বৃহস্পতিবার, ৩১শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৬ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এই সরকারের এক্সিট পলিসি চিন্তা করার সময় এসেছে: দেবপ্রিয় ভট্টাচার্য *** জাতীয় স্বার্থ রক্ষায় সব পদক্ষেপ নেবে নয়াদিল্লি *** ইসরায়েলের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞা চান দেশটির ৩১ বিশিষ্ট নাগরিক *** এক সাপুড়ের প্রাণ নেওয়া সাপকে চিবিয়ে খেলেন আরেক সাপুড়ে *** তিন বাহিনীর প্রধান নিয়োগ রাষ্ট্রপতির হাতে রাখার প্রস্তাব *** ডাকসু নির্বাচনে স্বতন্ত্র প্যানেল দিচ্ছেন উমামা, যোগদানের আহ্বান ফেসবুকে *** ১৫ই আগস্টের মধ্যে চাকসুর নির্বাচনের তফসিল ঘোষণা *** ‘প্রিয় বন্ধু’ ভারতের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা ট্রাম্পের *** আইন ও বিচার বিভাগে পদায়ন বিধিমালা জারি *** এনসিপির অনুরোধে সমাবেশের স্থান পরিবর্তন ছাত্রদলের

বুবলীর ‘লোকাল’-এ আগ্রহ বাড়ছে

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১৭ অপরাহ্ন, ২৪শে এপ্রিল ২০২৩

#

ছবি: সংগৃহীত

নির্মাতা সাইফ চন্দন নির্মাণ করেছেন সিনেমা ‘লোকাল’। এতে দ্বিতীয়বারের মতো জুটি বেঁধে অভিনয় করেছেন চিত্রনায়ক আদর আজাদ ও শবনম বুবলী। ঈদুল ফিতর উপলক্ষে সিনেমাটি দেশজুড়ে ১১টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। মুক্তির প্রথম দিন থেকেই দর্শক আগ্রহে রয়েছে সিনেমাটি।

প্রথম ও দ্বিতীয় দিন স্টার সিনেপ্লেক্সে সিনেমাটি মোটামোটি হাউজফুল গিয়েছে। অন্যান্য প্রেক্ষাগৃহগুলোতেও চোখে পড়ার মতো দর্শক ছিল বলে জানা গেছে।

রোববার (২৩ এপ্রিল) বসুন্ধরা শাখার স্টার সিনেপ্লেক্সে ছিল হাউজফুল। নিদিষ্ট সময়ের আগেই ‘লোকাল’র টিকিট শেষ হয়ে যায়। এ তথ্য নিশ্চিত করেছে সিনেপ্লেক্সের ম্যানেজার। এদিন অনেকেই টিকিট না পেয়ে ফিরে গিয়েছেন বলে জানা গেছে। এমন সাড়ায় উচ্ছ্বসিত সিনেমা সংশ্লিষ্টরা।

এ প্রসঙ্গে পরিচালক সাইফ চন্দন বলেন, আলহামদুলিল্লাহ ট্রেইলার, গানের পর এবার সিনেমাটিও দর্শক পছন্দ করছে। মুক্তির প্রথম দিন থেকেই দর্শকের ইতিবাচক সাড়া পাচ্ছি। সিনেপ্লেক্স সহ বেশ কয়েকটি প্রেক্ষাগৃহে সিনেমাটি হাউজফুল যাচ্ছে। এ ধারা বজায় থাকলে ঈদের ব্যবসা সফল সিনেমার মধ্যে অন্যতম হবে এটি।

ক্লিওপেট্রা ফিল্মস প্রয়োজিত সিনেমাটির গল্প ও চিত্রনাট্যে করেছেন ফেরারী ফরহাদ। ‘লোকাল’ সিনেমাটিতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, সাঞ্জু জন, এলিনা শাম্মী, আনোয়ার, স্বাধীন, শিবা শানু, ডন, বড়দা মিঠু, আহমেদ শরীফ প্রমুখ।

এম/

আরো পড়ুন:

হল ও দর্শক টানায় এগিয়ে শাকিব
 

শবনম বুবলী ঈদুল ফিতর সিনেমা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন