকলের মন ভালো করে দিয়েছে সেটা বলাই বাহুল্য। অতি সহজেই আরও একবার পাকিস্তানকে হারিয়ে জয়ের তাজ মাথায় পরল ভারত।

শুরুতেই দুটো উইকেট পড়ে যাওয়া সত্বেও যেভাবে পাকিস্তানকে দুরমুশ করে ভারত জয় ছিনিয়ে নিল অতি সহজেই তা ক্রিকেট প্রেমীদের মন কেড়েছে। আর এই আনন্দের মাঝে একটু মজা হবে না তাই কখনও হয়? তাই তো এদিন স্টেডিয়ামে খোশমেজাজে দেখা গেল অরিজিৎ সিং এবং অনুষ্কা শর্মাকে।

গতকাল শনিবার একদম সকাল সকাল আমেদাবাদ পৌঁছে যান অনুষ্কা শর্মা। অল ব্ল্যাক লুকে বিমানবন্দর চত্বরে দেখা যায় তাঁকে। প্রেগন্যান্সির গুজবের মাঝেই তিনি বিরাট কোহলি এবং টিম ইন্ডিয়াকে সমর্থন করতে উড়ে আসেন এখানে।

অন্যদিকে এদিন ভারত পাক ম্যাচ শুরু হওয়ার আগে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল বিসিসিআই। সেখানেই গান পরিবেশন  করেন অরিজিৎ সিং। তিনি ছাড়াও শঙ্কর মহাদেবন এবং সুখবিন্দর সিং ছিলেন।

অনুষ্ঠানের পর খেলা শুরু হয়। প্রথমে ব্যাট করে ১৯১ রান তোলে পাকিস্তান। পরে সেই রান তাড়া করতে নেমে অতি সহজেই মাত্র ৩০.৩ ওভারে লক্ষ্যপূরণ করে ভারত। আর এসবের মাঝেই গ্যালারিতে খোশমেজাজে দেখা গেল অরিজিৎ এবং অনুষ্কাকে।

আরো পড়ুন: আপনি আমার বাংলাদেশ : জুয়েল আইচকে আমেরিকান ভদ্রমহিলা

খেলা ছেড়ে অনুষ্কার ছবি তোলায় ব্যস্ত ছিলেন অরিজিৎ। গায়কের কাণ্ড দেখে হেসে লুটোপুটি খান নায়িকা। সাদা শার্ট এবং জিন্স পরে ক্যামেরা হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায় অরিজিৎকে।

এমনকি তিনি অনুষ্কাকে পোজ দেওয়ার কথাও বলেন। অন্যদিকে সাদা ড্রেস পরে হাসিমুখে পোজ দেন তিনি।

কিছুদিন আগেই হিন্দুস্তান টাইমসের তরফে বিশেষ প্রতিবেদনে জানানো হয় বিরাট এবং অনুষ্কার সংসারে নতুন অতিথি আসতে চলেছে। তাঁদের ম্যাটারনিটি ক্লিনিকেও পর্যন্ত দেখা গিয়েছে বলেই খবর।

কিন্তু এখনই সন্তান আসার কথা তাঁরা জানাতে চান না। কিছু সময় পর তাঁরা সকলের সঙ্গে সেই খুশির খবর ভাগ করে নেবেন বলেই তাঁদের এক ঘনিষ্ঠ ব্যক্তি জানিয়েছেন। প্রসঙ্গত বিরাট এবং অনুষ্কার একটি মেয়ে আছে, ভামিকা।

এসি/ আই. কে. জে/ 



অনুষ্কা প্রেগন্যান্সি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন