শনিবার, ২রা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চোরা শিকার রুখতে গন্ডারের শিংয়ে তেজস্ক্রিয় পদার্থ! *** দ্বিজাতিতত্ত্বের কবর দিয়েই বাংলাদেশের জন্ম, এখানে সাম্প্রদায়িকতার জায়গা নেই: জেড আই খান পান্না *** বাংলাদেশের জন্য পাল্টা শুল্ক কমিয়ে ২০ শতাংশ করল আমেরিকা *** জিম্বাবুয়েকে বিধ্বস্ত করে ফাইনালে বাংলাদেশ *** মেসির কারণেই সেদিন চুপ ছিলেন উরুগুয়ের ফুটবলার *** সাংবাদিক হত্যা মামলার আসামি চেয়ারম্যান পদ ফিরে পাওয়ায় বকশীগঞ্জে বিক্ষোভ *** গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি শুরু ৩রা আগস্ট *** ফার্মেসির পরামর্শে ডায়রিয়াতেও শিশুকে দেওয়া হচ্ছে অ্যান্টিবায়োটিক: গবেষণা *** সরকারি জমিতে অবৈধ রেস্টুরেন্ট-মার্কেট, উচ্ছেদের দাবি স্থানীয়দের *** ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়ার পথে বাধা দেখছেন না নজরুল ইসলাম খান

দেড় মাস পর খুলে দেওয়া হলো রাঙামাটির ঝুলন্ত সেতু

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১৪ অপরাহ্ন, ২০শে অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

প্রায়ই দেড় মাস বন্ধ থাকার পর শুক্রবার (২০ অক্টোবর) থেকে রাঙামাটি পর্যটনের ঝুলন্ত সেতুটি খুলে দেওয়া হয়েছে। কাপ্তাই হ্রদে পানি বাড়ার ফলে ঝুলন্ত সেতুটি গত ৩ সেপ্টেম্বর ডুবে যায়। পরে পর্যটন কর্তৃপক্ষ সেতু দিয়ে চলাচল বন্ধ করে দেয়। এতে প্রায় ৮ থেকে ১০ লাখ টাকার মতো লোকসান হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ।

জানা গেছে, ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বৃদ্ধি পায়। ফলে গত ৩ সেপ্টেম্বর ঝুলন্ত সেতুর পাটাতনের প্রায় ছয় ইঞ্চি উপরে পানি উঠে আসে। তাই ঝুঁকি এড়াতে সেতু দিয়ে চলাচল বন্ধ করে দেওয়া হয়। 

দীর্ঘ দেড় মাস পানিতে নিমজ্জিত থাকার পর কিছুদিন আগে হ্রদের পানি কমায় সেতুটির পাটাতন থেকে পানি সরে যায়। তবে দীর্ঘদিন ধরে পানিতে ডুবে থাকায় সেতুর অনেক পাটাতন নষ্ট হয়ে যায়। পরে সেতু সম্পূর্ণ মেরামত শেষে আজ খুলে দেওয়া হয়েছে।  

পর্যটন ঘাটের ইজারাদার রমজান আলী জানান, দেড় মাস সেতুটি বন্ধ থাকায় বোটের সব মালিক ও চালকরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। আশা করছি সামনের দিনগুলো এ ক্ষতি পুষিয়ে নিতে পারবে।

রাঙামাটি সরকারি পর্যটন কমপ্লেক্সের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিতে শুক্রবার থেকে ঝুলন্ত সেতুটি পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। ইতোমধ্যে সেতুর যেসব স্থানে ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো মেরামত ও রঙ করা হয়েছে। 

তিনি বলেন, ঝুলন্ত সেতুটি চালু থাকলে প্রতিদিন পর্যটনের ১০ থেকে ১৫ হাজার টাকা আয় হতো। কিন্তু দেড় মাস বন্ধ থাকায় প্রায় ১০ লাখ টাকার আর্থিক লোকসান হয়েছে। আশা করছি এই শারদীয়া দুর্গা পূজায় পূর্বের ক্ষতি কাটিয়ে উঠতে পারব।

এসকে/ 

পর্যটন রাঙামাটি ঝুলন্ত ব্রিজ সেতু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন