বুধবার, ২২শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সালমান শাহর মৃত্যুর আগের দিন স্ত্রী সামিরার সঙ্গে কী ঘটেছিল *** অক্টোবরের ২০ দিনে রেমিট্যান্স এলো ১৭৮ কোটি ডলার *** কাতারে বাংলাদেশি কর্মীদের ভিসা না দেওয়ার প্রচারণা প্রসঙ্গে যা বলছে মন্ত্রণালয় *** ‘দলীয়’ উপদেষ্টাদের বিষয়ে ড. ইউনূসের কাছে যে দাবি জানিয়েছে বিএনপি *** ‘জনতার জন্য হিজাব আইন, খামেনির উপদেষ্টার মেয়ের জন্য ডানাকাটা জামা’ *** নির্বাচন শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করার জন্য যা কিছু প্রয়োজন করব: প্রধান উপদেষ্টা *** ভারতীয় ঋণচুক্তির ১০ প্রকল্প বাতিলের তথ্য সঠিক নয়: পররাষ্ট্র উপদেষ্টা *** সালমান শাহ, সোহেল চৌধুরী হত্যা: কে এই আজিজ মোহাম্মদ ভাই *** সোনারগাঁও হোটেলে আজিজ মোহাম্মদ ভাইকে কেন চড় মেরেছিলেন সালমান *** যে প্রার্থীদের ভোট দিতে বললেন উপদেষ্টা ফরিদা আখতার

চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের সূচি

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৩৮ পূর্বাহ্ন, ২১শে এপ্রিল ২০২৩

#

ছবি: সংগৃহীত

ইউরোপিয়ান ফুটবলের শ্রেষ্ঠত্বের লড়াই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ। চলতি মৌসুমের গ্রুপপর্ব, শেষ ষোলো এবং শেষ আটের লড়াই শেষে এবার জমজমাট আসরের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে টিকে রয়েছে চারটি দল। দলগুলো হলো- রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, ইন্টার মিলান ও এসি মিলান। আগামী ১১ জুন তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠেয় ফাইনালে যেকোনো এক ক্লাবের হাতে উঠবে আকাঙ্ক্ষিত শিরোপা।

প্রথম দল হিসেবে সেমিফাইনাল নিশ্চিত করেছে টুর্নামেন্টের সবচেয়ে সফল দল ও বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। কোয়ার্টার ফাইনালে ইংলিশ ক্লাব চেলসিকে দুই লেগ মিলিয়ে ৪-০ গোলে হারিয়েছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। ফাইনালে উঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ আরেক ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। বায়ার্ন মিউনিখের বিপক্ষে শেষ চারে উঠার লড়াইয়ে দুই লেগ মিলিয়ে ৪-১ গোলের অগ্রগামিতায় জিতেছে পেপ গার্দিওলার দল।

এদিকে আসরের দ্বিতীয় সেমিফাইনালে উত্তাপ ছড়ানোর অপেক্ষায় মিলান ডার্বি। ফাইনালে উঠার লড়াইয়ে মুখোমুখি হবে ইন্টার ও এসি মিলান। চ্যাম্পিয়ন্স লিগে শেষবার ২০০৪-০৫ মৌসুমে মিলান ডার্বির সাক্ষী হয়েছিল ফুটবলপ্রেমীরা। আর তাই ফাইনালে উঠার লড়াইয়ে দীর্ঘ ১৮ বছর পর আবারও চ্যাম্পিয়ন লিগে মিলান ডার্বি দেখার অপেক্ষায় ফুটবলপ্রেমীরা।

বেনফিকাকে দুই লেগ মিলিয়ে ৫-৩ গোলে হারিয়ে দীর্ঘ ১৩ বছর পর সেমিতে পা রেখেছে সিমোনে ইনজাগির ইন্টার। অন্যদিকে টুর্নামেন্টের ইতিহাসে দ্বিতীয় সেরা স্তেফানো পিওলির মিলানও দীর্ঘদিন পর চ্যাম্পিয়ন্স লিগের শেষ চারে উঠেছে। শেষ বার ২০০৭ সালে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছিল এসি মিলান। এবার দুই লেগ মিলিয়ে নাপোলির বিপক্ষে ২-১ গোলে জিতে ফাইনালে উঠার লড়াইয়ে নামবে দলটি।

বাংলাদেশ সময় অনুযায়ী চ্যাম্পিয়ন্স লিগের সেমির সূচি :

>> প্রথম লেগ    রিয়াল মাদ্রিদ-ম্যানসিটি    মঙ্গলবার (১০ মে)    দিবাগত রাত ১টা    সান্তিয়াগো বার্নাব্যু

>> প্রথম লেগ    এসি মিলান-ইন্টার মিলান    বুধবার (১১ মে)    দিবাগত রাত ১টা    সান সিরো

>> দ্বিতীয় লেগ    এসি মিলান-ইন্টার মিলান    মঙ্গলবার (১৭ মে)    দিবাগত রাত ১টা    সান সিরো

>> দ্বিতীয় লেগ    রিয়াল মাদ্রিদ-ম্যানসিটি    বুধবার (১৮ মে)    দিবাগত রাত ১টা    ইতিহাদ স্টেডিয়াম

এম/

আরো পড়ুন:

টিভিতে দেখুন আজকের খেলা  (২১ এপ্রিল ২০২৩)


 

চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনাল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250