বৃহস্পতিবার, ৩১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জুলাই সনদ আইনের ঊর্ধ্বে: সালাহউদ্দিন আহমদ *** ইসিতে আয়-ব্যয়ের হিসাব দিল বিএনপি-জামায়াতসহ ২৯ দল *** সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতির বিষয়ে সিদ্ধান্ত নেবে পর্তুগাল *** রাষ্ট্রপতি নির্বাচন হবে উভয় কক্ষের সদস্যদের গোপন ভোটে *** ১৮৫ বছরের পুরোনো বুনো মহিষের শিং পাহাড়পুর জাদুঘরে হস্তান্তর *** প্রধান উপদেষ্টার সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের ৩৬তম সভা অনুষ্ঠিত *** শিক্ষকের বিকল্প হবে চ্যাটজিপিটি *** শক্তি ও মালিকানা যার হাতে, তাকেই ক্ষমতা ফিরিয়ে দিতে হবে: মির্জা ফখরুল *** পিআর পদ্ধতিতে হবে ১০০ সংসদীয় আসনের উচ্চকক্ষ, ঐকমত্য কমিশনের সিদ্ধান্ত *** কিছু দিনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা: আইন উপদেষ্টা

ডিমের দাম আকাশছোঁয়া, পুতিনের বিরল ক্ষমা প্রার্থনা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২৩ অপরাহ্ন, ১৫ই ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

ডিমের আকাশছোঁয়া দাম নিয়ে বিরল ক্ষমা প্রার্থনা করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ডিমের দাম বৃদ্ধি নিয়ে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) এক পেনশনভোগীর অভিযোগের পর তিনি ক্ষমা চান।  

গণমাধ্যম এবং রাশিয়াজুড়ে বিভিন্ন অঞ্চলের মানুষদের সঙ্গে বছর শেষের প্রশ্নোত্তর পর্বে দেখা যায়, পেনশনভোগী আইরিনা আকোপোভা রান্নাঘরের টেবিলে বসে আছেন। সেখান থেকে ভিডিও লিঙ্কের মাধ্যমে তিনি প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কথা বলেন। আর সে সময়ই ডিম ও মুরগির মাংসের দাম আকাশছোঁয়া বলে অভিযোগ করেন আকোপোভা।

তিনি বলেন, “পেনশনভোগীদের জন্য সদয় হোন! আমরা লাখো রুবল পেনশন পাই না। বিষয়টি সমাধান করুন। দ্বারস্থ হওয়ার মতো কেউ আমাদের নেই। আমি আপনার প্রতি খুবই কৃতজ্ঞ। আপনার সাহায্য পাওয়ার ভরসায় আছি।”

অকোপোভার এই কথায় রুশ নাগরিকদের জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে উদ্বেগের প্রতিফলন ঘটেছে। এর আগে পুতিন স্বীকার করেছিলেন যে, চলতি বছর মূল্যস্ফীতি ৮ শতাংশে দাঁড়াতে পারে।

আরো পড়ুন: ইইউতে যুক্ত হচ্ছে ইউক্রেন 

অকোপোভোর কথার জবাবে পুতিন বলেন, “আমি এ জন্য ক্ষমা চাইছি। কিন্তু এটি সরকারের কাজের ব্যর্থতা। আমি প্রতিশ্রুতি দিচ্ছি খুব শিগগিরই পরিস্থিতি ঠিক হয়ে যাবে।”

এ সপ্তাহে রুশ সরকার জানিয়েছে, আগামী বছর প্রথম ছয় মাসে ১২০ কোটি ডিম আমদানির ওপর শুল্ক আরোপ করা হবে না। ডিমের দাম এবছর ৪০ শতাংশ বেড়ে যাওয়ায় তা নিয়ন্ত্রণে এ চেষ্টা চালানো হচ্ছে।

রাশিয়ায় বার্ষিক দীর্ঘ এই প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে পুতিন সাধারণ রুশ নাগরিকদের উদ্বেগের ক্ষেত্রে নিজের সহানুভূতিশীলতা তুলে ধরার সুযোগ পান এবং জনগণের বিভিন্ন সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশও দেন।

সূত্র: রয়টার্স 

এইচআ/  আই.কে.জে


দাম ডিমের দাম ভ্লাদিমির পুতিন ক্ষমা প্রার্থনা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন