বুধবার, ৩০শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৫ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্তের আহ্বান সিপিজের *** সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারে ব্রিটেনও *** একাত্তর নিয়ে বক্তব্য, সমালোচনার মুখে আসিফ নজরুলের দুঃখ প্রকাশ *** জুলাই সনদের খসড়ার সঙ্গে ‘মোটামুটি’ একমত বিএনপি *** বিনা অনুমতিতে নূরুল কবীরকে প্রেস কাউন্সিলের সদস্য করা হয়েছে, প্রত্যাহারের অনুরোধ *** জনসংখ্যা বাড়াতে প্রত্যেক শিশুকে বছরে ৬২ হাজার টাকা করে দেবে চীন *** প্রেস কাউন্সিলের সদস্য হলেন মাহফুজ আনাম, নূরুল কবীরসহ ১২ জন *** ইসরায়েলি দুই মন্ত্রীকে নেদারল্যান্ডসে ঢুকতে দেবে না দেশটির সরকার *** ডাকসু নির্বাচন ৯ই সেপ্টেম্বর *** আর কাউকে প্রতীকী মূল্যে জমি দেবে না সরকার: অর্থ উপদেষ্টা

ধর্মঘটে সাড়া নেই : পেট্রোল পাম্পগুলোতে তেল সরবরাহ স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:৩১ অপরাহ্ন, ৩রা সেপ্টেম্বর ২০২৩

#

প্রতীকী ছবি

পেট্রোল পাম্প মালিকদের একাংশের ডাকা ধর্মঘটে সায় দেননি অধিকাংশ পেট্রোল পাম্প মালিক। একারণে রবিবার (৩ সেপ্টেম্বর) সকাল থেকেই ঢাকার অধিকাংশ পেট্রোল পাম্পে জ্বালানি তেল সরবরাহ স্বাভাবিক রয়েছে। 

তিন দফা দাবি আদায়ে পেট্রোলপাম্পের মালিকদের একাংশের আজ থেকে ধর্মঘট পালন করার কথা। তবে গতকাল রাতেই মালিকদের দাবির একটি শর্ত পূরণ করে প্রজ্ঞাপন প্রকাশ করেছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। 

এব্যাপারে পেট্রোলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব মিজানুর রহমান গণমাধ্যমকে বলেন, একটি দাবি পূরণ হলেও কমিশন বাড়ানোর মূল দাবি মানা হয়নি। সরকারের পক্ষ থেকে আলোচনার জন্যও ডাকা হয়নি। তাই কর্মসূচি চলমান থাকবে। পাম্প থেকে তেল সরবরাহ এখনো স্বাভাবিক। তবে তেল উত্তোলন বন্ধ থাকলে কাল থেকেই পাম্পে তেল সরবরাহ কমতে থাকবে বলে জানান তিনি। আগামীকাল অনেক পাম্প থেকে তেল সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে বলে দাবি করেন তিনি।

উল্লেখ্য পেট্রোলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশন ও ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশন এ ধর্মঘটের ডাক দিয়েছিল। তবে তারা সম্পূর্ণ পেট্রোলপাম্প মালিকদের প্রতিনিধিত্ব করে না। এর বাইরে বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার্স, ডিস্ট্রিবিউশন, এজেন্টস অ্যান্ড পেট্রোলপাম্প ওনার্স অ্যাসোসিয়েশন নামে আরো একটি সংগঠন আছে। এটি পেট্রোলপাম্পের মালিকদের পুরোনো ও বড় সংগঠন হিসেবে পরিচিত। আজ দুপুরে তাদের একটি সংবাদ সম্মেলন করার কথা রয়েছে।

এম.এস.এইচ/ আই. কে. জে/ 

 

পেট্রোল পাম্প

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন