শনিবার, ২রা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আমেরিকার বাজারে শুল্ক কমেছে, বাংলাদেশে স্বস্তি *** ফল দেখলেই বুঝবেন, কাজটা ঠিক হয়েছে কী না: খলিলুর রহমান *** ইনার হুইল ক্লাবের উদ্যোগে দরিদ্র ছাত্রীদের জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে টিকা দান *** চোরা শিকার রুখতে গন্ডারের শিংয়ে তেজস্ক্রিয় পদার্থ! *** দ্বিজাতিতত্ত্বের কবর দিয়েই বাংলাদেশের জন্ম, এখানে সাম্প্রদায়িকতার জায়গা নেই: জেড আই খান পান্না *** বাংলাদেশের জন্য পাল্টা শুল্ক কমিয়ে ২০ শতাংশ করল আমেরিকা *** জিম্বাবুয়েকে বিধ্বস্ত করে ফাইনালে বাংলাদেশ *** মেসির কারণেই সেদিন চুপ ছিলেন উরুগুয়ের ফুটবলার *** সাংবাদিক হত্যা মামলার আসামি চেয়ারম্যান পদ ফিরে পাওয়ায় বকশীগঞ্জে বিক্ষোভ *** গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি শুরু ৩রা আগস্ট

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি : মার্কিন দূতাবাসের নিন্দা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:৩০ অপরাহ্ন, ২৩শে মে ২০২৩

#

প্রতীকী ছবি

রাজশাহীতে স্থানীয় বিএনপি নেতার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কবরস্থানে পাঠানোর’ বক্তব্যের নিন্দা জানিয়েছে ঢাকায় মার্কিন দূতাবাস। মঙ্গলবার (২৩ মে) সংবাদ সংস্থা বাসস-এর সঙ্গে কথা বলার সময় মার্কিন দূতাবাসের পাবলিক অ্যাফেয়ার্সের প্রধান শন জে. ম্যাকিনটোশ এ নিন্দা জানান।

তিনি বলেন, মার্কিন দূতাবাস যেকোনো ধরনের উত্তেজক ভাষা, ভীতি প্রদর্শন বা সহিংসতার হুমকির নিন্দা জানায়। সহিংসতা উসকে দেওয়ার যেকোনো প্রচেষ্টার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের দৃঢ় অবস্থানের কথা জানিয়ে তিনি আরও বলেন, গণতন্ত্র, মানবাধিকার এবং আইনের শাসনের নীতির প্রতি আমাদের সমর্থন রয়েছে।

ম্যাকিনটোশ আরও বলেন, যুক্তরাষ্ট্র একটি স্থিতিশীল, সমৃদ্ধ ও গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য বাংলাদেশকে সমর্থন করতে প্রতিশ্রুতিবদ্ধ। রাজনৈতিক স্থিতিশীলতা, শান্তিপূর্ণ সহাবস্থান, এবং গণতান্ত্রিক নীতির প্রতি শ্রদ্ধা যেকোনো সমাজের বিকাশের জন্য অত্যাবশ্যক বলে উল্লেখ করেন তিনি।

গত শুক্রবার (১৯ মে) রাজশাহীর এক সমাবেশে জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরস্থানে পাঠানোর হুমকি দেন। 

আরো পড়ুন:ভবিষ্যৎ নেতাদের জন্য শেখ হাসিনার ৭ পরামর্শ

তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, ‘আর ২৭ দফা-১০ দফার মধ্যে আমরা নাই। এক দফা- শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে, শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। শেখ হাসিনার পদত্যাগের জন্য যা যা করার দরকার আমরা করবো ইনশাআল্লাহ।’  

এ ঘটনায় তার বিরুদ্ধে দুটি মামলা দায়ের হয়েছে। এছাড়া দেশব্যাপী আওয়ামী লীগের নেতাকর্মীরা এমন বক্তব্যদানকারীকে অবিলম্বে গ্রেফতারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচি পালন করছেন।  

এম/ আই. কে. জে/

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন