শুক্রবার, ২৪শে অক্টোবর ২০২৫ খ্রিস্টাব্দ
৯ই কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এ মাসেই ২০০ আসনে প্রার্থীকে গ্রিন সিগন্যাল দেওয়া হবে: সালাহউদ্দিন *** পশ্চিম তীর দখলে ইসরায়েলি পদক্ষেপের কঠোর নিন্দা জানাল বাংলাদেশ *** বিনা শর্তে ক্ষমা চাইলেন জামায়াতের আমির *** নির্বাচনে নিজস্ব সিদ্ধান্তেই সশস্ত্র বাহিনী মোতায়েন করতে পারবে ইসি *** নাম বদলে গণতান্ত্রিক ছাত্রসংসদ হয়ে গেল ‘জাতীয় ছাত্রশক্তি’ *** দেড় বছর পর ওয়ানডে সিরিজ জয় বাংলাদেশের *** ঢাকা সফরে আসছেন ইতালির প্রধানমন্ত্রী *** আদালত যাদের পলাতক বলবেন তারা নির্বাচন করতে পারবেন না: আসিফ নজরুল *** নির্বাচনে প্রার্থীর দেশি-বিদেশি আয়ের তথ্য প্রকাশ বাধ্যতামূলক *** সাপে কাটা রোগীদের জন্য হাসপাতালে বিশেষায়িত ওয়ার্ড চালু

ডর্টমুন্ডের তুলনায় রিয়ালে ১০ গুণ ভালো খেলছেন বেলিংহাম

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩৯ অপরাহ্ন, ২০শে আগস্ট ২০২৩

#

জুড বেলিংহাম। ফাইল ছবি

ডর্টমুন্ডের তুলনায় রিয়াল মাদ্রিদে ১০ গুণ ভালো অবস্থায় আছেন বেলিংহাম। কথাটার প্রমাণ এ ফুটবলার বার বার দিচ্ছেন। এবার বিপক্ষ দলকে জোড়া গোলে বিধ্বস্ত করলেন বেলিংহাম। আর এতেই আলমেরিয়ার বিপক্ষে ৩-১ গোলের ব্যবধানে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। 

বেলিংহাম ১০৩ মিলিয়ন ডলারে জার্মান ক্লাব থেকে স্প্যানিশ ক্লাবটিতে যোগ দিয়ে দ্রুতই মানিয়ে নিয়েছেন। গত সপ্তাহে অ্যাথলেতিক ক্লাবের বিপক্ষে ২-০ গোলে জেতা ম্যাচে গোল করেছেন। তার পর পাওয়ার হর্স স্টেডিয়ামেও পেয়েছেন জোড়া গোল। সবকিছু তুলনা করে এই মিডফিল্ডার বলেছেন, ‘গত মৌসুমে ডর্টমুন্ডের চেয়ে এখন আমি ১০ গুণ ভালো খেলোয়াড়। তাদের কাছ থেকে প্রতিনিয়ত শিখছি। এখানকার মান অনেক উঁচু। বলা যায় আমার অবস্থা স্পঞ্জের মতো, সব কিছু শুষে নিচ্ছি।’

খেলার শুরুতে অবশ্য রিয়ালকে স্তব্ধ করে দিয়েছিল আলমেরিয়া। তিন মিনিটেই রিয়ালের জাল কাঁপিয়ে দেন সের্জিও আরিবাস। ১৯তম মিনিটে রিয়ালকে সমতায় ফিরিয়েছেন বেলিংহাম। ঘণ্টা খানেকের মাথায় দারুণ এক হেডে দলকে এগিয়েও নিয়েছেন। তার পর তো ভিনিসিয়ুসের তৃতীয় গোলটি বানিয়ে দিয়ে অবদান রাখলেন জয়ে।

পিছিয়ে পড়েও এভাবে ঘুরে দাঁড়ানো রিয়াল মাদ্রিদের সহজাত বৈশিষ্ট্য। নতুন যোগ দেওয়া বেলিংহাম এই বৈশিষ্ট্যের সঙ্গে পরিচিত সেই ছোটবেলা থেকে। বেলিংহাম এব্যাপারে বলেছেন, ‘এরকম কামব্যাক ছোটবেলা থেকে টিভিতে দেখে এসেছি। মনে পড়ে একবার মনে হচ্ছিল তারা বোধহয় খেলায় ফিরতেই পারবে না। কিন্তু শেষ বেলায় তারা ঠিকই ফিরে আসে। আমি এখন নিজেই এর সাক্ষী। কখনো ভাবিনি ম্যাচটা হেরে যাবো। কারণ সতীর্থদের মুখে কোনও ধরনের আতঙ্ক দেখিনি।’

এম.এস.এইচ/

জুড বেলিংহাম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250