ডোনাল্ড ট্রাম্প - ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা নথি অব্যস্থাপনার জন্য অভিযুক্ত ডোনাল্ড ট্রাম্প আদালতে হাজির হতে ফ্লোরিডা গেছেন। সোমবার রাতে তিনি মিয়ামির কাছে তার রিসোর্ট ট্রাম্প ন্যাশনাল ডোরালে কাটিয়েছেন। এর আগে নিউ জার্সির বেডমিনস্টারে নিজের গলফ ক্লাবে ছিলেন তিনি, সেখান থেকেই বিমানযোগে মিয়ামিতে আসেন। খবর রয়টার্সের
রাষ্ট্রীয় গোপনীয় নথি অবৈধভাবে নিজের কাছে রাখা ও সেগুলো গোসলখানায় রেখে দেওয়ার মতো অব্যস্থাপনাসহ ডজনখানেক অভিযোগের শুনানিতে মঙ্গলবার মিয়ামির ফেডারেল আদালতে হাজির হতে হবে সাবেক এই মার্কিন প্রেসিডেন্টকে।
আরো পড়ুন: আমার বিরুদ্ধে আনা অভিযোগ হাস্যকর ও ভিত্তিহীন: ডোনাল্ড ট্রাম্প
ট্রাম্পের বিরুদ্ধে আনা অভিযোগগুলোর মধ্যে ষড়যন্ত্র, মিথ্যা বিবৃতি, বিচারে বাধা এবং গুপ্তচরবৃত্তি আইনের অধীনে অবৈধভাবে গোপনীয় নথি ধরে রাখা আছে বলে জানা গেছে।
এম/