শুক্রবার, ৩রা অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
১৮ই আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** অন্যের ওপর দোষ চাপানো বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ‘অভ্যাস’: ভারত *** পাকিস্তানের পাঁচটি যুদ্ধবিমান ধ্বংসের দাবি ভারতের বিমানবাহিনীর প্রধানের *** মানচিত্র থেকে পাকিস্তানকে মুছে ফেলার হুমকি দিলেন ভারতের সেনাপ্রধান *** ফ্লোটিলা বহর আটকের তীব্র নিন্দা জানাল বাংলাদেশ *** ভারতের ধনী নারী উদ্যোক্তাদের মধ্যে ৫০১৭০ কোটি নিয়ে শীর্ষে জয়শ্রী, ষষ্ঠ বলিউড নায়িকা *** ২০২৬ বিশ্বকাপের অফিশিয়াল বল ট্রাইওন্ডা আসলে কী *** যেভাবে আসামে হিন্দু-মুসলিম বিভাজিত সমাজে ঐক্যের সুর হয়ে উঠলেন জুবিন গার্গ *** ফ্লোটিলার সর্বশেষ জাহাজটির বর্তমান অবস্থান, স্টারলিংকের ইন্টারনেট এখনো সচল *** মাথা ঠান্ডা করে আরামে ঘুমান, নিজেদের সমস্যায় মন দিন—পশ্চিমা নেতাদের পুতিন *** বাড়লে গরম, বাড়ে চিনি খাওয়াও—বিস্ময়কর তথ্য দিলেন বিজ্ঞানীরা

পঞ্চায়েত নির্বাচন

পশ্চিমবঙ্গে ১৯ জেলার ৬৯৬টি কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণ চলছে

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০০ অপরাহ্ন, ১০ই জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

ব্যাপক অনিয়ম ও সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে সমালোচিত হয়েছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের গত শনিবারের পঞ্চায়েত নির্বাচন। আজ সোমবার সকাল ৭টা থেকে রাজ্যের ১৯ জেলায় ভোট হতে না পারা ৬৯৬টি কেন্দ্রে পুনরায় ভোট গ্রহণ শুরু হয়েছে।

 রাজ্য নির্বাচন কমিশনের নির্দেশে এই ৬৯৬ কেন্দ্রে আজ পুনরায় ভোট নেওয়া হচ্ছে। 

এর মধ্যে সবচেয়ে বেশি কেন্দ্র রয়েছে মুর্শিদাবাদে, ১৭৫টি। এ ছাড়া মালদহে ১০৯টি, নদীয়ায় ৮৯, কোচবিহারে ৫৩, উত্তর ২৪ পরগনায় ৪৬, উত্তর দিনাজপুরে ৪২, দক্ষিণ ২৪ পরগনায় ৩৬, হুগলিতে ২৯, হাওড়ায় ৮, পূর্ব মেদিনীপুরে ৩১, পশ্চিম মেদিনীপুরে ১০, বাঁকুড়ায় ৮, পুরুলিয়ায় ৪, বীরভূমে ১৪, পূর্ব বর্ধমানে ৩, জলপাইগুড়িতে ১৪, দক্ষিণ দিনাজপুরে ১৮, পশ্চিম বর্ধমানে ৬ ও আলিপুরদুয়ারে ১টি আসনে পুনরায় ভোট গ্রহণ চলছে।

নির্বাচন কমিশন জানিয়েছে, পুনর্নির্বাচন হবে কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে; যদিও এবারের পঞ্চায়েত নির্বাচনের পুরোটা কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে হওয়ার কথা ছিল। কিন্তু অনেক কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনী নিয়োগ করা হয়নি। এদিকে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছেন, নির্বাচনপরবর্তী সহিংসতা রোধে ভোট গ্রহণের পর আরও ১০ দিন রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকবে।

শনিবারের পঞ্চায়েত নির্বাচনে ব্যাপক অনিয়ম ও সন্ত্রাসী ঘটনার খবর পাওয়া গেছে। ওই দিন রাজ্যের বিভিন্ন জেলায় রাজনৈতিক সংঘর্ষ, ব্যালট লুট, মারপিট, জাল ভোট দেওয়া, গোলাগুলি ও খুনের ঘটনা ঘটেছে। মারা গেছেন ১৮ জন। এর আগে গত ৯ জুন থেকে মনোনয়নপত্র জমা ও প্রচারের সময় সহিংসতায় আরও ২০ জনের মৃত্যু হয়েছে।

আরো পড়ুন: ন্যাটোর সদস্য হওয়ার জন্য এখনও প্রস্তুত না ইউক্রেন: জো বাইডেন

লাগামহীন নির্বাচনী সহিংসতার জেরে পশ্চিমবঙ্গের বিরোধী দল বিজেপি, কংগ্রেস ও সিপিএমের নেতারা অবিলম্বে এবারের পঞ্চায়েত নির্বাচন বাতিল ও পুনর্নির্বাচনের দাবি তুলেছেন। এ ছাড়া সহিংসতা এড়াতে ও রাজ্যের মানুষের জানমাল রক্ষায় অবিলম্বে কেন্দ্রের শাসন জারির দাবি তুলেছেন তাঁরা।

এম/


পশ্চিমবঙ্গ ভোট গ্রহণ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250