বুধবার, ৩০শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৫ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্তের আহ্বান সিপিজের *** সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারে ব্রিটেনও *** একাত্তর নিয়ে বক্তব্য, সমালোচনার মুখে আসিফ নজরুলের দুঃখ প্রকাশ *** জুলাই সনদের খসড়ার সঙ্গে ‘মোটামুটি’ একমত বিএনপি *** বিনা অনুমতিতে নূরুল কবীরকে প্রেস কাউন্সিলের সদস্য করা হয়েছে, প্রত্যাহারের অনুরোধ *** জনসংখ্যা বাড়াতে প্রত্যেক শিশুকে বছরে ৬২ হাজার টাকা করে দেবে চীন *** প্রেস কাউন্সিলের সদস্য হলেন মাহফুজ আনাম, নূরুল কবীরসহ ১২ জন *** ইসরায়েলি দুই মন্ত্রীকে নেদারল্যান্ডসে ঢুকতে দেবে না দেশটির সরকার *** ডাকসু নির্বাচন ৯ই সেপ্টেম্বর *** আর কাউকে প্রতীকী মূল্যে জমি দেবে না সরকার: অর্থ উপদেষ্টা

নজরুল সম্রাজ্ঞী ফিরোজা বেগম

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:২১ অপরাহ্ন, ২৯শে জুলাই ২০২৩

#

নজরুল সম্রাজ্ঞী ফিরোজা বেগম

নজরুল সংগীত শিল্পী ফিরোজা বেগম জন্মেছিলেন ফরিদপুরে, ১৯৩০ সালের ২৮ জুলাই। ১৯৪০-এর দশকে তিনি সংগীতজীবনে পদার্পণ করেন। ষষ্ঠ শ্রেণিতে পড়াকালেই তিনি অল ইন্ডিয়া রেডিওতে গানে কণ্ঠ দেন। মাত্র ১২ বছর বয়সে ইসলামি গান নিয়ে তাঁর প্রথম রেকর্ড প্রকাশিত হয়।

ফিরোজা বেগম গানের তালিম নিয়েছিলেন স্বয়ং কবি কাজী নজরুল ইসলামের কাছে।

তাঁর কণ্ঠের মাধুরীতে মুগ্ধ ছিলেন স্বয়ং কবি নজরুল নিজেই। কবির অনেক গান তাঁর কণ্ঠে বেঁচে আছে বাংলা সংগীতপ্রেমীদের হৃদয়ে। এ ছাড়া দেশের প্রখ্যাত সংগীতব্যক্তিত্ব কমল দাশগুপ্তের সরাসরি তত্ত্বাবধানে উর্দু, বাংলা, হিন্দি, নজরুল এবং ইসলামি সংগীতসহ অসংখ্য রেকর্ড প্রকাশিত হয় ফিরোজা বেগমের।

তবে নজরুলসংগীতে অসামান্য অবদানের জন্য কিংবদন্তি হয়ে আছেন ফিরোজা বেগম। নজরুলের গান নিয়ে তাঁর প্রথম রেকর্ড প্রকাশিত হয় ১৯৪৯ সালে। একটা সময় কাজী নজরুল ইসলামের গানের আলাদা কোনো নাম ছিল না। বিদ্রোহী কবির গানকে ‘নজরুলসংগীত’ নামে পরিচিত করানোর পেছনে মুখ্য ভূমিকা রেখেছিলেন ফিরোজা বেগম।

আরো পড়ুন: ইসলাম ধর্ম গ্রহণ আমাকে মানসিক শান্তি দিয়েছে : এ আর রহমান

স্বাধীনতা পদক, একুশে পদকসহ অনেক পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি। ২০১৮ সালে তাঁর জন্মদিনে গুগল ডুডল তৈরি করে সম্মাননা জানায়। নজরুল সংগীতের নক্ষত্র ফিরোজা বেগম ২০১৪ সালের ৯ সেপ্টেম্বর মারা যান।

এম এইচ ডি/ আইকেজে 

নারী ফরিদপুর সংগীত শিল্পী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন