বুধবার, ৩০শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৫ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হিন্দুপল্লিতে হামলা: গ্রেপ্তার পাঁচজন কারাগারে, রিমান্ড শুনানি কাল *** সংসদ নির্বাচনে ৭ শতাংশ আসনে থাকবে নারী প্রার্থী, প্রস্তাব ঐকমত্য কমিশনের *** ডিসেম্বরে নির্বাচন হলে অংশ নেবেন খালেদা জিয়া: আবদুল আউয়াল মিন্টু *** ৩৯ সংসদীয় আসনের সীমানায় পরিবর্তন আসছে, খসড়া চূড়ান্ত *** ইসরায়েলের সঙ্গে যুদ্ধ বিশ্বকে দেখিয়েছে, ইরানের ভিত্তি কতটা মজবুত: খামেনি *** সাংবাদিক মিলন ত্রিপুরার ওপর হামলার অভিযোগ তদন্তের আহ্বান সিপিজের *** সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারে ব্রিটেনও *** একাত্তর নিয়ে বক্তব্য, সমালোচনার মুখে আসিফ নজরুলের দুঃখ প্রকাশ *** জুলাই সনদের খসড়ার সঙ্গে ‘মোটামুটি’ একমত বিএনপি *** বিনা অনুমতিতে নূরুল কবীরকে প্রেস কাউন্সিলের সদস্য করা হয়েছে, প্রত্যাহারের অনুরোধ

‘মুরগি’ বানিয়ে শাস্তি দেওয়ায় সরকারি কর্মকর্তা বরখাস্ত

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:২৩ অপরাহ্ন, ১৬ই সেপ্টেম্বর ২০২৩

#

এক ব্যক্তিকে মুরগির মতো করে বসিয়ে শাস্তি দেওয়ায় বরখাস্ত হলেন এক সরকারি কর্মকর্তা। ভারতের উত্তর প্রদেশের বেরেলি জেলার মিরাজগঞ্জ শহরে এমন ঘটনা ঘটেছে। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, বেরেলি জেলার মিরাজগঞ্জ শহরের সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেট (এসডিএম) উদিত পাবারের কাছে শ্মশানের জায়গা পাওয়ার জন্য যান ভুক্তভোগী পাপ্পু। এসময় তাকে মুরগির মতো করে বসিয়ে শাস্তি দেওয়া হয়। 

তবে অভিযুক্ত পাবার এ অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, ভুক্তভোগী নিজেই ওই অঙ্গভঙ্গিতে বসেছিলেন। 

পাপ্পু জানান, অন্যান্য গ্রামবাসীর সঙ্গে শ্মশানের জায়গার জন্য তিনি এসডিএম অফিসে যান। তিনি আমাদের অনুরোধ না রেখে আমাকে মুরগির মতো বসিয়ে রেখেছিলেন। আমি যখন জিজ্ঞেস করলাম কেন এমন করলেন? তিনি আমাকে আরও নির্যাতন করতে লাগলেন। 

এ নিয়ে অভিযুক্ত উদিত পাবার বলেন, গ্রামবাসীদের মধ্যে একজন হঠাৎ করে ওই অঙ্গভঙ্গিতে বসেন। আমি তাঁকে জিজ্ঞেস করেছিলাম, কেন এমন করলেন? এমন সময় একজন ভিডিওটি ধারণ করে। আমি তাঁকে শাস্তি দিয়েছি এটি সত্য নয়। 

বেরেলি জেলার ম্যাজিস্ট্রেট শিবকান্ত দ্বিবেদী বলেন, তদন্তে উদিতের বিরুদ্ধে অবহেলার প্রমাণ মিলেছে। এ জন্য তাঁকে বরখাস্ত করা হয়েছে।  

ওআ/

বরখাস্ত শাস্তি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন