মঙ্গলবার, ২৯শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৪ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের ৩৪ হাজার শুন্য পদ পূরণে উদ্যোগ *** প্রাথমিক পর্যায়ে ঐকমত্যের খসড়া আজকালের মধ্যে পাবে রাজনৈতিক দলগুলো: আলী রীয়াজ *** মাইলস্টোনে বিধ্বস্ত যুদ্ধবিমানটি নিয়ে এখনই মন্তব্য সমীচীন নয়—বললেন রাষ্ট্রদূত *** মানুষের নিরাপত্তা দিতে না পারলে সংস্কার কাজে আসবে না: ফখরুল *** রাঙামাটিতে ইউপিডিএফের আস্তানায় সেনা অভিযান, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার *** আড়াই লাখ মানুষ ঘর ছাড়া হওয়ার পর যুদ্ধবিরতিতে রাজি থাইল্যান্ড-কম্বোডিয়া *** হিন্দুপল্লির ২২টির মধ্যে ১৯টি পরিবার বর্তমানে নিজেদের বাড়িতে আছে: জেলা প্রশাসক *** মস্কো-পিয়ংইয়ং সরাসরি বাণিজ্যিক ফ্লাইট চালু হলো *** ভোগে প্রচারিত বিজ্ঞাপনে স্বর্ণকেশী মডেল কেন বিতর্ক ছড়াচ্ছে *** কিডনি ভালো রাখতে যে ৩টি খাবার খাবেন

আট গোলের থ্রিলার জয়ে ফাইনালে রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৬ অপরাহ্ন, ১১ই জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

স্প্যানিশ লিগে সবচেয়ে হাইভোল্টেজ ম্যাচ বলা হয় রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মধ্যকার এল-ক্লাসিকো লড়াই। তবে মেসি-নেইমার ও রোনালদো-রামোসদের মত তারকা ফুটবলাররা স্প্যানিশ লিগ ছাড়ার পর রং হারিয়েছে এল-ক্লাসিকো। তবে জমে উঠেছে রিয়াল মাদ্রিদ ও অ্যাতলেটিকো মাদ্রিদের মধ্যকার মাদ্রিদ ডার্বি। স্প্যানিশ সুপার কাপে সেমিফাইনালে অ্যাতলেটিকোর বিপক্ষে ৫-৩ গোলের ব্যবধানে জিতে ফাইনালে উঠে গেছে রিয়াল।

বুধবার (১০ই জানুয়ারি) দিবাগত রাতে সৌদি আরবের আল আওয়াল পার্কে জমে উঠে দুই দলের মধ্যকার মাদ্রিদ ডার্বি। নির্ধারিত ৯০ মিনিটে খেলা ৩-৩ সমতা থাকার কারণে আর দুইবার (১৫ মিনিট করে) অতিরিক্ত সময় দেন রেফারি। সব মিলিয়ে রোমাঞ্চকর এই লড়াই চলে ১২০ মিনিট। তবে ম্যাচের শেষ দিকে ৬ মিনিটের ব্যবধানে দুটি গোল করে জয়ের উল্লাসে মাতে রিয়াল মাদ্রিদ।

অতিরিক্ত সময়ে গড়ানো ম্যাচটির আট গোলের চারটিই হয় প্রথমার্ধে। ম্যাচের ৬ মিনিটেই অ্যাতলেটিকো হয়ে গোলের খাতা খোলেন মারিও হারমোসো। গ্রিজম্যানের কর্নারে সবার ওপরে লাফিয়ে আড়াআড়ি হেডে ঠিকানা খুঁজে নেন হারমোসো। পিছিয়ে পড়ার পর আক্রমণাত্মক ফুটবলে ভীষণ চাপ তৈরি করে রিয়াল। রিয়ালের আন্তোনিও রুদিগার ২০ মিনিটে শোধ করেন সেই গোল। লুকা মদ্রিচের কর্নার থেকে চমৎকার হেডে সমতা ফেরান তিনি।

আরো পড়ুন : হঠাৎ বিয়ের পিঁড়িতে বসছেন সাফজয়ী সিরাত জাহান স্বপ্না

এরপর ২৯ মিনিটে ফারলান্দ মেন্দির গোলে এগিয়ে যায় রিয়াল। কারবাহালের ক্রস ডি-বক্সে পেয়ে ঠান্ডা মাথায় তা দূরের পোস্ট দিয়ে জালে পাঠান মেন্দি। পিছিয়ে পড়ার তিন মিনিট পর গ্রিজম্যানে হেড ঠেকিয়ে দেন রিয়ালের গোলরক্ষক। তবে আতলোটিকোকে ঠিকই খেলায় ফেরান গ্রিজম্যান। ৩৭ মিনিটে দারুণ এক গোল করেন তিনি। ২-২ গোলের সমতায় বিরতিতে যায় দুই দল।

বিরতির পরও চাপ অব্যাহত রাখে দুই দলই। ৭৮ মিনিটে কেপার ভুলে পিছিয়ে পড়ে রিয়াল। এগিয়ে গিয়ে একটি ক্রস বিপদমুক্ত করতে চেয়েছিলেন গোলরক্ষক। কিন্তু ঠিকমতো পারেননি। হাত ফসকে বল রুদিগারের গায়ে লেগে জড়ায় জালে। ম্যাচের ৫ মিনিট বাকি থাকতে আবার সমতায় ফেরে রিয়াল। দানি কারবাহালের জোরালো শটে পরাস্ত হন আতলেতিকো গোলরক্ষক ওবলাক। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

তবুও আর গোল হচ্ছিলো না। পেনাল্টির দিকে এগোনো ম্যাচে ১১৬ মিনিটে ভাগ্যের ছোঁয়া পায় রিয়াল। হোসেলুর হেড জোরালো না হলেও স্টেফান সাভিচের শরীরে লেগে বল জড়ায় জালে। ইনজুরি টাইমে সমতায় ফিরতে মরিয়া অ্যাতলেটিকো কর্নার পেলে গোলরক্ষক ওবলাকও চলে আসেন রিয়ালের ডি-বক্সে। তাতে দারুণ গতিতে প্রতি-আক্রমণে গিয়ে রিয়ালের জয় নিশ্চিত করেন ব্রাহিম দিয়াজ।

চার দলের নতুন আঙ্গিকের এই সুপার কাপে টানা তৃতীয় ও সব মিলিয়ে চতুর্থবার ফাইনালে উঠলো রিয়াল মাদ্রিদ। ২০১৯-২০ মৌসুমে ফাইনাল খেলার পর সেমিফাইনাল থেকে বিদায় নেওয়ার ধারা বজায় রাখলো অ্যাতলেটিকো। বৃহস্পতিবার রাতে দ্বিতীয় সেমিতে বার্সেলোনা ও ওসাসুনার মধ্যে জয়ী দলের সঙ্গে রবিবারের ফাইনালে মুখোমুখি হবে রিয়াল।

এস/ আই. কে. জে/ 


রিয়াল মাদ্রিদ ফাইনাল আট গোল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন