সোমবার, ২০শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৫ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আওয়ামী লীগকে পুনর্বাসিত করার চেষ্টা করছি—উনি এটা প্রমাণ করুক: এ কে আজাদ *** দেশকে সুন্দর করার সুযোগ এসেছে, কিন্তু চারদিকে অনৈক্যের সুর: মির্জা ফখরুল *** জুলাই গণ-অভ্যুত্থানে হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে *** ২ বছর পর গাজার ৩ লাখ শিশুর পড়ালেখা শুরু *** আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে সংহতি জানাল বিএনপি, শহীদ মিনারে নেতারা *** আলতাফ শাহনেওয়াজের যৌন নিপীড়ন ইস্যুতে সম্পাদকের কাছে পাঁচ বিশিষ্ট নারীর চিঠি *** জামায়াত বলে এক, করে আরেক: রুমিন ফারহানা *** বিনা দোষে ৪৩ বছর জেল খাটা ব্যক্তিকে কী এবার ভারতে ফেরত পাঠাবে আমেরিকা *** শিল্প-সাহিত্যকে নোংরা রাজনীতির বাইরে রাখতে হবে: বেবী নাজনীন *** নির্বাচন নিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে ইসির বৈঠক শুরু

পরনারীর দিকে তাকানোয় প্রেমিকের চোখে সূঁচ ঢুকিয়ে দিলেন প্রেমিকা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:০০ অপরাহ্ন, ২৯শে নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

পরনারীর দিকে তাকানোয় প্রেমিকের চোখে ইনজেকশনের সূঁচ ঢুকিয়ে দিয়েছেন মার্কিন আমেরিকার ফ্লোরিডা অঙ্গরাজ্যের এক নারী। পরে আহত অবস্থায় ওই প্রেমিককে জরুরি-ভিত্তিতে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা সূঁচ বের করার পাশাপাশি তাকে চিকিৎসাও দিয়েছেন। 

শনিবার (২৪ নভেম্বর) ফ্লোরিডার মিয়ামি ডেইড কাউন্টির একটি বাড়িতে রোমহর্ষক এই ঘটনা ঘটেছে।

আমেরিকার সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, পালিত কুকুরের জন্য জলাতঙ্কের টিকা কিনে বাড়িতে রেখেছিলেন ওই ব্যক্তি। ঘটনার দিন বাইরে থেকে এসে বাড়ির সোফায় শুয়ে পড়েন তিনি। এ সময় তার সাথে তর্কে জড়িয়ে পড়েন প্রেমিকা স্যান্দ্রা জিমিনেজ। প্রেমিককে কিল-ঘুষি মারতে থাকেন তিনি। এর এক পর্যায়ে তার চোখে ইনজেকশনের দুটি সূঁচ ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেন স্যান্দ্রা।

পুলিশের কাছে দায়ের করা অভিযোগে বলা হয়েছে, এতে ওই ব্যক্তির এক চোখের পাতা ছিদ্র হয়ে যায়। ঘটনার পরপরই বাড়ি থেকে পালিয়ে যান জিমিনেজ। পরে জরুরি নম্বর ৯১১ এ ফোন করে পুলিশের সহায়তা চান প্রেমিক।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেখান থেকে তাকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। ভুক্তভোগী ব্যক্তির অভিযোগের পর ওই দিনই জিমিনেজকে গ্রেপ্তার করে ফ্লোরিডা পুলিশ। তবে এই ঘটনায় আদালতের কাছে নিজেকে নির্দোষ দাবি করেছেন অভিযুক্ত প্রেমিকা। তাকে গৃহবন্দী করে রাখার নির্দেশ দিয়েছেন স্থানীয় আদালত।

দেশটির অপর এক সংবাদমাধ্যম বলছে, এই জুটি গত আট বছর ধরে একসঙ্গে বসবাস করে আসছেন। অন্য নারীর দিকে তাকানো নিয়ে প্রেমিকের সাথে তর্ক হয় জিমিনেজের। এ নিয়ে দুজনের তর্ক-বিতর্ক হাতাহাতিতে রূপ নেয়। পরে কুকুরের জন্য বাড়িতে রাখা জলাতঙ্কের দুটি ইনজেকশনের সূঁচ প্রেমিকের চোখে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেন প্রেমিকা। এতে এক চোখের পাতা ছিদ্র হয়ে যায় তার।

আদালতে নিজেকে নির্দোষ দাবি করে জিমিনেজ বলেছেন, তার প্রেমিক নিজেই নিজের চোখে ইনজেকশনের সূঁচ দিয়ে আঘাত করেছেন।

সূত্র: ইউএস টুডে, এনডিটিভি।

এসকে/ 

আমেরিকা প্রেমিক প্রেমিকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250