শনিবার, ২রা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইনার হুইল ক্লাবের উদ্যোগে দরিদ্র ছাত্রীদের জরায়ুমুখের ক্যানসার প্রতিরোধে টিকা দান *** চোরা শিকার রুখতে গন্ডারের শিংয়ে তেজস্ক্রিয় পদার্থ! *** দ্বিজাতিতত্ত্বের কবর দিয়েই বাংলাদেশের জন্ম, এখানে সাম্প্রদায়িকতার জায়গা নেই: জেড আই খান পান্না *** বাংলাদেশের জন্য পাল্টা শুল্ক কমিয়ে ২০ শতাংশ করল আমেরিকা *** জিম্বাবুয়েকে বিধ্বস্ত করে ফাইনালে বাংলাদেশ *** মেসির কারণেই সেদিন চুপ ছিলেন উরুগুয়ের ফুটবলার *** সাংবাদিক হত্যা মামলার আসামি চেয়ারম্যান পদ ফিরে পাওয়ায় বকশীগঞ্জে বিক্ষোভ *** গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি শুরু ৩রা আগস্ট *** ফার্মেসির পরামর্শে ডায়রিয়াতেও শিশুকে দেওয়া হচ্ছে অ্যান্টিবায়োটিক: গবেষণা *** সরকারি জমিতে অবৈধ রেস্টুরেন্ট-মার্কেট, উচ্ছেদের দাবি স্থানীয়দের

নাগাল্যান্ড বোর্ড পরীক্ষায় ছেলেদের পেছনে ফেলে এগিয়ে আছে মেয়েরা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০৬ অপরাহ্ন, ২৮শে মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

নাগাল্যান্ড বোর্ড অফ স্কুল এডুকেশন (এনবিএসই) গত বুধবার দশম এবং দ্বাদশ শ্রেণীর চূড়ান্ত পরীক্ষার ফলাফল ঘোষণা করে। ফলাফলে দেখা যায় মেয়ে শিক্ষার্থীরা ছেলেদের তুলনায় এগিয়ে রয়েছে। গত মার্চ মাসে এই দুইটি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এনবিএসই-এর চেয়ারপার্সন আসানো সেখোস বলেন, মোট ৪০,৪৪৬ জন ছাত্র এ পরীক্ষাগুলোয় অংশ নেয়। এইচএসএলসিতে (দশম শ্রেণি) অংশ নেয় ২৪,৩৬১ জন এবং এইচএসএসএলসিতে (দ্বাদশ শ্রেণি) অংশ নেয় ১৬,০৮৫ জন।

এইচএসএলসি পরীক্ষায় কৃতকার্য হয় ১৭,১৩০ জন, অর্থাৎ শতকরা পাশের হার ৭০.৩২। গতবছর এ হার ছিল ৬৪.৬৯ শতাংশ।

পরীক্ষায় ৯ হাজার ৩৫০ জন মেয়ে ও ৭ হাজার ৭৮০ জন ছেলে পাস করেছে। শীর্ষ ২০-এ ৯৯ জন শিক্ষার্থী রয়েছে এবং তাদের মধ্যে ৩৩ জন ছেলে এবং বাকি ৬৬ জন মেয়ে।

কোহিমা ৭৩ শতাংশ পাশের হার নিয়ে সর্বোচ্চ পাশের রেকর্ড গড়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে মোকোকচুং, এখানে পাশের হার ৭০ শতাংশ। তৃতীয় স্থানে ৬৩ শতাংশ পাশের হার নিয়ে রয়েছে ফেক। অন্যদিকে মাত্র ৬ শতাংশ পাশের হার নিয়ে নিচের দিকে রয়েছে শামাতোর জেলা।

ডিমাপুরের ডন বস্কো উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের (এইচএসএস) ক্রিস্টি পল ম্যাথিউ ৯৯ শতাংশ নম্বর নিয়ে দশম শ্রেনীর পরীক্ষায় শীর্ষস্থান অর্জন করেছে।

এইচএসএসএলসির সব বিভাগেই ছেলেদের চেয়ে মেয়েদের পারফরম্যান্স ভালো।

কলা বিভাগে মোট পাসের হার ৮২.৬২ শতাংশ, বাণিজ্য বিভাগে ৮৫.৮৩ শতাংশ এবং বিজ্ঞান বিভাগে ৮৬.৭৯ শতাংশ।

ডিমাপুরের খ্রিস্টান এইচএসএস-এর জাহিদ আহমেদ লস্কর ৯৯.২০ শতাংশ নম্বর নিয়ে বাণিজ্যে প্রথম স্থান অর্জন করেছে, অন্যদিকে ডিমাপুরের সেন্ট জন উচ্চ মাধ্যমিক আবাসিক বিদ্যালয়ের আওয়াং পি ইম্পুশ ৯৭ শতাংশ নম্বর নিয়ে বিজ্ঞান বিভাগে শীর্ষে রয়েছে। মোকোকচুং শহরের এইচএসএসের মোয়ানোলা লংচার ৯৭.২০ শতাংশ নম্বর নিয়ে আর্টস বিভাগে শীর্ষে রয়েছে।

নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেফিউ রিও সফল শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন।

Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন