শুক্রবার, ৩রা অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ই আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তেহরান থেকে রাজধানী অন্যত্র সরিয়ে নেবে ইরান, নেপথ্যে পানি *** গাজা অভিমুখী নৌবহরে ইসরায়েলি সেনাদের আক্রমণ, ধরে নেওয়া হলো অধিকারকর্মীদের *** ৪৭ দেশের ৪৪৩ স্বেচ্ছাসেবীকে অপহরণ করেছে ইসরায়েল *** মর্ত্য ছেড়ে কৈলাসে ফিরলেন দুর্গতিনাশিনী *** শহিদুল আলমের জাহাজ এখনো আটক হয়নি, দিলেন ভিডিওবার্তা *** পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের বিশ্বকাপ শুরু *** এনসিপিকে শাপলা দিলে মামলা করব না, তবে ইসি দিতে পারে না: মান্না *** শুধু থালাবাটি নয়, এনসিপির জন্য আছে লাউ-বেগুন-কলাসহ ৫০ প্রতীক *** ঝড় উপেক্ষা করে গাজার পথে ফ্লোটিলা, শহিদুল আলমের ভিডিও বার্তা *** ইসরায়েলি সব কূটনীতিককে কলম্বিয়া থেকে বের হয়ে যাওয়ার নির্দেশ প্রেসিডেন্ট পেত্রোর

মধ্যপ্রাচ্য

সমকামিতা ইস্যুতে পশ্চিমা বিশ্বের ওপর ক্ষোভ ঝাড়লেন ইরানের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৩১ অপরাহ্ন, ১৩ই জুলাই ২০২৩

#

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। ছবি: রয়টার্স ফাইল ছবি

সমকামিতা প্রশ্নে পশ্চিমা বিশ্বের ইতিবাচক অবস্থানের নিন্দা জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। বুধবার উগান্ডায় এক সংবাদ সম্মেলনে অংশ নিয়ে তিনি পশ্চিমা বিশ্বের সমালোচনা করেন।

দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের লক্ষ্য নিয়ে বুধবার উগান্ডা সফরে যান রাইসি। আফ্রিকায় ১১ বছর পর প্রথম কোনো ইরানি নেতার বিদেশ সফর এটি।

উগান্ডার প্রেসিডেন্ট ইয়োভেরি মুসেভিনির সঙ্গে রাইসির বৈঠকের পর দুই নেতা এক সংবাদ সম্মেলনে অংশ নেন। সংবাদ সম্মেলনে রাইসি বলেন, ‘পশ্চিমা বিশ্ব এখন সমকামিতার পক্ষে প্রচার চালাচ্ছে। সমকামের ধারণার পক্ষে প্রচার চালিয়ে তারা মানব প্রজন্মকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছে।’

রাইসি আরও বলেন, পশ্চিমা বিশ্বের কর্মকাণ্ড বিভিন্ন দেশের ঐতিহ্য ও সংস্কৃতিবিরোধী।ইরানে সমকামিতার বিরুদ্ধে অত্যন্ত কঠোর কিছু আইন আছে। উগান্ডাতেও সম্প্রতি সমকামিতাবিরোধী আইন পাস হয়েছে।

২৯ মে বিলটিতে মুসেভিনির স্বাক্ষরের মধ্য দিয়ে তা আইনে পরিণত হয়েছে। এ আইন নিয়ে মানবাধিকার সংগঠন, জাতিসংঘ ও এলজিবিটিকিউর পক্ষের অধিকারকর্মীরা ক্ষোভ জানিয়েছেন।

নতুন এ আইনের আওতায় সমকামিতাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে। সম্মতিমূলক সমকামী সম্পর্কের ক্ষেত্রে যাবজ্জীবন পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

বুধবার সকালে নাইরোবিতে কেনিয়ার প্রেসিডেন্ট উইলিয়াম রুটোর সঙ্গে বৈঠক করেছেন রাইসি। তিনি বলেছেন, দুই দেশের মধ্যে সম্পর্কোন্নয়নের ক্ষেত্রে তাঁর এ সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আরো পড়ুন: কোরআন অবমাননার নিন্দা জানিয়ে জাতিসংঘে প্রস্তাব পাস

এরপর রাইসি উগান্ডার এনতেবে শহরে পৌঁছান। সরকারি সম্প্রচারমাধ্যম ইউবিসির প্রতিবেদনে বলা হয়েছে, তাঁকে গান স্যালুট ও সামরিক কুচকাওয়াজের মধ্য দিয়ে অভ্যর্থনা জানানো হয়েছে।

আজ বৃহস্পতিবার জিম্বাবুয়ের প্রেসিডেন্ট এমারসন মানানগাগওয়ার সঙ্গে তাঁর বৈঠক করার কথা আছে।

সূত্র: এএফপি

এম এইচ ডি/

মধ্যপ্রাচ্য ইরান উগান্ডা কূটনীতি সমকামিতা নাইরোবি কেনিয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250