বুধবার, ৩০শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৪ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারে ব্রিটেনও *** একাত্তর নিয়ে বক্তব্য, সমালোচনার মুখে আসিফ নজরুলের দুঃখ প্রকাশ *** জুলাই সনদের খসড়ার সঙ্গে ‘মোটামুটি’ একমত বিএনপি *** বিনা অনুমতিতে নূরুল কবীরকে প্রেস কাউন্সিলের সদস্য করা হয়েছে, প্রত্যাহারের অনুরোধ *** জনসংখ্যা বাড়াতে প্রত্যেক শিশুকে বছরে ৬২ হাজার টাকা করে দেবে চীন *** প্রেস কাউন্সিলের সদস্য হলেন মাহফুজ আনাম, নূরুল কবীরসহ ১২ জন *** ইসরায়েলি দুই মন্ত্রীকে নেদারল্যান্ডসে ঢুকতে দেবে না দেশটির সরকার *** ডাকসু নির্বাচন ৯ই সেপ্টেম্বর *** আর কাউকে প্রতীকী মূল্যে জমি দেবে না সরকার: অর্থ উপদেষ্টা *** প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের ৩৪ হাজার শুন্য পদ পূরণে উদ্যোগ

নতুন ভিসা নীতির ঘোষণা অস্ট্রেলিয়ার

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ১১ই ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক শিক্ষার্থী এবং কম দক্ষতাসম্পন্ন কর্মীদের ক্ষেত্রে ভিসা নীতিতে কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে অস্ট্রেলিয়া। এছাড়া ভিসা সংক্রান্ত নতুন নিয়ম চালু করতে যাচ্ছে দেশটি।

নতুন নীতিতে বিদেশি শিক্ষার্থীদের ইংরেজিতে ‘উচ্চ দক্ষতা প্রয়োজন হবে। এই দক্ষতা বিদেশি শিক্ষার্থীদের অস্ট্রেলিয়ায় দীর্ঘমেয়াদের থাকার ক্ষেত্রে সহায়তা করবে। নতুন নীতিমালার অধীনে, ইংরেজি ভাষার পরীক্ষায় বিদেশি শিক্ষার্থীদের ‘উচ্চতর রেটিং ‘পেতে হবে এবং শিক্ষার্থীদের দ্বিতীয় দফার ভিসার আবেদন অধিকতর যাচাই-বাছাই করা হবে। 

অস্ট্রেলিয়া সরকার বলছে, আগামী দুই বছরের মধ্যে অভিবাসী অর্ধেক করা হতে পারে। বর্তমানে দেশটির ‘ভঙ্গুর’ অভিবাসন ব্যবস্থাকে সংশোধনের চেষ্টা করছে তারা।

আরো পড়ুন: প্রেসিডেন্ট নির্বাচনে এগিয়ে ট্রাম্প, পিছিয়ে বাইডেন 

জানা গেছে ২০২২–২৩ সালে অস্ট্রেলিয়ায় মোট অভিবাসী প্রবেশ করেছে ৫ লাখ ১০ হাজার। এরপরই ভিসানীতি কঠোর করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী ক্লেয়ার ও’নিল এক বিবৃতিতে বলেছেন, দেশের অভিবাসন ব্যবস্থায় ভারসাম্য রাখার জন্য আমরা সবসময় কাজ করছি। সরকারের লক্ষ্য অনুযায়ী অভিবাসন নীতির সংস্কার এরই মধ্যে অভিবাসনের ওপর নিম্নমুখী চাপ সৃষ্টি করছে। সংস্কারগুলো অভিবাসী কমাতে আরও সাহায্য করবে।

এর আগে বিদেশি শিক্ষার্থী ও দক্ষ কর্মী প্রবেশ সীমিত করতে নতুন ভিসানীতি ঘোষণা করে যুক্তরাজ্য। গত ৫ ডিসেম্বর এ সংক্রান্ত পাঁচ দফা পরিকল্পনা ঘোষণা করেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলি। 

সূত্র: রয়টার্স 

এইচআই/ আই.কে.জে/

অস্ট্রেলিয়া ভিসা নীতি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন