মঙ্গলবার, ২৯শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৪ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রেস কাউন্সিলের সদস্য হলেন মাহফুজ আনাম, নূরুল কবীরসহ ১২ জন *** ইসরায়েলি দুই মন্ত্রীকে নেদারল্যান্ডসে ঢুকতে দেবে না দেশটির সরকার *** ডাকসু নির্বাচন ৯ই সেপ্টেম্বর *** আর কাউকে প্রতীকী মূল্যে জমি দেবে না সরকার: অর্থ উপদেষ্টা *** প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের ৩৪ হাজার শুন্য পদ পূরণে উদ্যোগ *** প্রাথমিক পর্যায়ে ঐকমত্যের খসড়া আজকালের মধ্যে পাবে রাজনৈতিক দলগুলো: আলী রীয়াজ *** মাইলস্টোনে বিধ্বস্ত যুদ্ধবিমানটি নিয়ে এখনই মন্তব্য সমীচীন নয়—বললেন রাষ্ট্রদূত *** মানুষের নিরাপত্তা দিতে না পারলে সংস্কার কাজে আসবে না: ফখরুল *** রাঙামাটিতে ইউপিডিএফের আস্তানায় সেনা অভিযান, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার *** আড়াই লাখ মানুষ ঘর ছাড়া হওয়ার পর যুদ্ধবিরতিতে রাজি থাইল্যান্ড-কম্বোডিয়া

ডিএসসিসির তিন ক্যাটাগরির পদের পরীক্ষার সময়সূচী

ক্যারিয়ার ডেস্ক

🕒 প্রকাশ: ১০:০১ অপরাহ্ন, ৩রা ডিসেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং হিসাব সহকারী পদের লিখিত পরীক্ষা আগামী ৮,৯ ও ১৩ই ডিসেম্বর অনুষ্ঠিত হবে। ডিএসসিসির দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ডিএসসিসির উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং হিসাব সহকারী পদের বিপরীতে টেলিটক বাংলাদেশ লিমিটেডের কারিগরি সহযোগিতায় অনলাইনে প্রাপ্ত আবেদনকারীদের লিখিত পরীক্ষার সূচি প্রকাশ করা হয়েছে।

উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক পদের লিখিত পরীক্ষা ৮ই ডিসেম্বর শুক্রবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ঢাকা মহানগর মহিলা কলেজ, লক্ষ্মীবাজার, ঢাকা কেন্দ্র ও কে এল জুবিলী স্কুল অ্যান্ড কলেজ, বাংলাবাজার, ঢাকা উপকেন্দ্রে এ পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ৯ই ডিসেম্বর শনিবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। ঢাকা মহানগর মহিলা কলেজ, লক্ষ্মীবাজার, ঢাকা কেন্দ্র ও কে এল জুবিলী স্কুল অ্যান্ড কলেজ, বাংলাবাজার, ঢাকা উপকেন্দ্রে এ পদের পরীক্ষা নেওয়া হবে।

হিসাব সহকারী পদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৩ই ডিসেম্বর বুধবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত। ঢাকা মহানগর মহিলা কলেজ, লক্ষ্মীবাজার, ঢাকা কেন্দ্রে এ পদের পরীক্ষা নেওয়া হবে।

অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ও হিসাব সহকারী পদের প্রার্থীরা রোববার এবং উচ্চমান সহকারী কাম হিসাবরক্ষক পদের প্রার্থীরা ৭ই ডিসেম্বর থেকে প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। প্রবেশপত্র ছাড়া কোনো পরীক্ষার্থীকে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না।

http://dscc.teletalk.com.bd/প্রবেশপত্র পেতে এই লিংকে ক্লিক  করুন।

ডিএসসিসি পরীক্ষার সময়সূচী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন