বুধবার, ২২শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কাতারে বাংলাদেশি কর্মীদের ভিসা না দেওয়ার প্রচারণা প্রসঙ্গে যা বলছে মন্ত্রণালয় *** ‘দলীয়’ উপদেষ্টাদের বিষয়ে ড. ইউনূসের কাছে যে দাবি জানিয়েছে বিএনপি *** ‘জনতার জন্য হিজাব আইন, খামেনির উপদেষ্টার মেয়ের জন্য ডানাকাটা জামা’ *** নির্বাচন শান্তিপূর্ণ ও নিরপেক্ষ করার জন্য যা কিছু প্রয়োজন করব: প্রধান উপদেষ্টা *** ভারতীয় ঋণচুক্তির ১০ প্রকল্প বাতিলের তথ্য সঠিক নয়: পররাষ্ট্র উপদেষ্টা *** সালমান শাহ, সোহেল চৌধুরী হত্যা: কে এই আজিজ মোহাম্মদ ভাই *** সোনারগাঁও হোটেলে আজিজ মোহাম্মদ ভাইকে কেন চড় মেরেছিলেন সালমান *** যে প্রার্থীদের ভোট দিতে বললেন উপদেষ্টা ফরিদা আখতার *** ক্ষতি পোষাতে শনিবারও ক্লাস নেবেন শিক্ষকরা *** আন্দোলনরত শিক্ষকরা নবউদ্যমে শ্রেণিকক্ষে ফিরবেন, আশা প্রধান উপদেষ্টার

স্বাধীনতাবিরোধীদের সহিংসতার বিষয়ে সজাগ থাকতে হবে : শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১৫ অপরাহ্ন, ৬ই অক্টোবর ২০২৩

#

শিক্ষামন্ত্রী দীপু মনি: ফাইল ছবি

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, দেশে সাম্প্রদায়িক বিএনপি-জামায়াত অপশক্তি রয়েছে। এই স্বাধীনতাবিরোধীরা কোনোভাবে যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেজন্য সজাগ থাকতে হবে। সামনে পূজা ও নির্বাচন রয়েছে। এগুলোকে কেন্দ্র করে যেন কোনো ধরনের শঙ্কট, সহিংসতা ও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেজন্য আমাদের সবাইকে সজাগ থাকতে হবে।

শুক্রবার (৬ অক্টোবর) দুপুরে চাঁদপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কার্যালয়ে সমাবেশ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমাদের তরুণ শিক্ষার্থীরা সবচেয়ে বেশি সচেতন। তারা যেন সব সময় চোখ-কান খোলা রাখে। তারাই এই দেশের বর্তমান ও ভবিষ্যৎ। তারা যেন এই অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশকে এগিয়ে নিয়ে যায় এবং স্মার্ট বাংলাদেশ গড়বার জন্য কাজ করে।

দীপু মনি বলেন, যুবসমাজকে কর্মদক্ষ, নারীর উন্নয়নে কাজ করছে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। তারা সব সংকটে দেশের পাশে থাকে। স্বাধীনতার সময় আনসারের ভূমিকা ছিল অপরিসীম। মহান মুক্তিযুদ্ধে ৬৭০ জন আনসার সদস্য শহীদ হয়েছিলেন।

অনুষ্ঠানে আরও ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান, ঢাকা সদর দপ্তর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণ পরিচালক মো. আমিন উদ্দিন, পুলিশ সুপার সাইফুল ইসলাম, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান, কুমিল্লা রেঞ্জ কমান্ডার আব্দুল আউয়াল প্রমুখ। অনুষ্ঠান শেষে আনসার সদস্যদের মাঝে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ করা হয়।

একে/

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250