বৃহস্পতিবার, ২রা অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
১৭ই আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এনসিপিকে শাপলা দিলে মামলা করব না, তবে ইসি দিতে পারে না: মান্না *** শুধু থালাবাটি নয়, এনসিপির জন্য আছে লাউ-বেগুন-কলাসহ ৫০ প্রতীক *** ঝড় উপেক্ষা করে গাজার পথে ফ্লোটিলা, শহিদুল আলমের ভিডিও বার্তা *** ইসরায়েলি সব কূটনীতিককে কলম্বিয়া থেকে বের হয়ে যাওয়ার নির্দেশ প্রেসিডেন্ট পেত্রোর *** এআই ‘অভিনেত্রী’-কে ঘিরে যে কারণে তীব্র সমালোচনা, ক্ষুব্ধ হলিউড তারকারা *** ফ্লোটিলা থেকে আটক ২২৩ জনকে ইউরোপে পাঠাবে ইসরায়েল, জাহাজগুলোর ভাগ্য অনিশ্চিত *** নিঃসঙ্গতা কাটাতে ৭৫ বছর বয়সে বিয়ে, অতঃপর... *** দুর্গাপূজায় বেশ কয়েকটি নতুন গান *** গাজায় মানবিক সহায়তাকর্মীদের হত্যার নিন্দা জানালেন প্রিন্স উইলিয়াম *** দুর্গাপূজার আগে ভারতে গেল ১ লাখ ৩০ হাজার কেজি ইলিশ

শেয়ারবাজারে লেনদেনের শীর্ষ তালিকায় মিরাকল ইন্ডাস্ট্রিজ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫৪ অপরাহ্ন, ২৪শে আগস্ট ২০২৩

#

মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ফাইল ছবি

ঢাকার শেয়ারবাজারে বন্ধ থাকা কোম্পানি মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারের দর বৃদ্ধি পেয়েছে। লেনদেনের দিক দিয়ে কোম্পানিটি এখন দ্বিতীয় স্থানে রয়েছে।   

এদিকে আজ  বৃহস্পতিবার (২৪ আগস্ট) ঢাকার শেয়ারবাজারে মিশ্র প্রবণতা দেখা গিয়েছে। প্রথম ৩০ মিনিটে সূচক নিম্নমুখী থাকলেও পরে তা আবার উর্ধ্বমুখী হয়। দিনের প্রথম ঘণ্টার লেনদেনের পর দ্বিতীয় শীর্ষ স্থানে উঠে এসেছে বন্ধ থাকা কোম্পানি মিরাকল ইন্ডাস্ট্রিজ। কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে প্রায় পাঁচ শতাংশ। কয়েক দিন আগে কোম্পানির পরিচালনা পর্ষদ নতুন করে গঠিত হয়। এরপর নতুন পর্ষদ ঘোষণা দেয়, ৩০ সেপ্টেম্বর থেকে কোম্পানির কার্যক্রম আবারও শুরু হবে। এই ঘোষণার পর থেকে কোম্পানিটির শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আকর্ষণ বেড়েছে।

তবে আজ ঢাকার শেয়ার বাজারে কোনো খাতই এককভাবে লেনদেনের শীর্ষে নেই। মূল্যবৃদ্ধির ক্ষেত্রে মিশ্র প্রবণতা দেখা যাচ্ছে। লেনদেনের ক্ষেত্রে যথারীতি শীর্ষ স্থানে আছে ফুওয়াং ফুড।

আজ ঢাকার বাজারে ফু ওয়াং ফুডের শেয়ার লেনদেন হয়েছে ১০ কোটি টাকার; মিরাকল ইন্ডাস্ট্রিজের শেয়ার লেনদেন হয়েছে ৭ কোটি ৮৯ লাখ টাকার। লেনদেনের তালিকায় তৃতীয় স্থানে আছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি; এই কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে পাঁচ কোটি ২৫ লাখ টাকার।

এর আগে বন্ধ থাকা কোম্পানি খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজের শেয়ারের দর অস্বাভাবিকভাবে বেড়েছে। এই কোম্পানিও লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছিল।

দিনের প্রথম সোয়া এক ঘণ্টা লেনদেনের পর বাজারের তিনটি সূচকের মধ্যে দুটি সূচক ছিল ঊর্ধ্বমুখী। এর মধ্যে ডিএসইএক্স সূচকের উত্থান হয়েছে ৭ দশমিক ২৯ পয়েন্ট; ডিএসইএস সূচকের পতন হয়েছে ২ দশমিক ২৫ পয়েন্ট; ডিএস ৩০ সূচকের পতন হয়েছে শূন্য দশমিক ২৫ পয়েন্ট।

আজকে প্রথম সোয়া এক ঘণ্টায় ১২৫ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে বলে জানা গেছে। 

এম.এস.এইচ/ 

শেয়ারবাজার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250