বৃহস্পতিবার, ৩১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রাষ্ট্রপতি নির্বাচন হবে উভয় কক্ষের সদস্যদের গোপন ভোটে *** ১৮৫ বছরের পুরোনো বুনো মহিষের শিং পাহাড়পুর জাদুঘরে হস্তান্তর *** প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের ৩৬তম সভা অনুষ্ঠিত *** শিক্ষকের বিকল্প হবে চ্যাটজিপিটি *** শক্তি ও মালিকানা যার হাতে, তাকেই ক্ষমতা ফিরিয়ে দিতে হবে: মির্জা ফখরুল *** পিআর পদ্ধতিতে হবে ১০০ সংসদীয় আসনের উচ্চকক্ষ, ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত *** কিছু দিনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা: আইন উপদেষ্টা *** গোপালগঞ্জে কোনো প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হয়নি: সেনাসদর *** বিপুল বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়ে ট্রাম্পের শুল্ক ১৫ শতাংশে নামাল দ. কোরিয়া *** মিয়ানমারে জরুরি অবস্থা প্রত্যাহার, ডিসেম্বরেই নির্বাচন

পনির দিয়ে ফুলকপি রান্না-অসাধারণ খেতে

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৪৯ অপরাহ্ন, ৭ই নভেম্বর ২০২৩

#

ছবি: সংগ্রহিত

শীতকালীন সবজির ঘ্রাণে মুখরিত হয়ে থাকে চারপাশ। শীতের নানা রকম সবজি দিয়ে ভরপুর থাকে বাজার। তবে শীতের বাজারে সবার পছন্দের যে সবজিটি শীতের শুরুতেই পাওয়া যায়, তা হলো ফুলকপি। এ সবজির যেমন রয়েছে উপকারিতা তেমনি খেতেও খুবই মজা। এ ছাড়াও, প্রতিদিন মশলাদার খাবার খেলে হজমে সমস্যা হয়, পাকস্থলীর ওপর প্রভাব পড়ে। তাই মাঝেমধ্যে কম মশলাযুক্ত সবজি খাওয়া শরীরের জন্য উপকারি।

বিশেষজ্ঞরা জানান, নিয়মিত ফুলকপি খেলে দেহের প্রয়োজনীয় পুষ্টি চাহিদা পূরণ হয়। ফুলকপিতে রয়েছে প্রচুর ভিটামিন-সি। পাশাপাশি আছে ভিটামিন কে, ভিটামিন বি৬, প্রোটিন, ম্যাগনেসিয়াম, ফসফরাস, ফাইবার, পটাসিয়াম ও ম্যাঙ্গানিজ। এত উপকারি সবজির সঙ্গে পনির যুক্ত করে তৈরি করে নিতে পারেন ফুলকপি পনিরের রেসিপি। যা খেতেও ভালো, আর পুষ্টিগুণও অনেক।

আরো পড়ুন : নাস্তায় মাছের পিৎজা অসাধারণ

রেসিপি-

ফুলকপির ফুলগুলো কেটে নিয়ে একটা বাটিতে পানি নিয়ে ভাপিয়ে নিন। পানিতে সামান্য লবণ দিয়ে দেবেন। এবার ওর মধ্যে ফুলকপি দিয়ে ঢেকে রাখুন ১০ মিনিট। এরপর কড়াইতে ২ চামচ সরিষার তেল দিয়ে ওর মধ্যে ভাপিয়ে রাখা ফুলকপি দিন। ফুলকপির মধ্যে অল্প লবণ দিয়ে বাদামী করে ভেজে নিতে হবে। ভাজা ফুলকপির গন্ধও বেশ ভালো হয়। ফুলকপি ভেজে তুলে নিয়ে বাকি তেলে পনিরের টুকরো দিয়ে ভেজে নিতে হবে। পনিরে রং না আসা পর্যন্ত ভাজতে থাকুন। কড়াই থেকে পনির তুলে নিয়ে তাতে ১ চামচ তেল দিয়ে তার মধ্যে এক চামচ জিরে, আস্ত গরম মশলা- দারচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ দিয়ে নেড়েচেড়ে নিতে হবে। টমেটো কুচি আর সামান্য লবণ দিয়ে ঢেকে দিন।

এবার টমেটো গলে গেলে আদা বাটা দিয়ে ভাজুন। বাটিতে হাফ চামচ হলুদ, মরিচের গুঁড়ো, জিরে-ধনে গুঁড়ো মিশিয়ে অল্প পানি দিয়ে গুলে মশলা তৈরি করে নিতে হবে। আদার কাঁচাগন্ধ গেলে মশলার মিশ্রণ দিয়ে দিন তরকারিতে। মশলা খুব ভালো করে কষাতে হবে। তেল ছাড়লে ২ চামচ টকদই ওর মধ্যে দিয়ে দিন। দই ভালো করে মিশলে একমুঠো মেথি শাক দিন। ভালো করে মিশিয়ে শাক একটু ভেজে নিন। এরপর কাঁচামরিচ, ফুলকপি দিয়ে কষিয়ে স্বাদমতো লবণ-চিনি ও গরম পানি দিন। এর সঙ্গে কুচি করে ক্যাপসিকাম মেশান। পানি ফুটে উঠলে ভেজে রাখা পনির দিয়ে মাখা মাখা করে নামিয়ে নিন। নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো ছিটিয়ে দিন, চাইলে ঘি দিতে পারেন।

এস/ আই. কে. জে/

রেসিপি নতুন ফুলকপি সুস্বাদু পনির

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন