সোমবার, ২৮শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৩ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

ডেঙ্গু পরীক্ষার ফি বেশি নেওয়ায় ৪০ হাজার জরিমানা

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:৪৩ অপরাহ্ন, ৩রা সেপ্টেম্বর ২০২৩

#

ছবিঃ সংগৃহীত

ডেঙ্গু পরীক্ষায় ৩০০ টাকার ফি ১২০০ টাকা নেওয়ায় চাঁদপুর পৌরশহরের পপুলার ডায়াগনস্টিক সেন্টারকে ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রোববার (৩ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নূর হোসেন রুবেল এ অভিযান চালান। এ সময় আনসার ব্যাটালিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে নূর হোসেন বলেন, ডেঙ্গু টেস্ট এনএস ওয়ান, আইজিজি ও আইজিএম পরীক্ষার সরকারি ফি ৩০০ টাকা। সিবিসি পরীক্ষার ফি ৪০০ টাকা কিন্তু নিউ পপুলার ডায়াগনস্টিক সেন্টারের লোকজন রোগীদের কাছ থেকে টেস্টের জন্য ৭০০ থেকে ১২০০ টাকা করে নিচ্ছেন। এজন্য ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও বলেন, পৌরশহরের ছায়াবাণী এলাকায় বিভিন্ন ফার্মেসি ও প্রতিষ্ঠানেও অভিযান পরিচালনা করা হয়। আমাদের এ অভিযান চলমান থাকবে।

এসকে/ 

ডেঙ্গু চাঁদপুর জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ডেঙ্গু টেস্ট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন