বৃহস্পতিবার, ২৯শে জানুয়ারী ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিশ্বজুড়ে ব্যাংকিং খাতে বঞ্চনার শিকার মুসলিমরা *** সরকারি কর্মচারীদের পাঁচ বছরের বেশি থাকা ঠিক না: প্রধান উপদেষ্টা *** আড়াই মাস চেষ্টা করেও আল জাজিরা তারেক রহমানের সাক্ষাৎকার নিতে পারেনি *** মানুষের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় একসঙ্গে কাজ করতে হবে *** অজিত পাওয়ারকে বহনকারী বিমান বিধ্বস্তের আগে ‘রহস্যজনক নীরবতা’ *** ভারতীয় কূটনীতিকদের পরিবার প্রত্যাহারের সংকেত বুঝতে পারছে না সরকার *** ‘আমি কিন্তু আমলা, আপনি সুবিচার করেননি’ *** প্রধান উপদেষ্টার কাছে অ্যামনেস্টির মহাসচিবের খোলা চিঠি *** ভারত-ইউরোপের মুক্ত বাণিজ্য চুক্তি ও বাংলাদেশের পোশাক রপ্তানি *** ‘গ্রিনল্যান্ড: মার্কিন হুমকি বাংলাদেশের জন্য উদ্বেগের বিষয়’

রাতের পার্টিতে অজয়-কাজলের মেয়ে, ছবি ছড়িয়ে পড়ল নেট দুনিয়ায়

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০১ পূর্বাহ্ন, ২২শে মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

বলিউডে পা রাখেননি এখনও। তার আগেই বলিপাড়ায় বেশ পরিচিত হয়ে উঠেছেন। ছবিতে না হলেও একের পর এক পার্টিতে মুখ দেখা যায় তার। তিনি অভিনেতা অজয় দেবগন ও কাজলের মেয়ে নায়সা দেবগন। বয়স সবে ২০। এর মধ্যেই নিজের পরিচিতি তৈরি করেছেন নায়সা। এই পরিচিতি অবশ্য পেশার কারণে নয়, নিজের জীবনযাপনের কারণে।

নিত্যদিনই পার্টি করতে দেখা যায় কাজল-কন্যাকে। কখনও শাহরুখ-পুত্র আরিয়ান খানের সঙ্গে, কখনও আবার সইফ আলি খানের ছেলে ইব্রাহিম আলি খানের সঙ্গে।  সেই সব পার্টিতে দেখা মেলে নায়সা প্রিয় বন্ধু থুড়ি ওরিরকে।  ভারতীয় গণমাধ্যম জানায়,  জন্মদিন থেকে ছুটি কাটানো, সব জায়গাতেই নায়সা পাশেই থাকেন তার প্রিয় বন্ধু ওরি। এ বার লন্ডনেও এক পার্টিতে দেখা মিলল তাদের। 

লন্ডনের এক নামী ক্লাবে সোনালি রঙের পোশাক পরে ওরির সঙ্গে পার্টিতে মাতলেন নিসা। সামাজিক যোগাযোগা মাধ্যমে ভাইরাল হল সেই ছবি।

আরো পড়ুন: আজও চোখে পানি আসে সুস্মিতার

তবে পার্টিতে যে শুধু তাঁরা দু’জনেই উপস্থিত ছিলেন, তা নয়। ছবিতে দেখা যায় তাদের অন্য বন্ধুদেরও। তবে নায়সা যে তাদের সবার থেকে আলাদা, তা বোঝা গেল ওরির পোস্ট করা ছবিতে।  ইনস্টাগ্রাম স্টোরিতে সবার সঙ্গে ছবি শেয়ার করলেও শুধু নায়সা ও তাঁর ছবি পোস্ট করতে ভোলেননি ওরি। ছবিতে দেখা যাচ্ছে, একে অপরের খুব কাছাকাছি রয়েছেন নায়সা ও ওরি। 

শোনা যাচ্ছে, বাবা-মায়ের মতো চলচ্চিত্রে নাম লেখাবেন নায়সা। এ বিষয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যমে অজয় দেবগন বলেছিলেন— ‘আমি জানি না এই মুহূর্তে নায়সা কী চায়। কারণ সিনেমা নিয়ে কখনো কোনো আগ্রহ দেখায়নি। যদিও বাচ্চাদের মন বদলে যায়। আমি জানি না। নায়সা এখন বিদেশে পড়াশোনা করছে।’

এসি/ আইকেজে 
 

অজয় কাজল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250