রবিবার, ৯ই নভেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ
২৫শে কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ১৫ জেলায় নতুন ডিসি *** জাহানারার যৌন হয়রানির অভিযোগ: তিন সদস্যের তদন্ত কমিটি গঠন *** খালেদ মুহিউদ্দীনের ইংরেজি জ্ঞান নিয়ে উদ্বেগ কেন? *** প্রধান উপদেষ্টা আহ্বান জানালে আমরা যাব, অন্য দলকে দিয়ে আহ্বান কেন: সালাহউদ্দিন *** দেশের ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে ভারতের অবস্থান কী *** কারও দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এই সরকারের কাজ নয়: তারেক রহমান *** রাজশাহীর প্রশংসা উপদেষ্টা আসিফ নজরুলের, এড়িয়ে গেলেন নির্বাচন প্রসঙ্গ *** আওয়ামী লীগের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নিতে হবে: শফিকুল আলম *** দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল: বাংলাদেশ ব্যাংক গভর্নর *** আওয়ামী লীগের প্রতি দৃষ্টিভঙ্গি পাল্টাচ্ছে আমেরিকা, ইউরোপ!

হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের মহাসমাবেশ ৬ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:৫৯ অপরাহ্ন, ৪ঠা সেপ্টেম্বর ২০২৩

#

জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।

আগামী ৬ অক্টোবর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করবে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ। আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুত সংখ্যালঘু স্বার্থবান্ধব অঙ্গীকারগুলো বাস্তবায়নের দাবিতে এ কর্মসূচি আহ্বান করেছে পরিষদ নেতৃত্বাধীন ধর্মীয়-জাতিগত সংখ্যালঘু সংগঠনগুলোর ঐক্য মোর্চা। 

সোমবার (৪ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে সংবাদ সম্মেলনে মোর্চার প্রধান সমন্বয়ক ও ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত এ ঘোষণা দেন। তবে এর আগে ৮ থেকে ২৩ সেপ্টেম্বর একই দাবিতে সব জেলা-মহানগর এবং কেন্দ্রীয় পর্যায়ে গণঅনশন ও গণঅবস্থান কর্মসূচি পালন করবে সংগঠনটি। 

কর্মসূচিগুলোর মধ্যে আছে- ৮ সেপ্টেম্বর রাজশাহী ও খুলনা বিভাগের ১৮টি জেলা ও দুটি মহানগর; ১৫ সেপ্টেম্বর  ময়মনসিংহ ও রংপুর বিভাগের ১২টি জেলা ও দুটি মহানগর; ১৬ সেপ্টেম্বর সিলেট বিভাগের চারটি জেলা ও একটি মহানগর; ২২ সেপ্টেম্বর চট্টগ্রাম বিভাগের ১২টি জেলা ও একটি মহানগর; ২৩ সেপ্টেম্বর ঢাকা বিভাগের ১৩ জেলা ও দুটি মহানগরে ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘণ্টার গণঅনশন ও গণসমাবেশ এবং ২২ সেপ্টেম্বর ভোর ৬টা থেকে ২৪ সেপ্টেম্বর ভোর ৬টা পর্যন্ত ৪৮ ঘণ্টা কেন্দ্রীয় শহীদ মিনারে কেন্দ্রীয় গণঅনশন ও গণঅবস্থান। এ ছাড়া ৬ অক্টোবর দুপুর ২টায় ঢাকায় মহাসমাবেশ থেকে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

জগন্নাথ হল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নিবাস মাঝির সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, ডা. গজেন্দ্র নাথ মাহাতো, পলাশ কান্তি দে,  মনীন্দ্র কুমার নাথ, সাগর সাধু ঠাকুর, শ্যামল রঞ্জন মণ্ডল, মিলন কান্তি দত্ত, রঞ্জন কর্মকার প্রমুখ।

এসকে/ 

সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সংগঠন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250