শনিবার, ২রা আগস্ট ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আমেরিকার তুলায় তৈরি পোশাক রপ্তানিতে কিছুটা শুল্ক ছাড় পাবে বাংলাদেশ: বিজিএমইএ *** চুক্তি হয়ে গেলে আমেরিকার অনুমতি সাপেক্ষে গোপনীয়তার বিষয়টি প্রকাশ করা হবে: বাণিজ্য উপদেষ্টা *** বৃত্তি পরীক্ষা আর্থিক প্রণোদনা হিসেবে কাজ করবে *** ৩ বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস *** মায়ামির সঙ্গে কী নতুন চুক্তি করবেন মেসি, যা বলছেন কোচ *** ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে দক্ষিণ আফ্রিকা সরকারের ওপর চাপ বাড়ছে *** মাইকেল জ্যাকসনের মোজা বিক্রি হলো ১০ লাখ টাকায় *** ইউরোপের প্রথম দেশ হিসেবে ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা স্লোভেনিয়ার *** জুলাই হত্যাকাণ্ডে নিহত ১১৪ জনের মরদেহ তোলা হবে রায়েরবাজার গণকবর থেকে *** জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত, প্রকাশ ৫ই আগস্ট

‘আন্টি’ বলতেই চটলেন এই অভিনেত্রী

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:০০ পূর্বাহ্ন, ৮ই নভেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

‘পুষ্পা’র দৌলতে অভিনয় দুনিয়ায় বেশ পরিচিত মুখ অভিনেত্রী অনসূয়া ভরদ্বাজ। আর অনুসূয়ার সঙ্গে অর্জুন রেড্ডি তারকা বিজয় দেবেরাকোন্ডার সম্পর্ক যে মোটেও মধুর নয়, তা অনেকেরই জানা। চলতি বছরের মাঝে অর্জুনের ডায়ালগ ধার করেই তাঁকে প্রকাশ্যে খোঁচা দিয়েছিলেন অনুসূয়া।

তবে অভিনেত্রীর এই কাণ্ডের পর তাঁকে সোশ্যাল মিডিয়ায় ট্রোল করতে ছাড়েননি অর্জুন রেড্ডির অনুরাগীরা। কেউ কেউ তাঁকে আন্টি বলে কটাক্ষ করেন। নিমেষে ‘আন্টি শব্দটি টুইটারে ট্রেন্ড করতেও শুরু করে।

আর এই 'আন্টি' বলাতেই বেজায় চটেছেন অভিনেত্রী অনসূয়া ভরদ্বাজ। সাফ জানিয়েছেন, এবার তাঁকে কেউ আন্টি বললে, তিনি তাঁদের বিরুদ্ধে মামলা দায়ের করবেন। নিজের বক্তব্য স্পষ্ট করে অনসূয়া ভরদ্বাজ জানিয়েছেন, ‘শব্দটি ভুল নয়। বাচ্চারা বা ছোটরা তাঁকে আন্টি বললে অসুবিধা নেই।

কিন্তু যাঁরা একই বয়সী তাঁরাও ইচ্ছাকৃতভাবে এই শব্দ ব্যবহার করছেন এর অর্থটা অসম্মানজনক বলে মনে করেন তিনি। অনুসূয়ার কথায়, ’আমি জানি না ট্রোলাররা মুখোমুখি হয়ে তাকে নিয়ে এমন মন্তব্য করার সাহস পাবে কিনা। কিন্তু, নারীদের প্রতি এভাবে ঘৃণা দেখানো অপরাধ।' 

 আরো পড়ুন: কেন ‘নগদে কট’ খেলেন শাকিলা!

প্রসঙ্গত, অনসূয়া মনে করেন তঁকে আক্রমণ করার জন্য বিজয় দেবেরাকোন্ডা ট্রোলারদের টাকা দেন। এদিকে এই মুহূর্তে তাঁর হাতে কোনও ছবি নেই। এই বিষয়ে কথা বলতে গিয়ে অনসূয়া ভরদ্বাজ জানিয়েছেন, তিনি একই ধরনের চরিত্রে অভিনয় করতে চান না। চ্যালেঞ্জিং চরিত্রেই তিনি কাজ করতে আগ্রহী।

প্রসঙ্গত, ‘পুষ্পা: দ্য রাইজ’, ‘পুষ্পা: দ্য রুল’ ছাড়াও খুশি, 'ফ্ল্যাশব্য়াক', 'মাইকেল', 'খিলাড়ি' সহ দক্ষিণের একাধিক ছবিতে অভিনয় করেছেন অনসূয়া। টেলিভিশনের পর্দাতেও অভিনয় করেছেন অনসূয়া।

এসি/ আই.কে.জে/


অভিনেত্রী আন্টি'

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন