বুধবার, ৩০শে জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ
১৫ই শ্রাবণ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এনসিপির অনুরোধে সমাবেশের স্থান পরিবর্তন ছাত্রদলের *** চা-শ্রমিকদের মজুরি বছরে ৫ শতাংশ হারে বাড়বে *** বয়স ১৬ না হলে ইউটিউবে অ্যাকাউন্ট খোলা নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া *** বলিউড অভিনেতা দীলিপ কুমার ও রাজ কাপুরের পৈতৃক বাড়ি সংস্কার করছে পাকিস্তান *** আগামীকাল খসড়া সনদ রাজনৈতিক দলগুলোকে দেওয়ার আশা করছি: আলী রীয়াজ *** নিউইয়র্কে বাংলা সাহিত্য ও সংস্কৃতি উৎসব অনুষ্ঠিত *** হিন্দুপল্লিতে হামলা: গ্রেপ্তার পাঁচজন কারাগারে, রিমান্ড শুনানি কাল *** সংসদ নির্বাচনে ৭ শতাংশ আসনে থাকবে নারী প্রার্থী, প্রস্তাব ঐকমত্য কমিশনের *** ডিসেম্বরে নির্বাচন হলে অংশ নেবেন খালেদা জিয়া: আবদুল আউয়াল মিন্টু *** ৩৯ সংসদীয় আসনের সীমানায় পরিবর্তন আসছে, খসড়া চূড়ান্ত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুটি পরীক্ষার তারিখ পরিবর্তন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৩৩ অপরাহ্ন, ১৩ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমফিল ও পিএইচডি এবং এমএএস/এডভান্সড এমবিএ ভর্তি পরীক্ষার ১৭ আগস্টের তারিখ পরিবর্তন করা হয়েছে। স্থগিত হওয়া পরীক্ষা আগামী ২৩ আগস্ট বেলা ১১টায় অনুষ্ঠিত হবে।

রোববার (১৩ আগস্ট) জাতীয় বিশ্ববিদ্যালয়ের এ দুটি ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন করে সংবাদ বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে।

এতে বলা হয়, অনিবার্য কারণবশত ২০২৩-২৪ শিক্ষাবর্ষে এমফিল ও পিএইচডি এবং ২০২৩-২৪ শিক্ষাবর্ষে এমএএস/এডভান্সড এমবিএ ভর্তির লিখিত পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে। এ পরীক্ষা পূর্বঘোষিত ১৭ আগস্টের পরিবর্তে ২৩ আগস্ট বেলা ১১টায় গাজীপুর ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষার ফলাফল আগামী ২৮ আগস্ট বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

অন-ক্যাম্পাস এমএএস/এডভান্সড এমবিএ ভর্তি পরীক্ষার তারিখও পরিবর্তন করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। অনিবার্য কারণবশত ২০২৩-২৪ শিক্ষাবর্ষে এমএএস/এডভান্সড এমবিএ ভর্তির লিখিত পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণ করা হয়েছে। এই পরীক্ষা পূর্বঘোষিত ১৭ আগস্টে পরিবর্তে ২৩ আগস্ট দুপুর ২টায় গাজীপুর ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষার ফলাফল ২৮ আগস্ট  বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে। মৌখিক পরীক্ষার তারিখ পরে জানানো হবে। লিখিত পরীক্ষার দিন আবেদনকারীদের সব পরীক্ষার নম্বরপত্রের ফটোকপি সংশ্লিষ্ট একাডেমিক গ্রুপ চেয়ারম্যানের দপ্তরে জমা দেওয়ার জন্য বলা হলো।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মৌখিক পরীক্ষার তারিখ পরে জানানো হবে। লিখিত পরীক্ষার দিন আবেদনকারীদের সব পরীক্ষার নম্বরপত্রের ফটোকপি এবং গবেষণা প্রস্তাবনার কপি সংশ্লিষ্ট একাডেমিক গ্রুপ চেয়ারম্যানের দপ্তরে জমা দেওয়ার জন্য বলা হয় বিজ্ঞপ্তিতে।

আর.এইচ 

জাতীয় বিশ্ববিদ্যালয়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন