মঙ্গলবার, ২১শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৬ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে প্রধান উপদেষ্টাকে ৬ আন্তর্জাতিক সংগঠনের চিঠি *** জন্ম নিয়েই বাপের সঙ্গে পাল্লা দিয়ো না—এনসিপি নেতাদের গোলাম পরওয়ার *** দীপাবলিতে ভারতীয়দের শুভেচ্ছা জানিয়ে বাংলাদেশি হাইকমিশনের ভিডিও প্রকাশ *** ভারতের সঙ্গে ১০ চুক্তি বাতিলের তথ্য প্রকাশ, যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা *** ‘জামায়াত ও আ. লীগ মুদ্রার এপিঠ-ওপিঠ’ *** সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত ও আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান *** সংখ্যালঘুদের বিপদে ফেলবেন না, সরকারকে মির্জা ফখরুল *** বড় পুঁজির স্বপ্ন দেখা শ্রীলঙ্কাকে ২০২ রানে থামাল বাংলাদেশ *** সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর হত্যা মামলা করার নির্দেশ *** নির্বাচনে সেনা এক লাখ, পুলিশ দেড় লাখ ও ছয় লাখ আনসার মাঠে থাকবে

মেন্স জুনিয়র এশিয়া কাপ হকি-২০২৩

স্বাগতিক ওমানের বিপক্ষে আজ মাঠে নামবে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫২ অপরাহ্ন, ২৩শে মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

আজ থেকে ওমানে শুরু হচ্ছে মেন্স জুনিয়র এশিয়া কাপ হকি-২০২৩। আর টুর্নামেন্টের প্রথম দিনই স্বাগতিকদের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ দল। ওমানের সালালাহ শহরে ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত ১০টায়।

১০ দেশের জুনিয়র এশিয়া কাপ হকিতে বাংলাদেশ খেলছে ‘বি’ গ্রুপে। এই গ্রুপে স্বাগতিকরা ছাড়াও প্রতিপক্ষ হিসেবে রয়েছে মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া ও উজবেকিস্তান। আর গ্রুপ ‘এ’তে রয়েছে ভারত, পাকিস্তান, জাপান, থাইল্যান্ড ও চাইনিজ তাইপে। এদের মধ্যে টুর্নামেন্টের সেরা চার দল যুব বিশ্বকাপে জায়গা করে নেবে।

এদিকে হকিতে ওমান-বাংলাদেশ মুখোমুখি হলেই যেন টানটান উত্তেজনা ছড়িয়ে পড়ে। হোক সেটা সিনিয়র কিংবা বয়স ভিত্তিক দল। আর তা হয়ও বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। এছাড়া চলতি বছরের জানুয়ারিতে ওমানে অনুষ্ঠিত হওয়া জুনিয়র এএইচএফ কাপের ফাইনালেও হাড্ডাহাড্ডি লড়াই হয়েছিল বাংলাদেশ-ওমানের। নির্ধারিত সময়ের খেলা ১-১ গোলে শেষ হলে ফাইনালের ভাগ্য নির্ধারণ হয় পেনাল্টি শ্যুটআউটে। বাংলাদেশ জিতেছিল ৭-৬ গোলে।

আরো পড়ুন: টিভিতে দেখুন আজকের খেলা(২৩ মে ২০২৩)

এর আগে বাংলাদেশ দল ওমানে যাওয়ার আগে এই টুর্নামেন্টর জন্য নিজেদের প্রস্তুত করতে ভারতের হরিয়ানায় ২০ দিনের কন্ডিশনিং ক্যাম্প ও ১০টি ম্যাচ খেলিয়েছিল। সেখান থেকেই সরাসরি ওমানের উদ্দেশে গিয়েছে জুনিয়র হকি দল।

বাংলাদেশ জুনিয়র হকি দল: নূরুজ্জামান নয়ন, মোহাম্মদ সাইজুদ্দিন, আমিরুল ইসলাম, মেহরাব হাসান সামিন, আমান শরীফ, রামিম হোসেন, প্রিন্স লাল সামন্ত (অধিনায়ক), আবেদ উদ্দিন, রাহিদ হাসান জীবন, আজিজার রহমান, শাহিদুর রহমান সাজু, মো. আবদুল্লাহ, রাকিবুল হাসান, ওবায়দুল হক জয়, শহিদুল হক সৈকত, তাসিন আলী, সাবেদুর রহমান মিঠু ও জাহিদ হোসেন।

স্ট্যান্ডবাই: মেহেদী হাসান মুন্না, দেবাশিষ কুমার রায়, আসাদুজ্জামান চাঁদ ও মো. আলামিন।


এম/


 

স্বাগতিক ওমান বাংলাদেশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250